আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
ইউক্রেন যুদ্ধের কমান্ডার পাল্টালেন পুতিন
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার শীর্ষ কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিনকে সরিয়ে দেওয়া হয়েছে। নিয়োগের তিন মাস পর সরিয়ে দেওয়া হল তাঁকে। সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে তাঁর স্থলাভিষিক্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পূর্ব ইউক্রেন থেকে পিছু হটার কয়েক মাস পর আবারও সংঘবদ্ধ হয়ে সেখানে আক্রমণ চালাচ্ছে রাশিয়ান বাহিনী। এ অবস্থায় ইউক্রেনে যুদ্ধের কমান্ডার পরিবর্তনের ঘোষণা দিলেন পুতিন। ভ্যালেরি গেরাসিমভ ২০১২ সাল থেকে রাশিয়ান সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ পদে আছেন। সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যুগে রাশিয়ায় তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে দায়িত্ব পালন করছেন। এর আগে বিভিন্ন যুদ্ধে নিষ্ঠুরতার জন্য কুখ্যাতি অর্জন করা সের্গেই সুরোভিকিন এখন থেকে তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। সূত্র: প্রথম আলো
খনি শহরের দখল নিয়ে ধোঁয়াশা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
পূর্ব ইউক্রেনের সোলেদার শহরের নিয়ন্ত্রণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গতকাল বুধবার রাশিয়ার ভাড়াটে সেনাদের বাহিনী ওয়াগনার গ্রুপ দাবি করে, লবণখনির শহরটি তাদের নিয়ন্ত্রণে আছে। তবে ওয়াগনার গ্রুপের দাবি অস্বীকার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের বলেন, ‘সোলেদার শহরটি ঘিরে রেখে দখলে নিয়েছি আমরা। এখন মূল শহরে যুদ্ধ চলছে। আগামীকাল (আজ বৃহস্পতিবার) বন্দিদের সংখ্যা জানানো হবে।’ওয়াগনারপ্রধানের এমন দাবির পর ক্রেমলিন বিজয় ঘোষণার ক্ষেত্রে ‘তাড়াহুড়া না করার’ আহ্বান জানায়।তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকার জন্য সেনাদের বাহবাও দেন। কৌশলগত বিজয়ও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।এদিকে ওয়াগনার গ্রুপের দাবি অস্বীকার করে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতি বলেন, ‘সোলেদার শহর রাশিয়ার নিয়ন্ত্রণে থাকার দাবি সত্য নয়।’ সূত্র: কালের কণ্ঠ
আট বছর বিশ্ব ছিল উষ্ণতম
যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও ইতালিতে গড় তাপমাত্রার নতুন রেকর্ড
গত আট বছরকে বিশ্বের উষ্ণতম সময় বলেছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু নিরীক্ষণ বিষয়ক সংস্থা দ্য কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস)। যেদিন থেকে বিশ্বের তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হয়েছে সেদিন থেকে এখন পর্যন্ত ধারণকৃত তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে এসেছে তারা। মঙ্গলবার প্রকাশিত সিথ্রিএসের প্রতিবেদনে বলা হয়েছে, তাপমাত্রার রেকর্ড রাখা শুরুর পর থেকে এ পর্যন্ত ২০২২ সাল ছিল ইউরোপের দ্বিতীয় উষ্ণতম বছর, আর বিশ্বের পঞ্চম উষ্ণতম বছর। গত মাসটি ছিল ইউরোপ অঞ্চলের সপ্তম উষ্ণতম ডিসেম্বর। প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন ও ইতালিতে গড় তাপমাত্রার নতুন রেকর্ড ধারণ করা হয়েছে গত বছর। এ সময় মধ্যপ্রাচ্য, চীন, এশিয়ার মধ্যাঞ্চল ও আফ্রিকার উত্তরাঞ্চলে নজিরবিহীন গরম পড়ে। মেরু অঞ্চলেও গরমের নতুন রেকর্ড হয়েছে গত বছর। অ্যান্টার্কটিকায় আবহাওয়া গবেষণা সংস্থা ভোস্টক স্টেশন। সেখানে গত ৬৫ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ তাপমাত্রা, মাইনাস ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। গ্রিনল্যান্ডে গত সেপ্টেম্বরের গড় তাপমাত্রা অন্যান্য বছরের তুলনায় আট ডিগ্রি বেশি ছিল। সূত্র: বিডি প্রতিদিন।
