মাত্র ‘একদিনেই’ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে পারি: ট্রাম্প

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৩

ছবি- সংগৃহীত

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে একযোগে জল-স্থল ও আকাশ পথে ইউক্রেনের ওপর হামলা চালায় রাশিয়া। এখনও এই লড়াই থামার কোনও লক্ষণ নেই। বরং প্রতিনিয়ত বাড়ছে পারমাণবিক হামলার হুমকি। এ অবস্থায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি, তিনি মাত্র একদিনের মধ্যে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিতে পারেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ নাগাদ ইউক্রেন যুদ্ধ যদি শেষ না হয় এবং তিনি যদি নির্বাচিত হয়ে আবারও হোয়াইট হাউসের ক্ষমতায় যান, তবে মাত্র ‘একদিনের মধ্যে’ শান্তিপ্রতিষ্ঠা করতে পারবেন। তিনি দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তার নিজের মধ্যে আলোচনা ‘সহজ’ হবে।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি সমাধান না হয়, আমি জেলেনস্কি ও পুতিনের সাথে ২৪ ঘণ্টার মধ্যে এর সমাধান করবো। ‘খুব সহজ’ আলোচনা হবে। তবে সেটি কী হবে তা এখনই বলতে চাই না, কারণ তাহলে এটি আমি আর কাজে খাটাতে পারবো না।

সারাদিন/২৯ মার্চ/এমবি 

Nagad