কিয়েভে দফায় দফায় হামলা চালালো রাশিয়া

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মে ১৬, ২০২৩

ছবি- সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মে) সকালে কিয়েভে শক্তিশালী ওই হামলা চালানো হয়েছে। খরব বিবিসি, গার্ডিয়ান, আল জাজিরা’র।

কিয়েভের কর্মকর্তারা জানিয়েছে, রাতের আঁধারে চালানো এই হামলায় ড্রোন, ক্রুস এবং খুব সম্ভবত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রুশ বাহিনী।

ইউক্রেন বলছে, তারা ১৮টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে ৬টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এ নিয়ে চলতি মাসে কিয়েভে আটবার হামলা চালানো হলো। রাশিয়ার হামলায় কিয়েভের তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ।

তবে এসব হামলার কারণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তিনজন আহত হয়েছে বলে জানানো হয়েছে। এখন পর্যন্ত রাশিয়া যতবার হামলা চালিয়েছে তার মধ্যে মঙ্গলবারের (১৬ মে) হামলা কিছুটা ব্যতিক্রম। কারণ কম সময়ের ব্যবধানে কয়েক দফা হামলা চালিয়েছে রুশ বাহিনী।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পোপকো বলেন, “হামলার তীব্রতার দিক দিয়ে এটি ব্যতিক্রমী ছিল। কম সময়ের মধ্যে সর্বোচ্চ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।”

স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার কিয়েভের ওবোলোনস্কি, শেভচেনকিভস্কি, সোলোমানস্কি এবং দারনাৎস্কি বিভাগে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

Nagad

সারাদিন/১৬ মে/এমবি