আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
নির্বাচনী বছরে সুবিধা নিতে তৎপর ব্যাংকমালিকেরা
ব্যাংকমালিকদের চাপে এক পরিবার থেকে ৪ জন এবং টানা ৯ বছর পরিচালক থাকার সুযোগ দিয়ে আইন সংশোধন হয় ২০১৮ সালে, নির্বাচনের আগে।ব্যাংকের পরিচালক পদের মেয়াদ আরও তিন বছর বাড়িয়ে নিতে নতুন করে তোড়জোড় শুরু করেছেন প্রভাবশালী ব্যাংকমালিকেরা। তাঁরা ইতিমধ্যে সরকারের উচ্চপর্যায়ে পরিচালক পদের মেয়াদ ৯ বছর থেকে ১২ বছর করার জন্য প্রস্তাব জমা দিয়েছেন। এর আগে ২০১৮ সালের নির্বাচনের আগে সরকার পরিচালক পদের মেয়াদ ৬ বছর থেকে ৯ বছর করে। পাশাপাশি একই পরিবার থেকে দুজনের পরিবর্তে চারজনকে পরিচালক করার বিধান যুক্ত করে। ২০১৮ সালে তাঁদের চাপে শুধু এই উদ্দেশ্যেই ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হয়েছিল। এবারও নির্বাচনের আগে ব্যাংক কোম্পানি আইনে সংশোধনী হচ্ছে। এবারও তাঁরা নানাভাবে সুবিধা আদায়ের চেষ্টা করছেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত বৃহস্পতিবার ‘ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল-২০২৩’ সংসদে উপস্থাপন করেন। সাত দিনের মধ্যে এই বিল পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্থায়ী কমিটি বিলটি পর্যালোচনা করছে। সূত্র: প্রথম আলো


অভিযোগ আমলে নিচ্ছেন না অনমনীয় ট্রাম্প
ক্ষমতা ছাড়ার পরও রাষ্ট্রীয় গোপন নথি রাখাসংক্রান্ত ৩৭টি অভিযোগে অভিযুক্ত হওয়ার পরদিনই জনসমক্ষে এসে অনমনীয় মনোভাব দেখিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার নিজ দল রিপাবলিকান পার্টির জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সম্মেলনে যাবতীয় অভিযোগ নাকচ করে দেন তিনি। এ সময় দেশের বিচারব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত বলেও আখ্যা দেন ট্রাম্প।আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা থেকে দূরে সরাতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে ফেডারেল মামলা দেওয়া হচ্ছে বলে দাবি করেন ট্রাম্প।এরই মধ্যে আরো কয়েকজন নেতার পাশাপাশি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। রিপাবলিকান পার্টির নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের কনভেনশনে ট্রাম্পকে দেখে মনে হয়নি তিনি গুরুতর আইনি চাপে আছেন। মঞ্চে হেঁটে আসার সময় সাবেক প্রেসিডেন্টকে দাঁড়িয়ে স্বাগত জানান তাঁর শত শত সমর্থক। সূত্র; কালের কণ্ঠ
ড্রোন সরবরাহ নিয়ে ইরানকে সতর্ক করেছে ফ্রান্স
ইউক্রেন ভূখণ্ডে যুদ্ধরত রাশিয়াকে ড্রোন সরবরাহের পরিণতির বিষয়ে ইরানকে সতর্ক করেছে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সম্প্রতি এক টেলিফোন কথোপকথনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। আলাপকালে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়াকে তাৎক্ষণিকভাবে সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন বলছে, রাশিয়ায় ইরানের তৈরি ড্রোন সরবরাহ জাতিসংঘের ২০১৫ সালের চুক্তি লঙ্ঘন। সূত্র: বনিক বার্তা ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
হুমকি মোকাবিলায় ব্যাপক মহড়ার প্রস্তুতি ন্যাটোর
