আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, জুন ১, ২০২৩

পিবিআইয়ের তদন্ত
মাদকাসক্তির চিকিৎসা নিতে গিয়ে নির্যাতনে লাশ হন যুবক

ঘটনা তিন বছরের বেশি সময় আগের। ২০১৯ সালের ২৯ নভেম্বর বিকেল ৫টা। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ছুটে আসে একটি অ্যাম্বুলেন্স। ভেতরে এক ব্যক্তির নিথর দেহ। চিকিৎসকেরা জানালেন, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। অ্যাম্বুলেন্সটি এসেছিল ঢাকার কেরানীগঞ্জের ‘সম্ভব’ মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র থেকে।
ওই ব্যক্তির নাম সুজন সাহা (২৮)। তিনি সম্ভব মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি ছিলেন। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন তাঁর বোন গঙ্গা রানী সাহা। মামলার তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বলছে, পুনর্বাসন কেন্দ্রে নির্যাতনে মৃত্যু হয়েছিল সুজনের। গত ডিসেম্বরে দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পিবিআই। গঙ্গা রানী সাহার মামলায় আসামি করা হয়েছিল সুজনের ভাই খোকন সাহা ও তাঁর (খোকন) স্ত্রী ঝুমা রানী সাহাসহ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অজ্ঞাত পরিচয় কয়েকজনকে। সেখানে বলা হয়, সুজন মানসিক রোগী ছিলেন। পারিবারিক সম্পত্তি থেকে উচ্ছেদ করতেই তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন আসামিরা। সূত্র: প্রথম আলো

সংকট উত্তরণের বাজেট
দ্রব্যমূল্যের চাপে থাকা মানুষের অস্বস্তি ও অর্থনৈতিক কঠিন চাপের মধ্যে আজ বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের জন্য সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। যার মূল লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করা। জাতীয় সংসদে সরকারের বর্তমান মেয়াদের শেষ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি দেশের ৫২তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৩তম বাজেট। আকারের দিক থেকে এটিই হবে দেশের বৃহত্তম বাজেট। সূত্র: কালের কণ্ঠ

আইএমএফের শর্তের প্রতিফলন থাকবে
সংসদে জাতীয় বাজেট পেশ আজ
দেশের অর্থনীতি বেশ কিছুদিন ধরে চাপের মধ্যে রয়েছে। বাজারে জিনিসপত্রের দাম চড়া। রপ্তানি খাত সংকটে। প্রবাসী আয়ে গতি কম। ডলার সংকটের মধ্যে টাকার দর ধারাবাহিকভাবে কমছে। গত এক বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভে পতন হয়েছে। রাজস্ব আয়ও কাঙ্ক্ষিত পরিমাণ হচ্ছে না। এদিকে সামনে জাতীয় নির্বাচন। রাজনৈতিক সরকারের নির্বাচনী ভাবনা থাকে। অন্যদিকে বাজেটের দিকে সজাগ দৃষ্টি রয়েছে আইএমএফের। আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত পূরণের জন্য সংস্কার পদক্ষেপ নিতে হবে বাজেটে। এসব পদক্ষেপ অনেক ক্ষেত্রে জনপ্রিয় নাও হতে পারে। এমন ধরনের পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা জানাবেন তিনি। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় যেসব পদক্ষেপ ঘোষণা করবেন, তার অনেকগুলো আইএমএফের শর্তের সঙ্গে সম্পর্কিত। সূত্র: সমকাল