ইরানে নারী বন্দির চিঠিতে কারাগারে নির্যাতনের বর্ণনা
ইরানের ‘নিয়ম’ মেনে তিনি হিজাব না পরায় দেশটির ‘নীতি পুলিশ’ গত বছরের সেপ্টেম্বরে ইরানের রাজধানী তেহরানে কুর্দি তরুণী মাসা আমিনিকে (২২) গ্রেফতার করে।তিন দিন পর পুলিশের হেফাজতেই তার মৃত্যু হয়। মাসার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে দেশটির মানুষ। দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভ এখনো চলছে। বিক্ষোভ দমনের সব রকম চেষ্টা চালাচ্ছে ইরানের সরকার। হাজার হাজার বিক্ষোভকারী এখন কারাগারে। এর মধ্যে অনেকের সাজা হয়েছে। মৃত্যুদণ্ড হয়েছে অনেকের। কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকরও হয়েছে।ইরানে দমনপীড়নের ঘটনা এবারই প্রথম নয়। চার বছর আগে একটি চিনিকলের শ্রমিকদের আন্দোলনে সংহতি জানানোয় গ্রেফতার করা হয়েছিল সেপিদেহ কোলিয়ানকে। সূত্র; যুগান্তর
এক দশকে দুটি অর্থনৈতিক মন্দার মুখে বিশ্ব
কভিড ১৯ মহামারীর ধকল, বিশ্বের পরাশক্তির মধ্যকার শীতল যুদ্ধের জের ধরে ইউক্রেন-রাশিয়া সংঘাত ও রাজনৈতিক বাঁকবদল সব মিলিয়ে বিশ্ব একটি নাজুক পরিস্থিতির মধ্যে। মূল্যস্ফীতি বাড়ছে, কেন্দ্রীয় ব্যাংকগুলো পরিস্থিতি সামাল দিতে একের পর এক কঠোর নীতি নিয়ে আসছে, তবু লাগাম টানা যাচ্ছে না প্রতিকূলতার বিরুদ্ধে। ঝুঁকি তৈরি হয়েছে বৈশ্বিক মন্দার। ঠিক এমন এক সন্ধিক্ষণে এসে বিশ্বব্যাংক সম্প্রতি সতর্ক করে বলছে, বিশ্ব অর্থনীতি এক দশকের মধ্যে দ্বিতীয় মন্দা থেকে মাত্র এক আঙুল দূরে। ৮০ বছরেরও বেশি সময় ধরে এ ধরনের নজিরবিহীন পরিস্থিতি দেখা যায়নি।গত মঙ্গলবার বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসকে কমিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি ধারণা করছে, বিশ্ব অর্থনীতি চলতি বছর মাত্র ১ দশমিক ৭ শতাংশ সম্প্রসারণ হবে। তবে ২০২৪ সাল নাগাদ প্রবৃদ্ধি ২ দশমিক ৭ শতাংশে উন্নীত হবে বলে মনে করছে সংস্থাটি। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এক বিবৃতিতে বলেন, ‘বিশ্বব্যাপী প্রবৃদ্ধির দৃষ্টিভঙ্গিগুলো অবনতি হওয়ায় উন্নয়নের সংকট তীব্রতর হচ্ছে।’ উচ্চ মূল্যস্ফীতি, কেন্দ্রীয় ব্যাংকের আক্রমণাত্মক নীতি, অবনতিশীল আর্থিক অবস্থা এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রভাব পড়ছে প্রবৃদ্ধির ওপর। ফলে আরো নেতিবাচক ধাক্কা, উচ্চ মূল্যস্ফীতি, এমনকি কঠোর আর্থিক নীতি থেকে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির ঘটনাগুলো বাড়ছে। বিশ্বব্যাংকের মতে, এগুলো মন্দা পরিস্থিতির তীব্রতা বৃদ্ধির জন্য যথেষ্ট। সূত্র: বণিক বার্তা।
বিটিএস আর্মি: যুদ্ধ ছাড়াই যে দল বাংলাদেশসহ বিশ্বজুড়ে রাজত্ব করছে
