আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
এবার পূর্ব থেকে পশ্চিমে ভারত জোড়ো যাত্রার কথা ভাবছে কংগ্রেস
ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব শুরুর কথা ভাবছে কংগ্রেস নেতৃত্ব। সম্প্রতি দক্ষিণে তামিলনাড়ূর কন্যাকুমারী থেকে উত্তরে কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত দীর্ঘ পদযাত্রা করে কংগ্রেস। সেই পদযাত্রার সাফল্যের রেশ থাকতে থাকতে দ্বিতীয় যাত্রা করতে চাইছে দলটি। প্রস্তাবিত সেই যাত্রা হবে পূর্বে অরুণাচল প্রদেশ থেকে পশ্চিমে গুজরাট পর্যন্ত। রোববার ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে কংগ্রেসের মহা অধিবেশনে এই তথ্য জানান কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ। খবর এনডিটিভির। মহা অধিবেশনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভাষণজুড়ে ছিল ভারত জোড়ো যাত্রা। দীর্ঘ ওই যাত্রাকে তিনি ‘তপস্যা’ বলে অভিহিত করে বলেন, সেই ‘তপস্যা’ তিনি আরও এগিয়ে নিতে চান। রাহুলের ভাষণের পরই সংবাদমাধ্যমকে জয়রাম রমেশ বলেন, প্রথমটির মতো দ্বিতীয় যাত্রা শুরুর কথা ভাবা হয়েছে। সেটা হতে পারে পূর্বে অরুণাচল প্রদেশের পাসিঘাট থেকে পশ্চিমে গুজরাটের পোরবন্দর পর্যন্ত। সূত্র: সমকাল
খলনায়িকা বনাম ব্যালট চোর
দিল্লিতে বিজেপি-এএপির পোস্টার যুদ্ধ
শুধু এক ভোটের জন্য লাথি, কিল-ঘুসি, ধাক্কাধাক্কি। নাকানি-চুবানির ঠিক একদিন পরেই আবারও ভিন্নধর্মী পোস্টার আক্রমণ। সেসবে যুক্ত ‘খলনায়িকা’ কিংবা ‘ব্যালট চোর’র তকমা। দিল্লির মিউনিসিপ্যাল বডি (এমসিডি) নিয়ে আম আদমি পার্টি (এএপি) এবং বিজেপির মধ্যে একদফা ধস্তাধস্তির পর শনিবার আবারও চলে এক সৃজনশীল আক্রমণ প্রতিযোগিতা। হাতাহাতি, মারামারির পর সিনেমা স্টাইলের পোস্টার সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে অনলাইন যোদ্ধারা। এতে পূর্বঘোষিত ২৭ ফেব্রুয়ারি তারিখে (আজ) এমসিডির ছয় সদস্যের স্থায়ী কমিটির নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তী দিনক্ষণও ঘোষণা করা হয়নি।
খলনায়িকা-ব্যালট চোর পোস্টার এখন সোশ্যাল মিডিয়ায় শোরগোল পাকাচ্ছে। জনগণের রাগ-ক্ষোভের পাশাপাশি হাসির খোরাকও জোগাচ্ছে। শনিবার নব্বইয়ের দশকের সিনেমা পোস্টারের আদলে আম আদমি পার্টির সিনিয়র নেতা অতীশি সিংকে ‘খলনায়িকা’ তকমায় জড়ায় বিজেপি। পোস্টারে দিল্লির সদ্যনির্বাচিত নারী মেয়র শেলি ওবেরয় ছাড়াও একাধিক নেতৃত্বের ছবি যুক্ত করা হয়। ছাড়েনি অপর পক্ষও। পালটা পোস্টার লাগায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টিও। সেখানে বিজেপি নেতা, সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের কথা নকল করে ‘ব্যালট চোর, মাচায়ে শোর’ অর্থাৎ ‘ব্যালট চোরের বড় গলা’ তকমা দেওয়া হয়। পোস্টারে বিজেপি সংসদ-সদস্য মনোজ তিওয়ারি, গৌতম গম্ভীর ও অন্যান্য নেতাদের ছবি রয়েছে। হিন্দুস্তান টাইমস, এনডিটিভি। গণ্ডগোলের সূত্রপাত শুক্রবার। ছয় সদস্যের পৌর কমিটি নির্বাচনে আম আদমির মেয়র শেলি ওবেরয় একটি ভোটকে অবৈধ ঘোষণা করেন। তারপরই বিজেপি এবং এএপির সদস্যদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘাতের রূপ নেয়। সূত্র: যুগান্তর
রাশিয়াকে সামরিক সহায়তা দিলে চীনকে চড়া মূল্য দিতে হবে: হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