বাড়ি ভারতে, জুমা ও ঈদের নামাজ পড়েন বাংলাদেশে

যশোর শহর থেকে পশ্চিমে চৌগাছা উপজেলা সদর ছাড়িয়ে ৪০ কিলোমিটার গেলেই সুখপুকুরিয়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম দৌলতপুর। ভারতের কাঁটাতারের বেড়ার কাছাকাছি রয়েছে এই গ্রামের একটি জনবসতি। ব্রিটিশ আমল থেকেই এখানে এই জনবসতি গড়ে ওঠে। গ্রামের এই অংশটিকে ওপর থেকে দেখলে আসলে একটি পাড়া বলেই মনে হয়। কিন্তু এর মাঝ দিয়ে চলে যাওয়া অদৃশ্য এক সীমানারেখা পাড়াটিকে দুই ভাগ করে রেখেছে। ১৯৪৭ সালে দেশভাগের সময় এই গ্রামেরই বড় একটি অংশ পড়ে বাংলাদেশের দৌলতপুর মৌজায়। আর সাতটি পরিবারের ঘরবাড়ি কেটে চলে যায় ভারতের পশ্চিমবঙ্গের বাগদা থানার মামা-ভাগ্নে মৌজায়। নব্বই দশকে এই সীমান্তে ভারত যখন কাঁটাতারের বেড়া দেয়, ভারতীয় অংশে পড়া সেই সাতটি পরিবার কাঁটাতারের এপাশে থেকে যায়। তাতে ভৌগোলিকভাবে কিছুটা সমস্যার মধ্যে পড়ে যায় ভারতীয় পরিবারগুলো। তবে ধর্ম, ভাষা ও সংস্কৃতির মিল থাকায় তাদের কাছে এখন সে সমস্যা খুব একটা বড় বলে মনে হয় না। তখনকার সেই সাতটি পরিবার বেড়ে এখন ৪০-এ দাঁড়িয়েছে। সূত্র বিডি প্রতিদিন।

Nagad

নির্বাচনী চমক কৌশলী কর ছাড়
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ আর নির্বাচনী তাপের মধ্যেই আজ জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হবে। জাতীয় নির্বাচনের আগে বর্তমান আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের শেষ বাজেট এটি। অনেক যোগ-বিয়োগ কষে বাজেট প্রণয়নের শেষ সময়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেটে নির্বাচনী চমক হিসেবে বড় মাপের ব্যবসায়ীদের খুশি করতে সম্পূর্ণ নতুন পথে হেঁটেছেন। ভর্তুকি নাম দিয়ে বড় অঙ্কের ‘কর ছাড়’ দিয়েছেন। অথচ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে রাজস্ব জাল বিছিয়ে সাধারণ আয়ের মানুষকে আটকে ফেললেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো প্রস্তাবিত বাজেট সারসংক্ষেপ, ভর্তুকির নামে ‘কর ছাড়’কে বৈশি^ক মন্দা মোকাবিলার ঢাল হিসেবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। এ পদক্ষেপের পরোক্ষ প্রভাবে বাজারে পণ্যের দাম কমার গতিরোধ করবে বলেও সরকারপ্রধানকে জানিয়েছেন।তবে অর্থনীতির বিশ্লেষকরা বলেছেন, আগামী অর্থবছরের বাজেটে ছোটদের কর পরিশোধে চেপে ধরলেও কৌশলে বড় মাপের ব্যবসায়ীদের ঠিকই খুশি করলেন অর্থমন্ত্রী। এ পদক্ষেপের ফলে বাজারে জিনিসপত্রের দাম কমায় খুব বেশি প্রভাব পড়বে এমন আশা করা কঠিন। সূত্র: দেশ রুপান্তর

২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ আজ
রাজস্বের লক্ষ্য অর্জনই চ্যালেঞ্জ
মূল দর্শন-২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে নেতিবাচক অবস্থা বিরাজ করছে রাজস্ব আদায়ে। এর মধ্যেই এই খাতে আগামী বাজেটে নির্ধারণ করা হয়েছে মোটা অঙ্কের লক্ষ্যমাত্রা, যা বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা। আইএমএফ-এর শর্ত পূরণ করতে গিয়েই মূলত সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। যদি লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় কম হয়, সেক্ষেত্রে ব্যয় মেটাতে বেড়ে যাবে সরকারের ব্যাংক ঋণ।
এছাড়া আগামী দিনে মূল্যস্ফীতি, বড় অঙ্কের ভর্তুকি ও সুদ পরিশোধ ব্যয় অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করবে। কারণ, আয় কমে যাওয়ায় একধরনের অর্থ সংকটে ভুগছে সরকার।এসব প্রতিকূল অবস্থার মধ্যেই অর্থমন্ত্রী আজ ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পেশ করবেন। আগামী (২০২৩-২৪) অর্থবছরের এই বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৩ হাজার ৯০০ কোটি টাকা। আর ঘাটতি (অনুদানসহ) ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি এবং (অনুদান ছাড়া) ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বেলা ৩টায় বাজেট পেশ করার আগে দিনের প্রথমার্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হবে। এটি হবে বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের পঞ্চম এবং শেষ বাজেট। একই সঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট। সূত্র: যুগান্তর

