আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৩

ইরাক যুদ্ধের ২০ বছর
অধিকাংশ মার্কিন মনে করেন ইরাক যুদ্ধ ছিল ভুল সিদ্ধান্ত
সাম্প্রতিক জরিপে দেখা যায়, ৬৭ শতাংশ আমেরিকানই মনে করেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই নিরাপদ করেনি।

যুক্তরাষ্ট্র ২০০৩ সালের ১৯ মার্চ ইরাকে বিমান হামলা এবং ২০ মার্চ থেকে স্থল হামলা শুরু করেছিল। তখন এই আগ্রাসনের পক্ষে দুই-তৃতীয়াংশ আমেরিকানের সমর্থন ছিল। কিন্তু ইরাক যুদ্ধের ২০ বছর পর সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, এখন ৬১ শতাংশ আমেরিকানই ইরাক আগ্রাসনকে যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত মনে করেন। অনলাইন সংবাদমাধ্যম এক্সিয়স ও জরিপ সংস্থা ইপসস এই জরিপ চালিয়েছে। অবশ্য এখনো ২৬ শতাংশ ডেমোক্র্যাট ও ৫৮ শতাংশ রিপাবলিকান ইরাক আগ্রাসনের সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন। গত সপ্তাহে আঠারোর্ধ্ব ১ হাজার ১৮ জন আমেরিকানের ওপর এই জরিপ চালানো হয়। এতে আরও দেখা যায়, জরিপে অংশগ্রহণকারীদের ৬৭ শতাংশই মনে করেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই নিরাপদ করেনি। জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্র বৈশ্বিক নেতৃত্বে থাকুক, প্রায় তিন-চতুর্থাংশ আমেরিকানই তা চান। গত দুই দশকে জাতীয় প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তার ওপর ওয়াশিংটনের সার্বিক মনযোগ যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করেছে বলে মনে করছেন ৫৪ শতাংশ আমেরিকান। ইরাকের সাদ্দাম হোসেনের কাছে ‘গণবিধ্বংসী অস্ত্র (উইপনস অব মাস ডেস্ট্রাকশন)’ আছে অভিযোগে দেশটিতে আগ্রাসন চালিয়েছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। এই যুদ্ধের প্রতি অধিকাংশ প্রাথমিক সমর্থন ছিল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের এ ধরনের মিথ্যা দাবির ওপর ভিত্তি করে। সূত্র: প্রথম আলো

পুতিনের ‘বিকল্প’ খুঁজছে রাশিয়া, দাবি ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তরের

যুদ্ধ নিয়ে ‘ক্রমবর্ধমান অসন্তোষের’ মধ্যে ক্রেমলিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘বিকল্প খুঁজছে’ বলে দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তর। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে রোববার এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, ক্রেমলিনে যা ঘটছে, তা আরও অসন্তোষের। সেখানে পুতিনের বিকল্প খোঁজা হচ্ছে। তবে রাশিয়া পুতিনের বিকল্প খুঁজছে বলে দাবি করলেও এক্ষেত্রে সম্ভাব্য কোনো প্রার্থীর নাম উল্লেখ করেননি ইউক্রেনের গোয়েন্দা অধিদপ্তরের মুখপাত্র আন্দ্রি ইউসভ।এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের শহর মারিউপোলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আকস্মিক সফরের সমালোচনা করেছে কিয়েভ। পুতিনের এই সফর রাতের আঁধারে হওয়ায় এটিকে ‘চোরের মতো’ পরিদর্শন বলে অভিহিত করেছে ইউক্রেন।ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কটাক্ষ করে বলেছে, রাতে সফর করায় পুতিনের জন্য বেশি নিরাপদ হয়েছে। এ ছাড়া শহরটিকে যে রুশ বাহিনী সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, অন্ধকারে তিনি তা বুঝতে পেরেছেন। আসলে এই অন্ধকারই তিনি দেখতে চান।প্রসঙ্গত, শনিবার হেলিকপ্টারে করে মারিউপোলে আকস্মিক সফরে যান পুতিন। সেখানে সেনাঘাঁটিসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। গত বছর ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর অঞ্চলটিতে এটিই তাঁর প্রথম সফর।রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, পুতিন গাড়ি চালিয়ে শহরটি ঘুরে দেখেন। বেশ কয়েকটি এলাকা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। একই সঙ্গে শহরের পুনর্গঠন কাজের বিষয়ে খোঁজখবর নেন কর্মকর্তাদের কাছ থেকে। সূত্র: সমকাল