রাশিয়াকে কোনোরকম প্রাণঘাতী (সামরিক) সহায়তা দেওয়ার পদক্ষেপ নেয়নি চীন; দেশটির কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার আলোচনায় যুক্তরাষ্ট্রও হুঁশিয়ারি দিয়ে বলেছে, এধরনের পদক্ষেপ নেওয়া হলে বেইজিংকে চড়া মূল্য দিতে হবে। খবর রয়টার্সের-রোববার (২৬ ফেব্রুয়ারি) একথা বলেছেন, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। মার্কিন গণমাধ্যম সিএনএন এর ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘(রাশিয়ার সাথে সম্পর্কে) বেইজিং কীভাবে এগোবে, অর্থাৎ সামরিক সহায়তা দেবে কিনা – সেবিষয়ে তাদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু, যদি তারা সেই পথ বেছে নেয়– তাহলে চীনকে প্রকৃত মূল্য দিতে হবে’। অবশ্য এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বেইজিং এ ধরনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়নি, তবে একইসঙ্গে এই উপায়টি তারা বিবেচনাতেও রেখেছে। সুলিভান বলেন, মার্কিন কর্মকর্তারা তাদের চীনা সমকক্ষদের সাথে রুদ্ধদ্বার আলোচনাকালে বলেছেন, এই সিদ্ধান্ত নিলে দেশটিকে চড়া মূল্য দিতে হতে পারে। তবে গোপন ওইসব আলোচনার আরো বিস্তারিত জানাননি তিনি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
ইটালিতে নৌকাডুবে শিশুসহ কমপক্ষে ৫৯ অভিবাসীর মৃত্যু, বহু নিখোঁজ
ইটালির দক্ষিণ উপকূলের কাছে উত্তাল সাগরে একটি নৌকা ডুবে গেলে কমপক্ষে ৫৯ জন অভিবাসী মারা গেছে। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। আরও অনেক যাত্রী নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকাটির অনেক যাত্রী অবশ্য প্রাণে বেঁচে গেছে। ইটালির উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে প্রায় ৮০ জন প্রাণে রক্ষা পেয়েছে। জানা গেছে, ধারণা ক্ষমতার চেয়ে বেশি যাত্রী ভর্তি নৌকাটি ইটালির ক্যালাব্রিয়া উপকূলের কাছে ডুবে যায়।প্রায় ১৫০ অভিবাসী নিয়ে ক্রোটন শহরের কাছে তীরে ভেড়ার চেষ্টার সময় পাথরে গুতো খেয়ে নৌকাটি দুভাগ হয়ে যায়।কাছের একটি পর্যটন শহরের বিচ থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে।ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তদোসি ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, আরও অন্তত ৩০ জন যাত্রীর এখনো কোন খোঁজ পাওয়া যায়নি। সূত্র: বিবিসি বাংলা।
খলনায়িকা বনাম ব্যালট চোর
দিল্লিতে বিজেপি-এএপির পোস্টার যুদ্ধ
শুধু এক ভোটের জন্য লাথি, কিল-ঘুসি, ধাক্কাধাক্কি। নাকানি-চুবানির ঠিক একদিন পরেই আবারও ভিন্নধর্মী পোস্টার আক্রমণ। সেসবে যুক্ত ‘খলনায়িকা’ কিংবা ‘ব্যালট চোর’র তকমা। দিল্লির মিউনিসিপ্যাল বডি (এমসিডি) নিয়ে আম আদমি পার্টি (এএপি) এবং বিজেপির মধ্যে একদফা ধস্তাধস্তির পর শনিবার আবারও চলে এক সৃজনশীল আক্রমণ প্রতিযোগিতা। হাতাহাতি, মারামারির পর সিনেমা স্টাইলের পোস্টার সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে অনলাইন যোদ্ধারা। এতে পূর্বঘোষিত ২৭ ফেব্রুয়ারি তারিখে (আজ) এমসিডির ছয় সদস্যের স্থায়ী কমিটির নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তী দিনক্ষণও ঘোষণা করা হয়নি।
খলনায়িকা-ব্যালট চোর পোস্টার এখন সোশ্যাল মিডিয়ায় শোরগোল পাকাচ্ছে। জনগণের রাগ-ক্ষোভের পাশাপাশি হাসির খোরাকও জোগাচ্ছে। শনিবার নব্বইয়ের দশকের সিনেমা পোস্টারের আদলে আম আদমি পার্টির সিনিয়র নেতা অতীশি সিংকে ‘খলনায়িকা’ তকমায় জড়ায় বিজেপি। পোস্টারে দিল্লির সদ্যনির্বাচিত নারী মেয়র শেলি ওবেরয় ছাড়াও একাধিক নেতৃত্বের ছবি যুক্ত করা হয়। ছাড়েনি অপর পক্ষও। পালটা পোস্টার লাগায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টিও। সেখানে বিজেপি নেতা, সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের কথা নকল করে ‘ব্যালট চোর, মাচায়ে শোর’ অর্থাৎ ‘ব্যালট চোরের বড় গলা’ তকমা দেওয়া হয়। পোস্টারে বিজেপি সংসদ-সদস্য মনোজ তিওয়ারি, গৌতম গম্ভীর ও অন্যান্য নেতাদের ছবি রয়েছে। হিন্দুস্তান টাইমস, এনডিটিভি। গণ্ডগোলের সূত্রপাত শুক্রবার। সূত্র: যুগান্তর।
