আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, জুন ১, ২০২৩

ইতিহাসের এই দিনে
ভারতে ‘সুপারফাস্ট’ ট্রেন চালু

ট্রেনটির নাম ডেকান কুইন এক্সপ্রেস। ভারতের বোম্বে (বর্তমান মুম্বাই) থেকে পুনে পর্যন্ত যাত্রী পরিবহনে ট্রেনটি চালু হয়। প্রথম যাত্রা ছিল ১৯৩০ সালের এই দিনে। ভারতে চলাচলকারী প্রথম সুপারফাস্ট বা দ্রুতগতির ট্রেন ছিল এটি। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিতে চলে এই ট্রেন।উত্তরের চৌম্বকীয় মেরু আবিষ্কার-উত্তর মেরুর চৌম্বকীয় অংশ আবিষ্কৃত হয় ১৮৩১ সালের এই দিনে। আবিষ্কার করেন ব্রিটিশ অভিযাত্রী জেমস ক্লার্ক রস ও তাঁর দলের সদস্যরা।ঢেকে দেওয়া হলো সব বাতি-অতিরিক্ত আলো পরিবেশের জন্য ক্ষতিকর, দূষণের কারণ। এই চিন্তা চেক প্রজাতন্ত্রে প্রথম দেখা যায়। বিশ্বে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে বাতি ঢেকে দেওয়ার নিয়ম রয়েছে দেশটিতে। ২০০২ সালের এই দিনে এ নিয়ম চালু হয়। চেক প্রজাতন্ত্রে নিয়ম মেনে বাইরের সব বাতির ওপর আলাদা করে শেড দিতে হয়। অর্থাৎ, বাতি ঢেকে রাখতে হয়। এর ফলে যতটুকু জায়গায় প্রয়োজন, ঠিক ততটুকু জায়গায় আলো ছড়াবে বাতিটি। এতে আলোর কারণে সৃষ্ট দূষণ কমে আসবে।স্কটল্যান্ডের ক্যাপ্টেন রবার্ট বার্কলে অ্যালারদিসের অনন্য একটি রেকর্ড রয়েছে। তিনি এক হাজার ঘণ্টায় এক হাজার মাইল পাড়ি দিয়েছেন। তিনি এই কীর্তি গড়েছেন পায়ে হেঁটে। বাজি ধরে এই কাণ্ড ঘটান রবার্ট। ১৮০৯ সালের ১ জুন হাঁটা শুরু করেছিলেন তিনি। মাত্র ১২ দিনে লক্ষ্যে সফল হন রবার্ট। তাঁর এই কীর্তি ওই শতকে প্রতিযোগিতামূলক হাঁটাকে জনপ্রিয় করে তুলতে সাহায্য করেছিল। সূত্র: প্রথম আলো

মিয়ানমারে বেসামরিকদের ওপর বর্বরতা
জান্তার অধীনে লড়তে চায় না সেনারা

নতুন বিপাকে পড়েছেন জান্তাশাসিত মিয়ানমারের সামরিক বাহিনীর কর্তারা। অভ্যুত্থানের পর থেকে সদস্যদের বাহিনী ছেড়ে যাওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে। নতুন করে সদস্য নিয়োগেও হিমশিম খাচ্ছেন তাঁরা। পালিয়ে দেশ ত্যাগ করা কিছু সেনা সদস্য বিবিসিকে বলেছেন, সশস্ত্র গণতন্ত্রপন্থী বিদ্রোহ দমনে বেগ পেতে হচ্ছে সেনাবাহিনীকে। নে অং (ছদ্মনাম) নামের দেশত্যাগী এক সেনা বলেন, কেউ এখন সামরিক বাহিনীতে যোগ দিতে চাইছে না। মানুষ তাদের নিষ্ঠুরতা এবং অন্যায় আচরণকে ঘৃণা করে। দুইবারের চেষ্টায় দেশ ত্যাগ করতে সক্ষম হন নে অং। প্রথমবার ধরা পড়ে মারধরের শিকার হতে হয় তাঁকে। সূত্র: কালের কণ্ঠ

যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণসীমা বাড়াতে ভোটাভুটি
যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর বিলে ভোটাভুটি শুরু হয়েছে। স্থানীয় সময় রাত ৯ টার দিকে এ ভোটাভুটি শুরু ‍হয়। এর আগে হাউস অব রিপ্রেজেনটেটিভে বিলের উপর এক ঘণ্টা বিতর্ক চলে। এতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের নেতারা বক্তব্য দেন। এরপরই ভোটাভুটি শুরু হয়। খবর-বিবিসি -বিলটি পাস করার জন্য দরকার সংখ্যাগরিষ্ঠ ভোট । এজন্য ৪৩৫ জন আইনপ্রণেতার মধ্যে ২১৮ জনের সমর্থন দরকার। ডেমোক্র্যাট ও রিপাবলিকান- এই দুই দলের মধ্যে ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়েছে ৩১৪টি। বিপক্ষে ভোট দিয়েছেন ১১৭ জন। এখানে বিলটি পাসের পর এখন এটি যাবে সিনেটে। এদিকে বিলটি হাউস অব রিপ্রেজেনটেটিভে পাস হওয়ায় মার্কেটে স্বস্তি ফিরেছে। কারণ উদ্বেগ ছিল- জাতীয় ঋণের সীমা না বাড়ালে ফেডারেল সরকার ঋণ গ্রহণ করতে পারবে না। এতে দেশটির কোষাগার শূন্য হয়ে যাবে এবং এর ফলে জুনের শুরুতেই দেশটি খেলাপি হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এই পরিস্থিতিতে রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্র্যাটদের ঐকমত্য জরুরি ছিল। সূত্র: সমকাল

যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া
মস্কোয় ড্রোন হামলা

Nagad

মস্কোর একাধিক জায়গায় গত পরশু আঘাত হেনেছে ড্রোন। এতে অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া এ ঘটনার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে। রুশ কর্তৃপক্ষ বলছে, যুক্তরাষ্ট্রের উৎসাহেই রাশিয়ায় হামলা চালাচ্ছে ইউক্রেন। যদিও মার্কিন প্রশাসন ও ইউক্রেন এমন অভিযোগ অস্বীকার করেছে।
এ হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ওই ড্রোন হামলা চালিয়েছে মস্কোকে ভয় দেখাতে এবং আরও মারাত্মক ব্যবস্থা নেওয়ার উসকানি দিতে। পুতিনের বক্তব্যের পর গতকাল যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আন্তনভ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে হোয়াইট হাউস বলেছে, তারা রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেনের হামলাকে সমর্থন করে না এবং মঙ্গলবারের ঘটনা নিয়ে তারা এখনো তথ্য সংগ্রহ করছে। সূত্র; বিডি প্রতিদিন।

অস্ত্র বিক্রিতে রেকর্ড ভারতের

প্রতিরক্ষা সামগ্রী আমদানিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ ভারত। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারত সামরিক সরঞ্জাম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে। এমনকি অস্ত্র রপ্তানিতেও দেখাচ্ছে চমক। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ভারত ২০২২-২৩ অর্থবছরে প্রায় ১৬ হাজার কোটি রুপির অস্ত্র ও সামরিক প্রযুক্তি রপ্তানি করেছে। একে রেকর্ড বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও ভারত এখনো অস্ত্র আমদানিতে এগিয়ে। তবে সাম্প্রতিক বছরগুলোতে উৎপাদন ও রপ্তানির মাত্রা বলে দিচ্ছে দেশটির সামরিক খাতে আস্তে আস্তে মৌলিক পরিবর্তন আসছে। প্রতিরক্ষা সামগ্রী আমদানিতে ভারতের ব্যয় ২০১৮-১৯ অর্থবছরে সামগ্রিকভাবে ছিল ৪৬ শতাংশ। ২০২২ সালের ডিসেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৭ শতাংশে। ত এপ্রিলেই প্রতিরক্ষা খাতে ভারতের এই রেকর্ড গড়ার খবরকে নতুন ইতিহাস হিসেবে অভিহিত করে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এরপর গতমঙ্গলবার সরকারি বিবৃতিতে জানানো হয়, বিশ্বজুড়ে প্রতিরক্ষা পণ্য উৎপাদনের ক্ষেত্রে ভারতের অংশীদারত্ব বেড়েছে ২৩ গুণ। এই মুহূর্তে বিশ্বের ৮৫টিরও বেশি দেশে প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে দিল্লি। বর্তমানে দেশের ১০০টি সংস্থা প্রতিরক্ষা পণ্য রপ্তানি করছে। ডর্নিয়ার-২২৮ এর মতো ছোট উড়োজাহাজ, আর্টিলারি সামগ্রী, ক্ষেপণাস্ত্র, পিনাকা রকেট লঞ্চার, রাডার, সিমুলেটর, সাঁজোয়া যান, এলসিএ-তেজাস, লাইট কমব্যাট হেলিকপ্টার, এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ও এমআরও প্রযুক্তির মতো ভারতীয় সামরিক পণ্যের চাহিদা বেড়েছে বিশ্বজুড়ে। সূত্র: দেশ রুপান্তর

