আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২২

ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তা চেয়েছে যুক্তরাষ্ট্র
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ঘিরে জটলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীদের নিরাপত্তা চেয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যান টেলিফোনে আলাপের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমকে এ অনুরোধ জানান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ ফোনালাপের বিষয়ে এক বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে আজ ফোনে কথা বলেছেন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যান। তাঁরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদার করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব এবং মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।এ আগে পিটার হাস ১৪ ডিসেম্বর সকালে রাজধানীর শাহীনবাগে বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলামের বাসায় যান। সাজেদুলের বোন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক। রাষ্ট্রদূত যখন সাজেদুল ইসলামের বাসায় গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলছিলেন, তখন ওই বাড়ির সামনে জড়ো হন ‘মায়ের কান্না’ নামের আরেকটি সংগঠনের নেতা-কর্মীরা। সূত্র: প্রথম আলো

অভ্যন্তরীণ পর্যটক দুই কোটি ছাড়াবে

দেশে বিদেশি পর্যটক না বাড়লেও গতি এসেছে অভ্যন্তরীণ পর্যটনে। ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বাড়ায় মধ্যবিত্তের বিশাল একটি অংশ এখন সাপ্তাহিক ছুটিতে বা এর সঙ্গে বাড়তি এক-দুই দিনের ছুটি পেলেই পরিবার, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। শুক্র-শনি ও বড়দিন মিলে তিন দিনের টানা ছুটিতে দেশের প্রধান পর্যটনকেন্দ্রগুলোতে এবারও মানুষের ঢল নামবে। আবার অনেকে দেশের বাইরেও যাচ্ছে।এতে অভ্যন্তরীণ ও বহির্গামী পর্যটনে প্রাণসঞ্চারের আশা করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে চড়া হোটেলভাড়া, পর্যটনকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সুবিধা না থাকা, সেবার মান ভালো না হওয়ায় অনেক পর্যটক বিদেশমুখী হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহির মো. জাবের গতকাল বৃহস্পতিবার কালের কণ্ঠকে বলেন, ‘প্যালেসসহ দেশের হোটেলগুলোতে আমি খোঁজ নিয়েছি, এই সপ্তাহে একটি কক্ষও খালি নেই। যে পরিমাণ মানুষ ভ্রমণ করছে, সে পরিমাণ হোটেল-মোটেল আমাদের নেই। এই কারণে ছুটির দিনগুলোতে সমস্যা দেখা যায়। শুধু হোটেল নয়, যাতায়াতের ক্ষেত্রেও বাসে-প্লেনে সিট পাওয়া কঠিন হয়ে ওঠে। এতে বোঝা যায়, দেশে অভ্যন্তরীণ পর্যটক বাড়ছে। দেশে বছরে দুই কোটি মানুষ অভ্যন্তরীণ পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণ করে। এই সংখ্যা এ বছর দুই কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করছি। ’ তিনি জানান, পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে আছে। সেখানে কোন জায়গায় কী পরিমাণ হোটেল দরকার তার একটি পূর্ণাঙ্গ চিত্র থাকবে। সূত্র: কালের কণ্ঠ

চমকের সম্মেলন কাল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চান ১০ জন : কাদের

রাত পোহালেই আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের সম্মেলন হবে এক দিনের। এ সম্মেলনে কী চমক থাকছে তা নিয়ে দলীয় অসংখ্য নেতা-কর্মীসহ দেশবাসীর ব্যাপক কৌতূহল। কাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশ থেকে সাড়ে ৮ হাজার কাউন্সিলর এবং ২৫ হাজার ডেলিগেট এতে অংশ নেবেন। বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃত্বে কারা আসছেন তা নির্ধারণ হবে। ১৯৮১ সালে শেখ হাসিনা দলের সভানেত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ৯টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে দলে কোনো প্রশ্ন ওঠেনি। ফলে সভানেত্রী পদে কাউকে প্রার্থী হতেও দেখা যায়নি। এবারও কাউন্সিলরদের ভোটে দশমবারের মতো সভানেত্রী নির্বাচিত হতে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এটা মোটামুটি নিশ্চিত। আওয়ামী লীগ সভানেত্রী প্রতিবার কাউন্সিলেই নতুন নেতৃত্ব বেছে নেওয়ার কথা বলেন। কিন্তু দলের কাউন্সিলর এবং নেতা-কর্মীদের তীব্র আপত্তি এবং আবেগের কাছে শেষ পর্যন্ত তিনি পরাস্ত হন। এবারও এরকম ঘটনা ঘটতে যাচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্র: বিডি প্রতিদিন।

