আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৩

ঘুমচোখে গাড়ি চালানোর পরিণতি, ৩০ ঘণ্টার বেশি বাস চালিয়ে ক্লান্ত ছিলেন চালক
৪৮ ঘণ্টার মধ্যে ৩০ ঘণ্টার বেশি বাস চালিয়ে ক্লান্ত ছিলেন চালক। এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে চালকসহ নিহত ১৯।

সাত মাস আগে ইমাদ পরিবহনে চালক হিসেবে যোগ দেন জাহিদ হাসান (৪০)। ওই পরিবহনের বাসগুলো খুলনা, পিরোজপুর ও সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় চলাচল করে। পরিবহন কোম্পানিটির চালকদের বাস চালাতে হয় অনেকটা বিরামহীনভাবে। জাহিদ হাসানকেও বাস চালাতে হতো ক্লান্ত দেহে, চোখে ঘুম নিয়ে। বিশ্রামের ফুরসত পেতেন না বললেই চলে। আর পরিণতিই যেন দেখা গেল গতকাল রোববার সকালে। চালক জাহিদ হাসান ইমাদ পরিবহনের বাসটি নিয়ে গতকাল ভোরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে তাঁর বাসটি। এতে তিনিসহ ১৯ যাত্রী নিহত হন। ক্লান্ত দেহে ঘুমচোখে অতিরিক্ত গতিতে বাস চালানোর কারণে এত প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। জাহিদ হাসানের ছেলেও জানিয়েছেন, টানা বাস চালিয়ে তাঁর বাবা ক্লান্ত ছিলেন। দুর্ঘটনায় নিহত ১৯ জনের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সর্বশেষ চালকের সহকারী ইউসুফের মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ আলাদা দুটি তদন্ত কমিটি করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্র জানিয়েছে, বাসটির চলাচলের অনুমতি ছিল না। ফিটনেস সনদের মেয়াদও পেরিয়ে গিয়েছিল। সূত্র: প্রথম আলো

তিস্তার বিষয়ে জানতে দিল্লিকে চিঠি ঢাকার

তিস্তা থেকে পানি প্রত্যাহারে পশ্চিমবঙ্গে নতুন করে দুটি খাল খনন বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দিল্লিকে কূটনৈতিক চিঠি বা নোট ভারবাল পাঠিয়েছে ঢাকা। এ ছাড়া সম্প্রতি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের উদ্দেশ্য বোঝার চেষ্টা করছে বাংলাদেশ। গতকাল রোববার এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিস্তা বিষয়ে চিঠি পাঠানো নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, চিঠি পানিসম্পদ মন্ত্রণালয় থেকে লিখবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা নোট ভারবালের মাধ্যমে তথ্য জানতে চেয়েছি।তিনি বলেন, নোটে হালনাগাদ তথ্য জানতে চাওয়া হয়েছে। পানির প্রবাহ কমে গেছে। বাংলাদেশ যে তথ্যগুলো পেয়েছে, তা ভারতের সঙ্গে বিনিময় করেছে। এটা হয়তো তাদের অনেক দিন আগের পরিকল্পনা। এখন হয়তো জমি অধিগ্রহণ করছে। এখনই যে খাল কেটে ফেলেছে– এমন কিছু নয়। পানি প্রবাহ কমে গেছে এগুলো হওয়ার আগেই। সূত্র: সমকাল

উৎপাদন খরচ গতবারের চেয়ে ৩৫ ভাগ বেশি
ডিজেল ও বিদ্যুতের দামের খড়্গ কৃষকের কাঁধে
বিদ্যুৎ বিল বকেয়া থাকলেও সেচ সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না

চলতি বোরো মৌসুমে ডিজেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রভাব পড়বে কৃষিতে। কৃষকরা গত বারের চেয়ে প্রায় ৩০-৩৫ শতাংশ বাড়তি দামে পানি ব্যবহার করছে। এছাড়া সারের মূল্য গত বছরের তুলনায় এ বছর কেজিতে ছয় টাকা বেড়েছে। এতে উৎপাদিত ফসলের মূল্য অনেক বেড়ে যাবে। ইতোমধ্যে শাক, সবজি, মাছ, মাংস, ডিমসহ সব ধরনের খাদ্যমূল্য বড়েছে। আগামীতে আরও বাড়বে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। তবে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, উৎপাদন খরচ কিছুটা বাড়লেও কৃষিতে লোকসান হবে না। কৃষকের সমস্যা হবে না।সূত্র জানায়, কৃষক বর্তমানে কৃষি বিভাগের মাধ্যমে কৃষি ঋণ পাচ্ছেন। তারা আগের চেয়ে কম পানি ও কৃষি উপকরণ ব্যবহার করে উৎপাদনের কৌশলরপ্ত করেছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে বকেয়া থাকলেও সেচকাজে ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে না। পরিস্থিতি বিবেচনায় গতবারের চেয়ে এ বছর ৪ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণ করছে। এছাড়া আমদানিনির্ভর ডাল ও তেল জাতীয় ফসল উৎপাদনে চার শতাংশ সুদে ঋণ বিতরণ করছে। এসব উদ্যোগের ফলে কৃষকরা সমস্যায় পড়বে না। খবর সংশ্লিষ্ট সূত্রের। সূত্র: যুগান্তর