দেশের প্রতিরক্ষা নিশ্চিতে কাজ করে সশস্ত্র আর্মিরা। তবে এর বাইরেও একদল লোক রয়েছে যাদের কাছে অস্ত্র, বোমা-বারুদ ও যুদ্ধ বিমানের কিছুই নেই, তবু তারা নিজেদের আর্মি বলে দাবি করছে। বর্তমান প্রজন্মের একদল তরুণ-তরুণী এই আর্মির মূল পরিচালনাকারী ও সদস্য। যুদ্ধ-বিদ্রোহ, মারামারি বা সংঘাত নয়—এই আর্মি দলের সদস্যরা নাচ, গান, সামাজিক ও বিনোদনমূলক নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ডদল ‘বিটিএস’-এর ভক্তরা নিজেদেরকে ‘বিটিএস আর্মি’ বলে পরিচয় দেয়। বিটিএসভক্ত আর্মিদের সংখ্যা সারাবিশ্বজুড়েই রয়েছে। বয়েজ ব্যান্ড গানের এই দলটি অল্প সময়ের মধ্যে পশ্চিমা ব্যান্ডগুলোকে পেছনে ফেলে পুরো বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে।বাংলাদেশেও বিটিএসভক্তের সংখ্যাটা নিছক কম না। ভক্তদের এক করতে এবং বিটিএস ব্যান্ড নিয়ে নানা কার্যক্রম পরিচালনা করতে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি গ্রুপ খোলা হয়েছে। গ্রুপগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিটিএস আর্মি অফিসিয়াল ফ্যান ক্লাব, বিটিএসে যা যা দেখেছি ও শুনেছি, বোরাহে বিডি আর্মি, বাংলাদেশ বিটিএস আর্মি অফিসিয়াল স্ট্রিমিং অ্যান্ড ভোটিং আপডেট ক্লাব, ওয়েভার্সবিডিসহ ইত্যাদি। প্রতিটি গ্রুপ এবং দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভক্তরা মিলে বাংলাদেশে প্রায় ১ লাখ বিটিএস আর্মি রয়েছে। অনেকেরই অবাক লাগতে পারে, এত স্বল্প সময়ে এমন বিপুলসংখ্যক তরুণের মাঝে জনপ্রিয় কীভাবে হয়ে উঠল ‘বিটিএস’? ‘বিটিএস’ এক উন্মাদনার নাম-২০১৩ সালে বিটিএস তাদের প্রথম গানের অ্যালবাম প্রকাশ করে। ২০১০ সাল থেকে গানের জগতে তাদের যাত্রা শুরু হলেও, এই ব্যান্ড দলটি বিশ্বব্যাপী ২০১৭ সালে জনপ্রিয়তা পায়। ৭ জন ছেলে সদস্য রয়েছে ‘বিটিএস’ ব্যান্ডদলে। যাদের নাচ, গান ও সুদর্শন চেহারার প্রেমে মত্ত হয়েছে সারা বিশ্বের অগণিত নারীভক্ত। বিটিএসের এই তারকারা মেয়েদের মতো মেকআপ ও সাজে নিলেও তাদের ভক্তের তালিকায় নারীর সংখ্যাই বেশি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচল ফের স্বাভাবিক হচ্ছে
যান্ত্রিক ত্রুটির ধাক্কার পর যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচল ব্যবস্থা ফের স্বাভাবিক হচ্ছে । যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ বলেছে, ফ্লাইট নিয়ন্ত্রণব্যবস্থায় একটি ত্রুটি সারিয়ে আবারও কাজ শুরু হচ্ছে। হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পুরো বিষয় অবগত করা হয়েছে। এ ঘটনায় সাইবার হামলার কোন আলামত মেলেনি।বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার কিছুক্ষণ আগে নিউইয়র্ক এবং আটলান্টা বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল শুরু করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে পুনরায় বিমান চলাচল কার্যক্রম স্বাভাবিক করার কাজ আরম্ভ হয়।ফ্লাইট নিয়ন্ত্রণব্যবস্থায় যান্ত্রিক গোলযোগের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে সব অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়ন বেশ কয়েক ঘণ্টা ধরে বন্ধ রাখা হয়। নোটিস টু এয়ার মিশন সিস্টেমে এমন একটি ত্রুটি দেখা দেয়, যেটি পাইলটদের বারবার ফ্লাইট রুটে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করছিল। সূত্র: দৈনিক বাংলা।
এবার বায় দূষণে শীর্ষে করাচি