পাকিস্তান সরকারকে হিউম্যান রাইট ওয়াচ
সেনা আদালতে বিচার ভিত্তিহীন

পাকিস্তান সরকারকে সামরিক আদালতে বেসামরিকদের বিচার না করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সংস্থা ‘হিউম্যান রাইট ওয়াচ’। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড মোতাবেক পাকিস্তানের এই মামলাগুলোকে সামরিক আদালতে বিচার করা ভিত্তিহীন, বিশেষত বেসামরিক আদালত যেখানে সচল রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের অন্তত ৪৫ জন সমর্থককে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ঘটনার জেরে অধিকার গ্রুপটি এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলে, সরকারের এ ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইমরান খানের গ্রেফতারের পর চলমান বিক্ষোভে কারাবন্দি হন বেসামরিকসহ অসংখ্য নেতা। সহিংসতার সঙ্গে জড়িতদের কঠোর ব্যবস্থা নেয় ক্ষমতাসীন শাহবাজ সরকার। সেনা নির্দেশে বাস্তবায়ন করা হয় সামরিক আদালতে বিচারের পদক্ষেপ। সামরিক আদালতে বিচার প্রসঙ্গে হিউম্যান রাইট ওয়াচের সহযোগী ডিরেক্টর প্যাট্রিসিয়া গসম্যান বলেন, ‘পাকিস্তান সরকারের দায়িত্ব রয়েছে যারা সহিংসতা করেছে তাদের বিচার করার, কিন্তু শুধু স্বাধীন ও নিরপেক্ষ বেসামরিক আদালতে।’ অধিকার সংস্থাটি সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে গ্রেফতারদের মুক্তির দাবি করে। সূত্র: যুগান্তর

বকেয়া পরিশোধ না করায় পাকিস্তান এয়ারলাইনসের বিমান জব্দ করলো মালয়েশিয়া

বকেয়া পরিশোধ না করায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস কর্পোরেশন (পিআইএ)-এর একটি যাত্রীবাহী বিমান জব্দ করেছে মালয়েশিয়া। গত সোমবার (২৯ মে) কুয়ালালামপুরে এই বোয়িং ৭৭৭ মডেলের বিমানটি জব্দ করা হয়। খবর ব্লুমবার্গের।রমালয়েশিয়ার একটি কোম্পানির কাছ থেকে বিমানটি লিজ নিয়েছিল পাকিস্তান। পিআইএ’র মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান এক বিবৃতিতে বলেছেন, ইজারাদারের আবেদনের প্রেক্ষিতে মালয়েশিয়ার একটি আদালত বিমানটিকে জব্দ করার নির্দেশ দিয়েছেন।এদিকে বিমান জব্দ করায় যাত্রীরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েন। যাত্রীদের ফেরত আনার জন্য আলাদা একটি বিমান পাঠানো হয়েছে।আবদুল্লাহ হাফিজ খানের ভাষ্যে, ইতোমধ্যেই বকেয়া অর্থ পরিশোধ করা হয়েছে। বিমানটি ফিরিয়ে আনতে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি আইনি পদক্ষেপ নেবে। গত দুই বছরে এই নিয়ে দ্বিতীয়বার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে পিআইএ’র বিমান জব্দ করা হলো। সূত্র: বিজনেস স্ট্যন্ডার্ড।