Nagad

হঠাৎ মৃত্যুপুরী মাদারীপুর
ফিটনেসবিহীন বাসের বেপরোয়া গতি, নিহত ১৯

হঠাৎ মৃত্যুপুরী হলো মাদারীপুর। পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৯ যাত্রীর প্রাণহানি হয়েছে। দুর্ঘটনাটি ঘটে গতকাল সকালে। ১৪ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। তিনজন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজন মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ পরিবহনের মালিক সাব্বির হোসেন গোপালগঞ্জ সদরের কাঠি গ্রামের বাসিন্দা। এ ছাড়া বগুড়া, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, পিরোজপুর ও কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। মাদারীপুর প্রতিনিধি বেলাল রিজভী স্থানীয় সূত্রের বরাতে জানান, গতকাল সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৪ জন। হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিব বিনতে সালমা জানান, নিহতের সংখ্যা আপাতত ১৯ জন। হতাহত বহু। উদ্ধারকাজ চলছে। সূত্র: বিডি প্রতিদিন ।

রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি কম, আর্থিক ভারসাম্য নিয়ে উদ্বেগ বাড়ছে
গত বছরের নভেম্বর থেকে রাজস্ব আদায়ে এই ভাটা শুরুর পর সেই ধারা অব্যাহত ছিল ফেব্রুয়ারিতেও। ফেব্রুয়ারিতে এসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি জানুয়ারির ৪.৯১ শতাংশ থেকে কমে ৩ শতাংশে ঠেকেছে।

চলতি অর্থবছরের প্রথম আট মাসে—অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত—রাজস্ব প্রবৃদ্ধি কমে গেছে। এ সময় রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়েও অনেক পিছিয়ে রয়েছে। এতে কীভাবে ঘাটতি পূরণ এবং উন্নয়ন প্রকল্পগুলোর অর্থায়ন হবে, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে—কারণ বছরের বাকি সময়ে অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের সম্ভাবনাও কম। গত বছরের নভেম্বর থেকে রাজস্ব আদায়ে এই ভাটা শুরুর পর সেই ধারা অব্যাহত ছিল ফেব্রুয়ারিতেও। ফেব্রুয়ারিতে এসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি জানুয়ারির ৪.৯১ শতাংশ থেকে কমে ৩ শতাংশে ঠেকেছে।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্র অনুসারে, গত ফেব্রুয়ারিতে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও কাস্টমস শুল্ক-কর মিলিয়ে মোট আদায় হয়েছে ২৩ হাজার ৭২৭ কোটি টাকা। আগের ২০২১-২২ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ২৩ হাজার ২০ কোটি টাকা।রাজস্ব আদায় এভাবে ক্রমাগত কমার কারণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগসহ রাজস্ব আদায়কারী মূল প্রতিষ্ঠান ন্যাশনাল বোর্ড অব রেভিনিউয়ের (এনবিআর) এর সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

দেশে হৃদরোগে মৃত্যু সর্বোচ্চ হলেও চিকিৎসা সুবিধা কম

দেশে হৃদরোগের চিকিৎসার পরিসর বাড়লেও জনসংখ্যার তুলনায় তা খুবই অপর্যাপ্ত। সাম্প্রতিক বছরে কার্ডিয়াক সার্জারি বা হৃদরোগের অস্ত্রোপচারের ক্ষেত্রে গুণগতমান ও উত্কর্ষ বেড়েছে। তবে অস্ত্রোপচারের সংখ্যা, চিকিৎসা ব্যয় ও আঞ্চলিক অবকাঠামোর ক্ষেত্রে বেশ পিছিয়ে বাংলাদেশ। চিকিৎসাবিজ্ঞানী বলছেন, এ খাতের উন্নয়নে বাজেট বৃদ্ধির পাশাপাশি মানুষের জীবনাচার ও খাদ্যাভ্যাসে সতর্কতা এবং প্রাথমিক পর্যায়ের প্রতিরোধমূলক সচেতনতা আরো বাড়াতে হবে। জাপানের কারিগরি সহায়তায় ১৯৮১ সালে দেশে প্রথম ওপেন হার্ট সার্জারি হয়। জন্মগত সেকান্ডাম টাইপ আট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট (হৃৎপিণ্ডের ওপরের কক্ষে ছিদ্র) আক্রান্ত চট্টগ্রামের সীতাকুণ্ডের এক কলেজ শিক্ষার্থী এ সার্জারির প্রথম সুবিধাভোগী। বর্তমানে বছরে অসংক্রামক রোগের কারণে যে-সংখ্যক মানুষ মারা যাচ্ছে দেশে, তাদের মধ্যে সর্বোচ্চ হৃদরোগী। অন্যদিকে প্রতি বছরই বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা। এসব রোগীর মধ্যে বিশেষ করে অ্যাকিউট করোনারি সিনড্রোমে আক্রান্তদের বেশি মৃত্যু ঘটে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে না পারার কারণে। সূত্র: বণিক বার্তা।