দিল্লিকে হটিয়ে দূষিত বায়ুর শহরের শীর্ষস্থানে উঠে এসেছে পাকিস্তানের করাচি। সেখানকার বাতাসকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে বিশ্ব এয়ার কোয়ালিটি ইনডেক্স-ডব্লিউএকিউআই। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ৪৯৪ পয়েন্ট নিয়ে খারাপ বাতাসে শীর্ষে অবস্থান করছে শহরটি। দ্বিতীয় স্থানে রয়েছে চীনের চ্যাংদু ও তৃতীয় স্থানে বাংলাদেশের ঢাকা।ডব্লিউএকিউআইর র্যাংকিং অনুযায়ী, চ্যাংদুর পয়েন্ট ২৩২ ও ঢাকার ২২২, ১৯২ নিয়ে ভারতের কলকাতা পঞ্চম ও ১৭৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। বাতাসে প্রতি ঘনমিটারে ২.৫ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে সেই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। মাত্রা ৫১-১০০ হলে ‘মধ্যম’ মানের এবং ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৫০০ হলে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ চিহ্নিত করা হয়। এদিকে গতকাল বুধবারের তুলনায় ঢাকার তাপমাত্রা আজ কিছুটা বেড়েছে। তবে শীতল বাতাসের মাত্রা বৃদ্ধি পেয়েছে। গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৭টা ৪০ মিনিটে ১৪ দশমিক ৫ ও সর্বোচ্চ ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সূর্যোদয় হয়েছে ৬টা ৪৪ মিনিটে ও অস্ত যাবে ৫টা ৩০ মিনিটে। বাতাসের গতি ঘণ্টায় ৬ কিলোমিটার। সকালের আর্দ্রতা ৫২ দশমিক ০ শতাংশ। বিকালের আর্দ্রতা ২৩ দশমিক ০ শতাংশ। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ
ইসরায়েলের হাইফা বন্দরএখন আদানি গ্রুপের
ইসরায়েলের প্রধান সমুদ্রবন্দর হাইফার মালিক এখন থেকে ভারতের বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ। ১১৫ কোটি ডলার দিয়ে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই আন্তর্জাতিক সমুদ্রবন্দরটির মালিকানা পেয়েছে এই সংস্থাটি। স্থানীয় সময় গত মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেটজালেল মট্রিক। খবর টাইমস অব ইন্ডিয়া ও ডনের। গত বছরের জুলাইয়ে হাইফা বন্দর বিক্রির ঘোষণা দেয় ইসরায়েল। সে সময় দরপত্র জিতে ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ এবং স্থানীয় রাসায়নিক ও রশদ সরবরাহকারী প্রতিষ্ঠান গাদত। এরপর গত সেপ্টেম্বরে ক্রয় সম্পূর্ণ করতে ইসরায়েলের কাছে সময় চায় আদানি গ্রুপ। এ বিষয়ে নভেম্বরে আদানি এবং গাদত যৌথভাবে উদ্যোগ নেয়। ক্ষমতা ছাড়ার আগে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড প্রশাসন হাইফা বন্দর বিক্রির বিষয়ে ডিসেম্বরে চূড়ান্ত অনুমোদন দেয়। সূত্র: কালবেলা
‘সন্ত্রাসী গোষ্ঠীতে’ যোগ দেবার কথা স্বীকার করলেন শামীমা বেগম
ইসলামিক স্টেটের সাথে যোগ দিতে লন্ডন থেকে সিরিয়ায় পালিয়ে যাওয়া বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ স্কুলছাত্রী শামীমা বেগম এক সাক্ষাতকারে স্বীকার করেছেন যে তিনি একটি সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন।
বিবিসিকে দেয়া ওই সাক্ষাৎকারে শামীমা বেগম এই প্রথমবারের মতো কীভাবে তিনি ২০১৫ সালে সিরিয়ায় গিয়েছিলেন তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।নি বলেন, আইএস সদস্যরা তাকে এ ব্যাপারে বিস্তারিত নির্দেশনা দিয়েছিল, তবে এর পরিকল্পনা তিনি নিজেও করেছিলেন। শামীমা বেগম তুরস্ক হয়ে সিরিয়ার রাক্কায় পৌঁছানোর পর একজন ডাচ -বংশোদ্ভূত আইএস যোদ্ধার সাথে তার বিয়ে হয় এবং সেখানে তার তিনটি সন্তান হয় – যাদের সবাই মারা গেছে। সূত্র: বিবিসি বাংলা।