উ. কোরিয়ার উৎক্ষেপিত ‘গোয়েন্দা স্যাটেলাইট’ সাগরে বিধ্বস্ত

উত্তর কোরিয়ার সামরিক ‘গোয়েন্দা স্যাটেলাইট’ উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার স্যাটেলাইটটি উৎক্ষেপণের পর ‘মারাত্মক ত্রুটি’র কারণে সাগরে বিধস্ত হয়।বিবিসি জানায়, স্যাটেলাইটটি উৎক্ষেপণের পরপরই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ভুল করে সাইরেন বাজানো হয়। জাপানে ওকিনাওয়ার বাসিন্দাদেরও সতর্ক করা হয়। কিন্তু পরবর্তীতে জানানো হয় ভূখণ্ডে সেটি আঘাত হানার কোনো আশঙ্কা নেই।এর আগে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের ওপর নজর রাখতে ১১ই জুনের মধ্যে একটি স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছিল। উৎক্ষেপণের প্রথম চেষ্টা ব্যর্থ হওয়ার পর দেশটি বলছে, খুব শিগগির তারা দ্বিতীয় উৎক্ষেপণের প্রচেষ্টা চালাবে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে, উত্তর কোরিয়া যে রকেট উৎক্ষেপণ করেছে তা মাঝ আকাশেই ধ্বংস হয়ে গেছে এবং এটি উৎক্ষেপণের পরপরই রাডার থেকে হারিয়ে যায়। এ বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে। সূত্র: দৈনিক বাংলা।

‘যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের প্রশ্ন – হঠাৎ সড়ক নিরাপত্তা প্রত্যাহার কেন?’

“যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখন পরিপক্ব, তবে অস্বস্তিও আছে” – এই খবরটি দিয়েছে দৈনিক ইত্তেফাক। প্রতিবেদনে বলা হচ্ছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পরিপক্ব সম্পর্ক রয়েছে। দৈনিক ইত্তেফাক আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, যেখানে মতপার্থক্য নিয়ে খোলামেলা আলোচনার সুযোগও রয়েছে। তবে অন্যান্য যে কোনো সম্পর্কের মতো এখানেও কিছু অস্বস্তিকর বিষয় রয়েছে। বাংলাদেশের জন্য সবচেয়ে অস্বস্তির একটি উৎস হচ্ছে, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত না দেওয়া।এক্ষেত্রে সমাধান হচ্ছে খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানো। যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসা-নীতি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করি, ঐ নীতির যথেচ্ছ ব্যবহার হবে না। “হঠাৎ কেন সড়ক নিরাপত্তা প্রত্যাহার” – এই শিরোনাম করেছে দৈনিক মানবজমিন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাক্ষাত প্রসঙ্গে মানবজমিন এ খবরটি দিয়েছে।শিরোনামের এই প্রশ্নটি পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রীকে করেন। প্রতিবেদনে বলা হচ্ছে, রাষ্ট্রদূতের নিরাপত্তার বিষয়টি তাদের আলোচনায় এসেছে। এ নিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, হঠাৎ করে কেন তার সড়ক নিরাপত্তা তুলে নেয়া হয়েছে, সেই প্রশ্ন তুলেছেন। সূত্র: বিবিসি বাংলা ।

বাইডেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলা নারী রাশিয়ার নাগরিকত্ব চান

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনের আগে দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলা নারী টারা রিড মস্কোয় গিয়ে রাশিয়ার নাগরিকত্ব চেয়েছেন। রাশিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা স্পুৎনিককে ৫৯ বছর বয়সী টারা রিড বলেন, তিনি এই দেশে (রাশিয়ায়) নিরাপদ বোধ করেন এবং এখানে থাকতে চান।রিড অভিযোগ করেছিলেন, ১৯৯৩ সাল তিনি যখন বাইডেনের কংগ্রেশনাল কার্যালয়ে চাকরি করতেন তখন বাইডেন তাকে যৌন নিপীড়ন করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অবশ্য জোরাল কণ্ঠে ওই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘‘দ্ব্যর্থহীনভাবে বলছি, এমনটা কখনো ঘটেনি, কখনোই না।”বিবিসি জানায়, বাইডেন যখন ডেলাওয়ারের সেনেটর ছিলেন তখন তার কার্যালয়ে একজন সহযোগী হিসেবে কাজ করতেন রিড। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার যখন তুঙ্গে ওই সময় রিড বাইডেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে হইচই ফেলে দিয়েছিলেন। দাবি করেছিলেন, ক্যাপিটল হিলের করিডরে বাইডেন তাকে যৌন হয়রানি করেন, সেময় তার বয়স ছিল ২৯ বছর। সুত্র: বিডি প্রতিদিন।