ইরানে স্কুলে যাওয়া বন্ধে শত শত ছাত্রীকে বিষপ্রয়োগ
ইরানের পবিত্র কোম শহরে শত শত স্কুলছাত্রীকে বিষ প্রয়োগ করা হয়েছে। দেশটির একজন উপমন্ত্রী গতকাল রোববার বলেছেন, মেয়েদের শিক্ষা বন্ধের উদ্দেশ্যে কিছু লোক ইচ্ছাকৃতভাবে এ কাজ করেছে। ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে কোম শহরটি অবস্থিত। গত বছরের নভেম্বরের শেষভাগ থেকে মূলত এ শহরের স্কুলছাত্রীদের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার তথ্য সামনে আসতে থাকে। আক্রান্ত স্কুলছাত্রীদের মধ্যে কাউকে কাউকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।কর্তৃপক্ষ পুরুষ আর নারী বিক্ষোভকারীদের আলাদাভাবে লক্ষ্যবস্তু করেছে বলে অভিযোগ উঠেছেগতকাল ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি পরোক্ষভাবে নিশ্চিত করেন যে বিষপ্রয়োগের বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সূত্র: প্রথম আলো
যুদ্ধ ইস্যুতে ভেস্তে গেল জি২০ সম্মেলন
যুদ্ধ অভাবনীয় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অর্থনীতিতে সংকট আরও বাড়িয়ে দিচ্ছে
ভারতের বেঙ্গালুরুতে শনিবার গ্রুপ অব টোয়েন্টি (জি২০) জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকের সভাপতি হিসেবে ভারত আলোচনার টেবিলে যুদ্ধের প্রসঙ্গ উত্থাপনে অনাগ্রহী ছিল। তবে পশ্চিমা দেশগুলো এ বিষয়ে জোর দিয়ে জানায়, নিন্দা প্রস্তাব যুক্ত না থাকলে তারা কোনো প্রস্তাবে সমর্থন দেবেন না। তবে এ কারণে অর্থাৎ ইউক্রেন যুদ্ধ নিয়ে মতানৈক্যের কারণে তাদের বৈঠক কার্যত ভেস্তে যায়। জি২০ সভাপতি দেশ ভারত পরে একটি বিবৃতি জারি করে। সেখানে বলা হয়, অধিকাংশ দেশই ইউক্রেনে রুশ হামলার তীব্র নিন্দা করেছে। তবে রাশিয়ার ওপরে যেসব আর্থিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে সে প্রসঙ্গে নানা মতামত উঠে এসেছে। তবে গত জি২০ সম্মেলনে যুদ্ধ সংক্রান্ত যা প্রস্তাব গৃহীত হয়েছিল, রাশিয়া ও চীন বাদে সব দেশই তার সঙ্গে সহমত হয়েছে। এ জন্য পরে বিশেষ বিবৃতি জারি করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জি৭-এর সদস্য দেশগুলো একজোট হয়ে কিছু সিদ্ধান্ত নিচ্ছে। তারপর বাকি দেশগুলোকে সে সিদ্ধান্ত মানতে বাধ্য করা হচ্ছে। কার্যত একাধিপত্য চালাচ্ছে এ দেশগুলো। কিন্তু এটি পরিষ্কার ব্ল্যাকমেলের পর্যায়ে পৌঁছেছে।’ জি২০ জোটের সদস্যদের মধ্যে ঐকমত্য না হওয়ায় সভাপতির দায়িত্বে থাকা ভারত দুই দিনের বৈঠকে আলোচিত বিষয়গুলোর পাশাপাশি যেসব বিষয়ে মতৈক্য হয়নি সেগুলো উল্লেখ করে কেবল একটি বিবৃতি দিয়ে দায় সেরেছে। সূত্র: বিডি প্রতিদিন।
পাকিস্তানের বিদ্যুৎ খাতের সব সংকটই বাংলাদেশে দৃশ্যমান
উৎপাদন সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বিদ্যুৎ খাতের ঋণ ও দায়ের বোঝা। যদিও কাঙ্ক্ষিত সুফল মেলেনি। বরং চাপে পড়েছে অর্থনীতি। দেশের বিদ্যুৎ খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন শেষ পর্ব -পাকিস্তানে ২০১৩ সালেও বিদ্যুৎ খাতের সার্কুলার ডেবট বা চক্রাকার ঋণ ছিল ৪৫ হাজার কোটি রুপি। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) তথ্য অনুযায়ী, ২০২০ সালের মধ্যেই তা কয়েক গুণ বেড়ে দাঁড়ায় ২ লাখ ৩০ হাজার কোটি রুপিতে। বর্তমানে দেশটির সার্কুলার ডেবট দাঁড়িয়েছে মোট জিডিপির প্রায় ৬ শতাংশে। বিদ্যুৎ খাতের এ সার্কুলার ডেবটকেই এখন দেশটির সবচেয়ে বড় সংকটগুলোর অন্যতম হিসেবে দেখা হচ্ছে।
