তাইওয়ানের আকাশে ৬ ঘণ্টায় ৩৭ চীনা যুদ্ধবিমান
তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে আবারও বড় ধরনের অনুপ্রবেশ করলো চীন। প্রায় ৬ ঘণ্টার মধ্যে ৩৭টি চীনা যুদ্ধবিমান ভূখণ্ডটির আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে।
বৃহস্পতিবার (০৮ জুন) বার্তাসংস্থা এএফপি’র বরাত দিয়ে সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (০৭ জুন) ভোর ৫টা থেকে পর্যবেক্ষণ করে নিজেদের আকাশ প্রতিরক্ষা সীমায় ৩৭টি চীনা যুদ্ধবিমান চিহ্নিত করতে পেরেছে। এর মধ্যে জে-১১, জে-১৬ যুদ্ধবিমানসহ পারমাণবিক ক্ষমতা সম্পন্ন এইচ-৬ বোমারু বিমান ছিলো।
বিষয়টির নজরদারির জন্য বিমান ও জাহাজ পাঠানোর পাশাপাশি ভূমি-ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করেছিল তাইওয়ান। এই অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি থেকে এমন তথ্য পাওয়া যায়।
তবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
সারাদিন/০৮ জুন/এমবি