ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৩

ছবি- সংগৃহীত

এবার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বের জেলা সিলেট। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫৬ মিনিটে সুনামগঞ্জের ছাতকের ১১ কিলোমিটার উত্তর-পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সিলেটের ছাতক থেকে ১১.৫ কিলোমিটার উত্তর-পূর্বে, সিলেট শহর থেকে ২৬.৭ কিলোমিটার উত্তর উত্তর-পূর্বে এবং ভারতের মেঘাল রাজ্যের চেরাপুঞ্জি থেকে ২১.৭ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ০৬ ফেব্রুয়ারি দক্ষিণ তুরস্ক ও উত্তর সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে দেশদুটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছে ৩৫ হাজারের বেশি মানুষ।

Nagad

সারাদিন/১৬ ফেব্রুয়ারি/এমবি