নির্বাচনের বছরের বাজেট: সহজ হবে না রাজনীতি আর অর্থনীতির হিসাব মেলানো

পহেলা জুনের বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যখন বহুতল সংসদভবনের আলোকোজ্জ্বল সভাকক্ষে দাঁড়িয়ে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন, সেখানে বিএনপির কোনো সংসদ সদস্যের উপস্থিতি দেখবেন না তিনি। গত ডিসেম্বরে বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করেছিলেন। ৩৫০ আইনপ্রণেতার এ সংসদে তাদের অনুপস্থিতি হয়তো বড় কোনো প্রভাবক হয়ে দাঁড়াবে না, নিদেনপক্ষে সংখ্যার হিসেবে তো নয়ই। আদতে, বিএনপির সংসদ সদস্যরা ছেড়ে যাওয়ার পর ওসব শূন্য আসন পূরণ করে ফেলেছেন নতুন সদস্যরা।কিন্তু বিএনপির সাম্প্রতিক বিক্ষোভ সমাবেশ ও আগামী মাসগুলোর জন্য পরিকল্পিত কর্মকাণ্ড এটাই নির্দেশ করে যে, অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনার সংসদীয় আবহের কোনো অস্তিত্ব সংসদের বাইরে নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি সহসা উত্তাল হয়ে উঠেছে। সহিংসতার ভয় দেখিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার প্রতিদ্বন্দ্বী বিএনপি উভয় দলই রাজপথে নিজেদের প্রাধান্য বিস্তারে ব্যস্ত। নির্বাচনের জন্য নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিতর্কের কোনো সমাধানের দেখা নেই — আওয়ামী লীগ এমন সরকার গঠনের দাবি সবসময় প্রত্যাখ্যান করেছে, অন্যদিকে বিএনপি প্রয়োজনে বলপ্রয়োগে ক্ষমতাসীন দলকে সরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পথ সুগম করতে বদ্ধপরিকর। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

৫২ বছরে বাজেট বাড়ছে হাজার গুণ

স্বাধীন বাংলাদেশে তাজউদ্দীন আহমদ ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করে ১৯৭২ সালে যে যাত্রার সূচনা করেছিলেন, সেই পথ ধরে বাংলাদেশের ৫২তম বাজেট নিয়ে আসছেন আ হ ম মুস্তফা কামাল। যার আকার প্রায় পৌনে ৮ লাখ কোটি টাকা।৭ লাখ ৬২ হাজার কোটি টাকার নতুন বাজেট প্রস্তাব বিবেচনায় নিলে ৫২ বছরে বাংলাদেশের সরকারি ব্যয়ের ফর্দ বাড়ছে প্রায় ১ হাজার গুণ। জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের এই বাজেট প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল; তা পাস হবে ঈদের ছুটির আগে। ১ জুলাই শুরু হচ্ছে নতুন অর্থবছর। এবারের বাজেটের শিরোনাম ‘উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’। এতে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ করার কথা তুলে ধরবেন অর্থমন্ত্রী। চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটের শিরোনাম ছিল ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’।এবারের বাজেট হবে দেশের ৫২তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৪তম বাজেট। আকারের দিক থেকে এটিই হবে দেশের বৃহত্তম বাজেট। সর্বশেষ বাজেটের তুলনায় এর আকার হবে ১২ দশমিক ৩৫ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের এই বাজেট নিয়ে অর্থমন্ত্রী মুস্তফা কামাল সংসদে পঞ্চম বাজেট উপস্থাপন করবেন। সর্বশেষ ২০২২ সালের ৯ জুন তিনি ৩০ জুন শেষ হতে যাওয়া চলতি ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন করেছিলেন। মুস্তফা কামাল ২০১৯ সালের ১৩ জুন তার প্রথম বাজেট (২০১৯-২০ অর্থবছর) উপস্থাপন করেছিলেন। ২০২০ সালের ১১ জুন উপস্থাপন করেন দ্বিতীয় বাজেট। ২০২১ সালের ৩ জুন উপস্থাপন করেন তৃতীয় বাজেট। গত বছরের ৯ জুন উপস্থাপন করেন তার চতুর্থ বাজেট। বৃহস্পতিবার দিতে যাচ্ছেন তার পঞ্চম বাজেট। সূত্র: দৈনিক বাংলা।