রাহুল গান্ধীর বাড়িতে পুলিশের হানা

ভারতের কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীর নয়াদিল্লির বাড়িতে হানা দিয়েছে পুলিশ। আমি শুনেছি, নারীদের বিরুদ্ধে এখনো যৌন সহিংসতা অব্যাহত আছে- সম্প্রতি ‘ভারত জোড়ো’ যাত্রায় শ্রীনগরে দেওয়া এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে তাকে আইনি নোটিশ পাঠানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, দিল্লি পুলিশের বিশেষ কমিশনার (আইনশৃঙ্খলা) সাগর প্রীত হুদার নেতৃত্বাধীন একটি দল রোববার সকালে রাহুল গান্ধীর ১২, তুঘলক লেনের বাসায় পৌঁছেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে আমলে নিয়ে পুলিশ গত ১৬ মার্চ কংগ্রেস নেতার কাছে প্রশ্নপত্র পাঠিয়ে ‘যেসব নারী তার কাছে যৌন হয়রানির বিষয়ে জানিয়েছেন’, তাদের বিস্তারিত তথ্য জানানোর আহ্বান জানায়।কংগ্রেসের শীর্ষ নেতারাও রাহুল গান্ধীর বাড়িতে পৌঁছেছেন, যাদের মধ্যে আছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী আশোক গেহলত, রাজ্যসভার এমপি অভিশেক মানু সিংভি ও জয়রাম রমেশ। সূত্র: যুগান্তর

Nagad

ট্রাম্পের ধারণা তিনি কাল গ্রেফতার হবেন

মাঝে মাঝেই মুখরোচক আলোচনা জন্ম দিতে জুড়ি মেলা ভার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার তিনি মন্তব্য করলেন, আগামী মঙ্গলবার (আগামীকাল) তিনি গ্রেফতার হতে পারেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে অবৈধ সম্পর্কের তথ্য লুকিয়ে রাখতে সাবেক এক পর্নো তারকাকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। জানিয়েছেন তিনি আগামী মঙ্গলবার গ্রেফতার হওয়ার আশঙ্কা করছেন এবং তার সমর্থকদের গণআন্দোলন শুরু করার আহ্বান জানিয়েছেন। যদিও তার আইনজীবী জানিয়েছেন এখনো পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা থেকে কোনো যোগাযোগ করা হয়নি এবং সাবেক প্রেসিডেন্ট পোস্টটি করেছেন গণমাধ্যম থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে। তবে সাবেক প্রেসিডেন্ট যেহেতু গ্রেফতার হওয়ার আশঙ্কা করছেন এবং গণআন্দোলনের ডাক দিয়েছেন, তাই ঘটনা কোনদিকে গড়াবে তা বলা যাচ্ছে না। সূত্র: বিডি প্রতিদিন।

