পুতিনের যুদ্ধবিরতি, ইউক্রেনের প্রত্যাখ্যান
ইউক্রেনে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছেন। অর্থোডক্স চার্চের অনুরোধে অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ এই যুদ্ধ বিরতির ঘোষণা দেন। খবর বিবিসি ও আল-জাজিরার। তবে সেই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, প্রস্তাবিত যুদ্ধবিরতি হলো পূর্ব ডনবাস অঞ্চলে ইউক্রেন সেনাবাহিনীর অগ্রগতি রোধ করা এবং মস্কোকে আরও সৈন্য নিতে অনুমতি দেওয়ার একটি কৌশল।
গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পুতিন যুদ্ধবিরতির ওই নির্দেশ দেন। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেন, ইউক্রেনের দখল করা ভূখণ্ড থেকে রাশিয়ার সব সেনা প্রত্যাহার করে নিলেই কেবল ‘অস্থায়ী যুদ্ধবিরতি সম্ভব। ভণ্ডামি নিজেদের কাছেই রাখুন’।
ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, পুতিনের ওই যুদ্ধবিরতির নির্দেশ ৬ জানুয়ারি শুক্রবার মধ্যদুপুর থেকে কার্যকর হবে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর এই প্রথম আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতির ঘোষণা এলো।
জানা গেছে, রাশিয়া ও ইউক্রেনের বাসিন্দারা অধিকাংশই অর্থোডক্স খ্রিস্টান। অর্থোডক্স খ্রিস্টানরা ক্রিসমাস উদযাপন করেন ৬-৭ জানুয়ারি। বৃহস্পতিবার, রুশ অর্থোডক্স চার্চের প্রধান মস্কোর প্যাট্রিয়ার্ক কিরিল এ ক্রিসমাস উপলক্ষে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষকেই যুদ্ধবিরতি পালনের আহ্বান জানান।