১৭ ঘণ্টা ধরে অনশনে কুবির ৫ শিক্ষার্থী, ভ্রুক্ষেপহীন প্রশাসন

দায়িত্বপালনে ব্যর্থতা ও শিক্ষার্থীদের ওপর হামলায় ইন্ধনের অভিযোগে ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর পদত্যাগসহ পাঁঁচ দফা দাবি আদায়ে আমরণ অনশনে বসেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী।রোববার (১৯ মার্চ) বিকাল ৪টায় শুরু হয় এ অনশন। অনশনের প্রায় ১৭ ঘণ্টা পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। এদিকে রাত সোয়া ১২টায় অনশনরতদের দেখতে আসেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় উপ-উপাচার্য বলেন, সবারই গণতান্ত্রিক অধিকার আছে প্রতিবাদ করার। যেকোন সিদ্ধান্তের বিরুদ্ধে, যেকোন ব্যবস্থার পরিবর্তনের জন্য। আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য শিক্ষকদের যেমন অধিকার আছে তেমনি শিক্ষার্থীদেরও অধিকার আছে। তাদের প্রতিবাদ জানানোর যে ভাষা সেটা আমাদের জন্য কষ্টকর। আমরা বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে বসবো।তবে রাত পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা ক্যাম্পাস ত্যাগ করেন। অনশনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন করবেন তারা। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, প্রক্টরের অপসারণ, বহিষ্কৃত দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাচঁ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন তারা।টানা ১০দিন শান্তিপূর্ণ আন্দোলনের পর অনশনে বসেছে সাময়িক বহিষ্কার হওয়া লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, একই হলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সালমান চৌধুরী হৃদয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইমতিয়াজ শাহরিয়া ও কাজল হোসাইন এবং কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান পলাশ। অনশনরত শিক্ষার্থী ইমতিয়াজ শাহরিয়া বলেন, শিক্ষার্থীদের ওপর বহিরাগত এবং অছাত্রদের হামলার প্রশাসন কোন দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন করে যাবো।এবিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তাদের দাবিগুলো নিয়ে আলোচনার জন্য আহ্বান জানিয়েছি। তবে তারা কোন সাড়া দেয়নি। সূত্র: দেশ রুপান্তর

‘রকেটের গতিতে সিনেমার মতো উড়ে গিয়ে পড়ে বাসটি’- শিবচরের দুর্ঘটনা যেভাবে ঘটে

পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ১৭ জনের লাশ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। দু’জনের এখনো পরিচয় মেলেনি।গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছেন বেশ ক’জন।এছাড়া শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে দুজন বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন মেডিকেল অফিসার ড. আসিফুর রহমান। সূত্র: বিবিসি বাংলা ।

মধ্যপাড়া খনিতে নতুন কূপ, পাথর উত্তোলন বাড়বে তিনগুণ
টানা একযুগ লোকসানের পর চার অর্থবছর থেকে মুনাফা করছে পাথরের এ খনি।

দিনাজপুরের মধ্যপাড়ায় দেশের একমাত্র পাথরের খনিতে বিদ্যমান কূপের চেয়ে আরও বেশি পাথর তোলা যাবে এমন কূপ খননের সম্ভাবনা দেখা দিয়েছে; যা আমদানি নির্ভরতা কমিয়ে বাঁচাবে বড় অঙ্কের বিদেশি মুদ্রা।দীর্ঘ সময় ধরে লোকসানের পর সাম্প্রতিক বছরগুলোতে মুনাফায় ফেরা এ খনি নিয়ে যে কারণে নতুন করে আশাও তৈরি হয়েছে। বর্তমানে সেখান থেকে দৈনিক পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টন পাথর উত্তোলন করা যাচ্ছে। আরেকটি কূপ খনন করা গেলে দৈনিক উত্তোলনের পরিমাণ ১৬ হাজার টন ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামে এক দশমিক ২০ বর্গ কিলোমিটার জায়গাজুড়ে পাথরের এ খনি। ১৭ কোটি ৪০ লাখ টন মজুদের এ খনি থেকে পাথর তোলা শুরু হয় ২০০৭ সালে। এ খনি থেকে মোট ৭ কোটি ৩০ লাখ টন পাথর উত্তোলনের সম্ভাবনার কথা বলছেন সংশ্লিষ্টরা। সূত্র: বিডি নিউজ