সংকটকালেও পোশাক রপ্তানিতে সুদিন

Nagad

বিশ্বজুড়েই চলছে অর্থনৈতিক সংকট। প্রায় সব দেশই মূল্যস্ফীতির ধাক্কায় নাকাল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপের দেশগুলোতে মন্দা আসন্ন। বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে। তবে সংকটের মধ্যেও আশার কথা হচ্ছে, উন্নত দেশগুলো বাংলাদেশ থেকে আগের চেয়ে বেশি পোশাক আমদানি করছে। তৈরি পোশাক রপ্তানিতে ইউরোপের বাজারে দ্বিতীয় এবং যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। মার্কিন অফিশিয়াল সোর্স অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) ও ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বাংলাদেশ পোশাক রপ্তানি করেছে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি-সেপ্টেম্বরের তুলনায় চলতি বছরের প্রথম নয় মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি ৪৩ দশমিক ২১ শতাংশ বেড়ে ১৭ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২২ দশমিক ৫৬ শতাংশ হিস্যা নিয়ে ইউরোপে পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়। চীন ২৯ দশমিক ৪ শতাংশ হিস্যা নিয়ে এ অঞ্চলে শীর্ষে রয়েছে। ইইউ ২০২২ সালের প্রথম নয় মাসে চীন থেকে ২২ দশমিক ৫৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে, যেখানে বছরওয়ারি প্রবৃদ্ধি ছিল ২৫ দশমিক ১৯ শতাংশ।এ সময় তুরস্ক থেকে ইইউ ৯ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে, দেশটির বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৮৬ শতাংশ। তুরস্ক ইইউর তৃতীয় বৃহত্তম পোশাকের বাজার। এ ছাড়া ভারত থেকে ইইউর আমদানি বেড়েছে ১৫ দশমিক ৮৫ শতাংশ। ইইউর শীর্ষ ১০ পোশাক সরবরাহকারীর মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। উচ্চপ্রবৃদ্ধিসহ অন্য দেশগুলো হলো কম্বোডিয়া ৪১ দশমিক ৮ শতাংশ, ইন্দোনেশিয়া ৩৩ দশমিক ৪৬ ও পাকিস্তান ৩০ দশমিক ৭৬ শতাংশ।সূত্র: দৈনিক বাংলা।

আওয়ামী লীগের কাছে ভাগ চাইছে শরিকরা

বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ছয়টি সংসদীয় আসনে ভাগ চাইছে আওয়ামী লীগের শরিক ও সমর্থক দলগুলো। উপনির্বাচনে বিএনপি না থাকায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেই এমপি হওয়া নিশ্চিত- এ ভাবনায় ক্ষমতাসীন দলেও প্রার্থীর ছড়াছড়ি। সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও (জাপা) সুযোগ নিতে চায়। তবে ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ ভোট দেখাতে জোট হবে না; দুই দলেরই প্রার্থী থাকবে। এ সমীকরণের মধ্যেও তিনটি আসনে ‘ছাড়’ চাইছে জাপা। আসন চায় আওয়ামী লীগের শরিক জাসদ এবং ওয়ার্কার্স পার্টিও।গত ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির এমপিরা। পরদিন সংরক্ষিত মহিলা আসনের একজনসহ ছয় এমপি পদত্যাগ করেন।গত ১৮ ডিসেম্বর ঘোষিত তপশিল অনুযায়ী ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রা?হ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ভোট ১ ফেব্রুয়ারি। গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি হারুনুর রশীদ। তাঁর আসন শূন্য ঘোষণার পর তপশিল হবে। ২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচন। তাই উপনির্বাচনে যাঁরা এমপি নির্বাচিত হবেন, তাঁরা বড়জোর ১০ মাস পদে থাকবেন। কিন্তু পরের জাতীয় নির্বাচনে মনোনয়ন নিশ্চিত করতে উপনির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও এর সমর্থক দলগুলোর প্রার্থীরা ব্যাপক আগ্রহী। তবে নির্বাচনী এলাকায় ভোটারদের আগ্রহ দেখা যাচ্ছে না। সূত্র: সমকাল

