নরসিংদীতে বাড়িতে ঢুকে চেয়ারম্যানকে গুলি, আটক ৪
নরসিংদীর শিবপুরে বাড়িতে ঢুকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোববার (২৬ ফেব্রুয়ারি) শিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, শনিবার ভোর সোয়া ৬টার দিকে শিবপুর থানা সংলগ্ন নিজ বাসার ড্রইং রুমে ঢুকে শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেন সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার গণমাধ্যমকে বলেন, এই ঘটনার পর থেকে শিবপুর থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে। আহত উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলেছি। তিনি সুস্থ হয়ে থানায় অভিযোগ দেবেন। বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।
সারাদিন/২৬ ফেব্রুয়ারি/এমবি