মাদকসহ ১২ মামলার তিন আসামি গ্রেপ্তার

সাভার প্রতিনিধি:সাভার প্রতিনিধি:
প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৮২৩ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলাসহ অন্তত আরও ১২টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ ।

এর আগে বুধবার (২৪ মে) রাত ১০টার দিকে সাভারের রাজফুলবাড়ীয়ার কৃষ্ণনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সাভারের রাজফুলবাড়ীয়ার কৃষ্ণনগর এলাকার মৃত লেহাজ উদ্দনের ছেলে গিয়াস উদ্দিন ওরফে গেসু (৬১), তার ছেলে মোঃ ইমরান মিয়া (৩৪) ও রাজফুলবাড়ীয়া বটতলা এলাকার মৃত দীলিপ সাহার ছেলে রাজু সাহা (৩৬)।

পুলিশ জানায়, গতকাল রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের রাজফুলবাড়ী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইনের পুরিয়া তৈরী ও বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮২৩ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঝরনা বেগম (৫৫) নামের আরও এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃতদের মধ্যে গিয়াস উদ্দিন ওরফে গেসুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি, ইমরান ও রাজু সাহার বিরুদ্ধে ২টি করে ৪টি মামলা রয়েছে। এছাড়াও পলাতক আসামী ঝরনা বেগমের নামেও ২টি মাদকের মামলা রয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা বলে জানায় পুলিশ।

সাভার মডেল থানাধীন আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, আটককৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হবে। সেই সাথে পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Nagad

সারাদিন. ২৫মে