রাশিয়ার তেল বহনে হঠাৎ করে গজিয়ে উঠছে ট্যাংকার জাহাজের বৃহৎ সংস্থা

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই, তারই ব্যতিব্যস্ত প্রাণকেন্দ্রে একটি অফিস। দরজার প্যাকিং টেপ সদ্য ছেঁড়া হয়েছে বোঝাই যায়। মেঝেতেই ছড়িয়ে আছে তার অবশেষ। তবে পাশের অফিসের একজন জানালেন, হপ্তাকয়েক আগেই নতুন অফিসটি ছেড়েছে কোম্পানি; কর্মীরা চলে গেছেন অজ্ঞাত সে ঠিকানায়। খবর ব্লুমবার্গের-মুম্বাই থেকে আরব সাগর পাড়ি দিলে ১,২০০ মাইল দূরে দুবাই। পেট্রোডলারে গড়ে তোলা ঝাঁ চকচকে এই নগরের শিল্প এলাকায় ছোট্ট আরেকটি অফিসের সন্ধান মেলে। এটাও রাশিয়ার নয়া পেট্রোলিয়াম সরবরাহ শৃঙ্খলের ছোটখাট এক চালিকাশক্তি। প্রথম ঠিকানার প্রতিষ্ঠানের নাম গ্যাটিক শিপ ম্যানেজমেন্ট (মুম্বাই-ভিত্তিক)। দ্বিতীয়টি হলো ফ্র্যাকটাল শিপিং। আন্তর্জাতিক মেরিটাইম ডেটাবেজের তথ্যমতে, প্রতিষ্ঠান দুটি ২০০ কোটি ডলার মূল্যের ট্যাংকার জাহাজের অধিকারী। আশ্চর্যের বিষয় হলো– মাত্র এক বছরের মধ্যেই এত টাকার জাহাজ কিনেছে তারা! এসব জাহাজ বিশ্বব্যাপী রাশিয়ান জ্বালানি তেল বহন করছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

২০০৮ সালের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে ব্যাংক খাতের বিপর্যয়

ঝড়ো গতিতে একের পর এক ব্যাংক বিপর্যয় বিভিন্ন দেশের সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ঘটনা ২০০৮ সালে ব্যাংক খাতের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। যদিও শুরু থেকেই নীতিনির্ধারকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, এবারের ব্যাংক বিপর্যয় ২০০৮-০৯ পরিস্থিতি সৃষ্টি করবে না। অবশ্য গ্রাহক এতে বিশ্বাস রাখতে পারেন এমন আস্থার ফুরসত নেই। এক সপ্তাহের মধ্যে সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংকের মতো দুটি আর্থিক প্রতিষ্ঠান বিপর্যস্ত হয়েছে। এসব ব্যাংক বন্ধ হওয়ার পর পতনের ঝুঁকিতে আছে দেশটির আরেক ব্যাংক—ফার্স্ট রিপাবলিক ব্যাংক। তবে এ ব্যাংকের পতন ঠেকাতে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংক। জেপি মরগ্যান ও সিটি গ্রুপের নেতৃত্বে ১১টি ব্যাংক ফার্স্ট রিপাবলিককে ৩ হাজার কোটি ডলার আমানত দিচ্ছে। পাশাপাশি নগদ অর্থ সংকটে পড়া মার্কিন ব্যাংকগুলো সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কাছ থেকে ৩০ হাজার কোটি ডলার ধার করেছে। তবে এ অর্থের প্রায় অর্ধেক পেয়েছে দুটি হোল্ডিং কোম্পানি। যাদের মালিকানাধীন দুই ব্যাংক মার্কিন কর্তৃপক্ষ এক সপ্তাহের মধ্যে বন্ধ ঘোষণা করেছে। সূত্র: বণিক বার্তা ।

প্রবল চাপে পাকিস্তান সরকার

বারবার অশান্ত হয়ে ওঠা পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটে দানা বেঁধেছে অর্থনৈতিক বিপর্যয়। দেশটিতে লাগামহীন হয়েছে মূল্যস্ফীতি। জ্বালানির দাম বেড়েছে দফায় দফায়। সংকট থেকে রক্ষা পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ঋণ চেয়েছে ক্ষমতাসীন শরিফ-জারদারি জোট সরকার। ঋণ পেতে আইএমএফের পূর্বশর্ত পূরণ করতে গিয়ে বিদ্যুৎসহ সব খাতে ভর্তুকি কমিয়ে আনছে পাকিস্তান সরকার। জনসাধারণের মধ্যে বাড়ছে অসন্তোষ। আবার রাজনীতির মাঠে জনপ্রিয় ইমরান খানকে নিয়ে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে ক্ষমতাসীনরা। এরই মধ্যে এলো নতুন দুঃসংবাদ, পাকিস্তানকে সহজে আর কোনো অর্থ সহায়তা দেবে না সৌদি আরব। সৌদি আরবের কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিসের সহকারী ফেলো উমর করিম বলেন, ‘পাকিস্তান সরকার সৌদির সিদ্ধান্তে অবাক হয়েছে। আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর ফোনেই গালফ দেশগুলো আর্থিক সহায়তা দিত। কিন্তু এবার পাকিস্তানকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।’ সূত্র: দেশ রুপান্তর