সার্কুলার ডেবট মূলত এক ধরনের সরকারি ঋণ। কোনো দেশের বিদ্যুতের ক্রেতা প্রতিষ্ঠান বা বিতরণ কোম্পানি বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা অর্থ পরিশোধে ব্যর্থ হলে এ ঋণচক্র শুরু হয়। পাওনা অর্থ না পেয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোও এক পর্যায়ে জ্বালানি সরবরাহকারীদের বিল ও দেশী-বিদেশী ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হতে থাকে। এর সঙ্গে সঙ্গে সার্বিক খাতের লোকসান বাড়ার পাশাপাশি সরকারেরও দায় বড় হতে থাকে।
পাকিস্তানে উৎপাদন সক্ষমতা বাড়াতে দেশী-বিদেশী ঋণের ওপর নির্ভর করে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। কিন্তু চাহিদা তৈরি করতে না পারায় উচ্চ সুদহারে নেয়া বাণিজ্যিক ঋণে নির্মিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অর্থনৈতিক কোনো সুফল পাওয়া যায়নি। সূত্র: বণিক বার্তা।
সহিংসতা কমানোর প্রতিশ্রুতি দিল ইসরায়েল-ফিলিস্তিন
বাড়তে থাকা সহিংসতা অবিলম্বে বন্ধের পদক্ষেপ নিতে একযোগে প্রতিশ্রুতি ঘোষণা করেছে ইসরায়েল সরকার এবং ফিলিস্তিন কর্তৃপক্ষ। জর্ডানের মধ্যস্থতায় হওয়া ইসরায়েল-ফিলিস্তিনের বিরল বৈঠক থেকে এসেছে এ প্রতিশ্রুতি, যে আলোচনায় সামিল ছিলেন যুক্তরাষ্ট্র এবং মিশরের কর্মকর্তারাও।বৈঠকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আস্থা গড়ার পদক্ষেপ নেওয়া এবং ন্যায় ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে।তবে জর্ডানের লোহিত সাগর তীরবর্তী আকাবায় এই বৈঠক চলার মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি বন্দুধারীর গুলিতে দুই ইসরায়েলি নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা বন্দুকধারীর পিছু ধাওয়া করছে এবং পশ্চিম তীরে সেনা সংখ্যা বাড়চ্ছে। সেখানে অতিরিক্ত দুই ব্যাটেলিয়ান সেনা মোতায়েন করা হয়েছে। নাবলুসের কাছে হাওয়ারা গ্রামে নিহত দুই ইসরায়েলির একজন সেনা বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী। ইসরায়েল সরকার হাওয়ারা গ্রামের এ হত্যাকাণ্ডকে ‘ফিলিস্তিনি সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়েছে। সূত্র: বিডি নিউজ
উত্তর কোরিয়ায় খাদ্য সংকট, জরুরী সভা কিমের
খাদ্য ঘাটতি এবং মানবিক সংকট বৃদ্ধির আশঙ্কায় দলের কর্মকর্তাদের সাথে জরুরী সভা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শুধুমাত্র দেশের অর্থনীতি ও কৃষি খাতের উন্নতির বিষয়ে আলোচনার জন্যই এই সভা জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ। রোববার কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বর্ধিত পূর্ণাঙ্গ সভায় গ্রামীণ উন্নয়ন প্রকল্প এবং কৃষি খাতের উন্নতি নিয়ে পর্যালোচনা করা হয়। খাদ্য ঘাটতি কমাতে সভার প্রথম দিনেই বেশকিছু প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।গত মাসে মার্কিন এক প্রতিবেদনে উঠে আসে উত্তর কোরিয়ায় চাহিদার তুলনায় খাদ্যের পরিমাণ অপ্রতুল। ১৯৯০ সালে দুর্ভিক্ষের পর খাদ্য নিরাপত্তাহীনতায় বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দেশটি।পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাতে রয়েছে উত্তর কোরিয়া। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলিতে করোনা মহামারি প্রতিরোধের সীমান্ত বন্ধ রাখে দেশটি। এর ফলেই দেশটিতে খাদ্য সংকট ধারণা বিশেষজ্ঞদের। সূত্র: দেশ রুপান্তর