ইউক্রেনজুড়ে ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২

ছবি- সংগৃহীত

ইউক্রেনের বড় শহর গুলোতে নতুন করে ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক বলেন, ইউক্রেনের জনবহুল ও বেসামরিক অবকাঠামোতে ১২০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

দেশটির রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, বিস্ফোরণে আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ১৪ বছরের এক কিশোরীও আছে।

এছাড়া খারকিভ, ওডেসা, লাভিভ ও ঝিয়াতোম শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা প্রদেশের আঞ্চলিক নেতা মাকসিম মারচেনকো বলেন, দেশটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। একই সাথে বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাশিয়া বিভিন্ন দিক থেকে হামলা চালাচ্ছে। আকাশ ও সাগরভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। বিমানবাহিনী বলেছে, হামলায় কামিকাজ ড্রোন ব্যবহার করা হয়েছে।

Nagad

সারাদিন/২৯ ডিসেম্বর/এমবি