প্রকল্পের কাজ শেষ হবে ২০২৫ সালের জুনে
পাঁচ জেলায় হচ্ছে ১০০ শয্যার বার্ন ইউনিট
৪৫৬ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু, বিশেষজ্ঞরা বলছেন আধুনিক বার্ন ইউনিট বাড়ানোর চেয়ে দরকার প্রতিরোধ ও জনসচেতনতা
সরকার দেশজুড়ে আগুনে পোড়া রোগীদের দ্রুত উন্নত চিকিৎসাসেবা দিতে ঢাকার বাইরে ১০০ শয্যার পূর্ণাঙ্গ বার্ন ইউনিট স্থাপন করবে। এগুলো পরিচালিত হবে সিলেট, রংপুর, বরিশাল, রাজশাহী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে।পর্যায়ক্রমে এ রকম পূর্ণাঙ্গ বার্ন ইউনিট আরও করা হতে পারে। আগুনে পোড়া রোগীদের অনেকে প্রত্যন্ত অঞ্চল থেকে এ ধরনের বার্ন ইউনিটে যথাসময়ে ভর্তি হতে পারে না। এ কারণে মৃত্যুর ঝুঁকি বেড়ে যাওয়াসহ অনেককে সারা জীবনের জন্য পঙ্গুত্বও বরণ করতে হয়।শে প্রতিবছর বিভিন্নভাবে প্রায় ৮ লাখ মানুষ অগ্নিদুর্ঘটনার শিকার হয়। পোড়া রোগীদের ২১ শতাংশ ঢাকা এবং আশপাশের জেলা থেকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসে। কিন্তু দূর-দূরান্ত থেকে আসা ৭৯ ভাগই গোল্ডেন আওয়ারের মধ্যে (দুর্ঘটনার প্রথম ২৪ ঘণ্টা) হাসপাতালে ভর্তি হতে ব্যর্থ হয়। এর ফলে রোগীর ক্ষতি বেড়ে যায়। এমন পরিস্থিতি মোকাবিলায় ১০০ শয্যাবিশিষ্ট পৃথক বার্ন ইউনিট হচ্ছে। সূত্র: যুগান্তর

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন
এবার লুব্রিকেন্ট আমদানিতে এলসি মার্জিন শিথিলের নির্দেশ

শিল্প কারখানাসহ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চলমান রাখতে লুব্রিকেন্ট আমদানিতে এলসি মার্জিন শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম মার্জিনে পণ্য আমদানির ঋণপত্র খোলার নির্দেশ দেয়া হয়েছে।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-বিআরপিডি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, শিল্প কারখানা পরিচালনা ও শিল্প-কার্যক্রম সচল রাখাসহ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চলমান রাখতে লুব্রিকেন্টের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। এ অবস্থায় ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্ট ও এর উৎপাদন বা প্রস্তুত সংশ্লিষ্ট পণ্যের আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন সংরক্ষণের হার নির্ধারণ হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকেই এ নির্দেশনা কার্যকর হবে বলেও জানানো হয়েছে। সূত্র: বণিক বার্তা।

চলতি মাসে শুধু মেট্রোরেলই চালু হচ্ছে; বিআরটি, এক্সপ্রেসওয়ে চালু হতে পারে আগামী বছর