ব্রিটেনের মোবাইল ডিভাইসে চালু হচ্ছে সরকারি জরুরি সংকেত বার্তা

ব্রিটেনে মোবাইল ডিভাইসের মাধ্যমে জনসাধারণকে জরুরি বিপদ সংকেত পাঠাতে সরকার আগামী মাসে একটি নতুন পদ্ধতির ওপর পরীক্ষা চালাবে। এতে মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের কাছে সাইরেন বাজার মতো সতর্কতামূলক বার্তা পাঠানো হবে।
বন্যা কিংবা আগুনের মতো জীবনের প্রতি হুমকির পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক করে এই জরুরি বার্তা পাঠানো হবে।
যেসব পরিস্থিতিতে এই বার্তা পাঠানো হবে সেই তালিকায় পরে সন্ত্রাসবাদের মতো ঘটনাকেও যুক্ত করা হবে বলে কর্মকর্তারা বলছেন। সূত্র: বিবিসি বাংলা ।

লিবিয়া থেকে ২.৫ টন ইউরেনিয়াম উধাও

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) গোপনীয় এক বিবৃতিতে সদস্য রাষ্ট্রগুলোকে বিষয়টি অবহিত করেছে।
লিবিয়ার একটি স্থান থেকে প্রায় আড়াই টনের মতো প্রাকৃতিক ইউরেনিয়াম হারিয়ে গেছে বলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণকারী পরিদর্শকরা দেখতে পেয়েছেন।আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বুধবার এক বিবৃতিতে সদস্য রাষ্ট্রগুলোকে বিষয়টি অবহিত করেছে। লিবিয়ার ওই স্থানটি দেশটির সরকারের নিয়ন্ত্রণে ছিল না বলে জানিয়েছে তারা। মঙ্গলবার পরিদর্শকরা ওই স্থানটি পরিদর্শনের পর বিষয়টি ধরা পড়ে। গত বছরই এই স্থানটি পরিদর্শনের পরিকল্পনা ছিল, কিন্তু ওই ‘অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির কারণে তা স্থগিত করতে হয়েছিল’ বলে আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসির গোপনীয় ওই বিবৃতিতে জানানো হয়েছে।এক পাতার ওই বিবৃতিতে বলা হয়েছে, “পরিদর্শকরা দেখতে পান, ঘনীভূত ইউরেনিয়াম আকরিক (ইউওসি) অবস্থায় ১০টি ড্রামে রাখা প্রায় আড়াই টন প্রাকৃতিক ইউরেনিয়াম ওই স্থানটিতে নেই, কিন্তু আগে এক ঘোষণায় (লিবিয়া) জানিয়েছিল ইউরেনিয়ামগুলো সেখানে রাখা হয়েছে।” সূত্র: বিডি নিউজ

কুকুর-বিড়ালের খাবার ‘মুরগির পা’ জনগণকে খেতে বলায় ক্ষোভ

অর্থনৈতিক মন্দার কবলে সারাবিশ্বের মত ধরাশায়ী পিরামিডের দেশ মিশর। দেশটির মূল্যস্ফীতি রেকর্ড ছাড়িয়েছে। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে ‘মুরগির পা’ খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। যা সাধারণত মিশরে কুকুর-বিড়ালের খাবার হিসেবে ব্যবহার করা হয়।বিবিসির এক প্রতিবেদনে এতথ্য জানা যায়।প্রতিবেদনে প্রকাশ, আফ্রিকার দেশ মিশর গভীর অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে জনগণ তাদের পরিবারকে খাওয়ানোর জন্য রীতিমতো লড়াই করে যাচ্ছে। এ অবস্থায় মিশরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর নিউট্রিশনের পক্ষ থেকে পুষ্টির জন্য ‘মুরগির পা’ রান্না করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: চ্যানেল আই অনলাইন