সৌদির সাথে সমঝোতার পর চীন-রাশিয়া-ইরানের যৌথ মহড়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩

ছবি- সংগৃহীত

সৌদি আরবের সাথে দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে ফেলার এক সপ্তাহ যেতে না যেতেই চীন-রাশিয়ার সাথে যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইরান।

ওমান উপসাগরে এই নৌমহড়া চলবে ১৫ মার্চ থেকে আগামী ১৯ মার্চ পর্যন্ত। এতে অংশ নিচ্ছে তিন দেশের একঝাঁক যুদ্ধজাহাজ। খরব আল জাজিরা, রয়টার্স’র।

বুধবার (১৫ মার্চ) এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘মেরিন সিকিউরিটি বেল্ট’ নামে এই মহড়ার ২০২৩ সংস্করণ অংশগ্রহণকারী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে বাস্তবিক সহযোগিতা আরও গভীর করতে সাহায্য করবে। এছাড়া আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ইতিবাচক শক্তি জোগাবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ার সক্রিয় পর্যায় চলবে ১৬ থেকে ১৭ মার্চ। এই সময়ে দিনে ও রাতে আর্টিলারি ফায়ারিংসহ বিভিন্ন সামরিক কৌশল অনুশীলন করা হবে। বেইজিং-তেহরানের সাথে বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে মস্কো।

বেইজিং বলেছে, এই মহড়ায় আরও কিছু দেশ অংশ নিচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত বলেনি তারা।

পারস্য উপসাগর ও আরব সাগরের মাঝামাঝি অবস্থিত ওমান উপসাগর। এর সাথে উপকূলীয় রেখা রয়েছে ইরান, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের।

Nagad

সারাদিন/১৬ মার্চ/এমবি