অন্তত তিনটি মেগাপ্রকল্প আংশিক বা পুরোপুরি সম্পন্ন হওয়ার মাধ্যমে– বিজয়ের মাস ডিসেম্বরে রাজধানী ঢাকার গণপরিবহন দৃশ্যপটও গৌরবময় হওয়ারই কথা ছিল। কিন্তু, বিভিন্নভাবে ব্যাহত হওয়ার ফলে গৌরবের পালকগুলি যুক্ত হতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেই প্রতীয়মান হচ্ছে।গণপরিবহন মেগাপ্রকল্পগুলোর মধ্যে– আগামী ২৮ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে ঢাকা মেট্রোরেল। অন্যদিকে, ২০২৩ সালের মার্চে আংশিকভাবে চালু হওয়ার কথা রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়াল সড়ক)। বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) চালুর সময়সীমা পিছিয়ে আগামী বছরের জুনে করা হয়েছে।প্রধানমন্ত্রী আগামী বুধবার কমলাপুর রেলস্টেশন পর্যন্ত পরিকল্পিত দেশের প্রথম মেট্রোরেল সেবার উদ্বোধন করবেন। সেই সুবাদে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ কিলোমিটার পথে মেট্রোরেলের গতিময় যাত্রা আপাতত উপভোগের সুযোগ পাবেন যাত্রীরা। তবে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়িতে করে যেতে তাদের আরও বেশ কিছুদিন অপেক্ষার প্রহর গুনতে হবে। সূত্র; বিজনেস স্ট্যান্ডার্ড।

পোষা প্রাণীর ওপর কর আরোপ ডিএসসিসির, পথ কুকুরদের ব্যবস্থাপনা চ্যালেঞ্জে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) পোষা প্রাণীর জন্য কর আরোপ করলেও কিভাবে এই কর আদায় করা হবে সে বিষয়ে পূর্ণাঙ্গ কোন পরিকল্পনা বা নিয়মের কথা তারা জানাতে পারেনি। ডিএসসিসি’র পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ সিটির আওতায় কেউ কুকুর পুষলে করলে প্রতি কুকুর বাবদ ৫০০ টাকা এবং কেউ ঘোড়া ও হরিণ পালন করলে প্রতিটির জন্য বছরে ১০০০ টাকা করে কর দিতে হবে।অন্যদিকে কারও যদি এসব প্রাণীর শেল্টার হোম বা ফসটার কেয়ার থাকে তাহলে তাদের ক্ষেত্রেও প্রতি প্রাণী বাবদ এই কর প্রযোজ্য হবে বলে জানিয়েছেন, ডিএসসিসি’র উপ প্রধান রাজস্ব কর্মকর্তা শাহজাহান আলী।‘সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল ২০১৬’-এর গণ-বিজ্ঞপ্তি অনুসারে, কুকুর, হরিণ, ঘোড়া এই তিনটি পোষা প্রাণীর জন্য বার্ষিক কর দেয়ার কথা বলা হয়েছে। এতদিন তা কার্যকর ছিল না। সূত্র: বিবিসি বাংলা।

জোট ভেঙে ‘মুরুব্বি’ হয়ে যুগপৎ আন্দোলনে বিএনপি

ভোটের আগে জোট গড়া কিংবা আন্দোলনের জন্য জোট গড়া বাংলাদেশের রাজনীতিতে বরাবরই দেখা যায়; তবে এবার ভোটের আগে আন্দোলনে নামা বিএনপি হাঁটছে ভিন্ন পথে। তারা জোট ভেঙেছে, যুগপৎ কর্মসূচিই তাদের এবারের কৌশল বলে দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে। আর জোট ভেঙে গেলেও অন্য দলগুলোর নেতারা বিএনপিকেই ‘মুরুব্বি’ মানছেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইন ফ্যাক্ট, এখন ২০ দলীয় জোট ওইভাবে নাই। এখন আমাদের লক্ষ্য হচ্ছে সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন গড়ে তোলা।” নজরুল ২০ দলীয় জোটের সমন্বয়কারী, বিএনপি নেতৃত্বাধীন এই জোটের ১২টি দল বৃহস্পতিবারই নতুন জোটের ঘোষণা দেয়, যেখানে বিএনপি নেই।বাংলাদেশের রাজনীতিতে জোট নিয়ে যুগপৎ আন্দোলনও দেখা গেছে নানা সময়ে। এইচ এম এরশাদের পতনে তিন জোট এক হওয়ার আগে আট দল, সাত দল ও পাঁচ দল যুগপৎ আন্দোলনই চালিয়ে যাচ্ছিল।
১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের আন্দোলনেও যুগপৎ কর্মসূচিতে এসেছিল অন্যান্য দল। সূত্র: বিডি নিউজ