ড. মুহাম্মদ ইউনূসকে ১২ কোটি টাকা কর দিতে হবে- হাইকোর্ট

বাংলাদেশের হাইকোর্ট আদেশ দিয়েছে যে ড. মুহাম্মদ ইউনূসকে ১২ কোটি টাকার বেশি আয়কর দিতে হবে। দান করা টাকার বিপরীতে আয়কর দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড ড. মুহাম্মদ ইউনূসকে নোটিশ দিয়েছিল। সেটিকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। অধ্যাপক ইউনূসের দায়ের করা আবেদন খারিজ করে বুধবার হাইকোর্ট এই আদেশ দিয়েছে।বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।এর আগে, গত ২৩শে মে এনবিআরের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূসের করা তিনটি আয়কর রেফারেন্স মামলার শুনানি শেষ হয়।রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর ড. ইউনূসের পক্ষে শুনানি করেন মোস্তাফিজুর রহমান খান।মামলার নথি থেকে জানা যায়, ড. ইউনূস ২০১১-১২ করবর্ষে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ট্রাস্ট, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট ও ইউনূস সেন্টারে মোট ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দান করেন। একইভাবে ২০১২-১৩ করবর্ষে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ট্রাস্টে দান করেন আট কোটি ১৫ লাখ টাকা। সূত্র: বিবিসি বাংলা।

বন্ধুর পথ সামনে রেখে ‘স্মার্ট বাংলাদেশে’ যাওয়ার বাজেট নিয়ে আসছেন মুস্তফা কামাল

আয়ের চেয়ে বেশি ব্যয়ের হিসাব মেলানো সবসময়ই জটিল; বাজেট এলে বাংলাদেশের অর্থমন্ত্রীকে বরাবরই এ কাজটি করতে হয়। বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অঙ্ক মেলানোর এ গুরু দায়িত্ব সামলাচ্ছেন পঞ্চমবার। প্রথমবার ‘সমৃদ্ধির সোপান’ থেকে স্বপ্নযাত্রা শুরুর কথা বলতে পারলেও পরের চারবারই তিনি বিশেষ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন; কাঁটা সরিয়ে তাকে এগোতে হয়েছে, এবারও তাই।কোভিড মহামারীতে পিষ্ট হওয়ার পর পুনরুদ্ধারকালীন সময়েই যুদ্ধের হানায় বৈশ্বিক অর্থনীতি পিছলে পড়ে; সেই তিক্ত অভিজ্ঞতা থেকে বাদ যাননি কামালও। ব্যবসা থেকে রাজনীতিতে আসা অর্থমন্ত্রী কামালের পঞ্চম বাজেট দেওয়ার প্রেক্ষাপট যে কারণে মসৃণ নয়। অনেক চ্যালেঞ্জ হাজির হয়েছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আগে; সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি রয়েছে আইএমএফের শর্ত পূরণ ও নির্বাচনকালীন রাজনৈতিক প্রত্যাশা মেটানোর চাপ।
বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট নিয়ে হাজির হওয়ার আগে এগুলোর মধ্যে তাকে সবার আগে ভাবতে হয়েছে মূল্যস্ফীতির উচ্চ হার নিয়ে। পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে জেরবার জনজীবনে স্বস্তি আনার কৌশল ঠিক করতে হয়েছে। সূত্র: বিডি নিউজ