ইউরোপের ইতিহাসে সবচেয়ে বড় বিমান প্রতিরক্ষা মহড়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো।ইউক্রেনে যুদ্ধ চলা অবস্থায় রাশিয়াকে সামরিক শক্তি প্রদর্শন করতেই আজ সোমবার থেকে এই মহড়া শুরু হচ্ছে। খবর সিএনএনের। মহড়ায় অংশ নিতে বিমানবাহিনীর ১০ হাজার সদস্য জার্মানিতে সমবেত হয়েছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত মহড়া অনুষ্ঠিত হবে। এতে ২৫টি দেশের ২৫০টি বিমান অংশ নিচ্ছে। দুই হাজার এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য ও ১০০টি বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।জার্মানিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অ্যামি গুটম্যান বার্লিনে সাংবাদিকদের বলেছেন, ন্যাটোতে আমাদের মিত্র বাহিনীর তৎপরতা বাড়ানো এবং মস্কোর প্রতিক্রিয়ার অংশ হিসেবে মহড়ার প্রস্তুতি চলছে। সূত্র: সমকাল
বিচারব্যবস্থা বাইডেনের হাতিয়ার
মামলার পর প্রথম জনসভায় ট্রাম্প
দেশের প্রতিরক্ষাসংক্রান্ত গোপন নথি চুরি করার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তবে তাতে দমতে রাজি নন তিনি। তার বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগ তুলে এবার দেশের বিচারব্যবস্থাকেই দুর্নীতিগ্রস্ত বলে তোপ দাগলেন ট্রাম্প। তার আক্রমণের লক্ষ্য থেকে বাদ যাননি প্রেসিডেন্ট জো বাইডেনও। বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, বিচারব্যবস্থাকে হাতিয়ার করে তাকে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রাখার অপরাধে অভিযুক্ত হওয়ার পর শনিবার প্রথমবারের মতো জনসমক্ষে এসে সমর্থকদের সামনে এভাবেই নিজের ক্ষোভ উগরে দেন ট্রাম্প। এএফপি, রয়টার্স, সিএনএন।এদিন জর্জিয়া এবং নর্থ ক্যারোলিনা প্রদেশে রিপাবলিকানদের জনসভায় বক্তব্য রাখেন ট্রাম্প। জনসভা থেকে বিচারব্যবস্থা এবং বাইডেন প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে। যেভাবে দেশের বিচারব্যবস্থাকে আমার বিরুদ্ধে হাতিয়ার করা হচ্ছে, তা দেশের ইতিহাসে ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত নজির।’ সমর্থকদের একজোট থাকার বার্তা দিয়ে ট্রাম্প বলেন, ‘আপনাদের মাথায় রাখতে হবে যে, আপনারা কিছু পাগলের সঙ্গে লড়াই করছেন।’ কেন তাকে তথ্য চুরির মামলায় অভিযুক্ত করা হচ্ছে, তারও কারণ ব্যাখ্যা করেছেন ট্রাম্প। তার মতে, ২০২৪-এর প্রেসিডেন্ট নির্বাচনে তিনি লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন বলেই তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হচ্ছে। তার জনপ্রিয়তা বাইডেনের তুলনায় ছাপিয়ে গেছে বলেও দাবি করেছেন ট্রাম্প। দেশের গোপন তথ্য চুরির দায়ে অভিযুক্ত হওয়ার পর রিপাবলিকান দলের সতীর্থদেরও পাশে পেয়েছেন তিনি। সূত্র: যুগান্তর
নিশ্চিত করলেন জেলেনস্কি
ইউক্রেন পাল্টা অভিযান শুরু করেছে
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত ‘কাউন্টার অফেন্সিভ’ বা পাল্টা অভিযান শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ‘পাল্টা আক্রমণ ও প্রতিরক্ষামূলক কর্মকান্ড চলছে,’ শনিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি।কয়েক দিন আগেই মার্কিন দুই গণমাধ্যম ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ভিতরকার সূত্রের বরাত দিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে কিয়েভের পাল্টা আক্রমণ শুরু হয়েছে বলে জানিয়েছিল। সে সময় ইউক্রেন আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করেছিল। পাল্টা আক্রমণ শুরুর কথা জানালেও সেটি এখন কোন পর্যায়ে আছে জেলেনস্কি তার বিস্তারিত বলতে রাজি হননি। ইউক্রেনের দক্ষিণে ও পূর্বে যুদ্ধের তীব্রতা বাড়ার পর প্রেসিডেন্টের এই মন্তব্য এলো। তবে এ দফার লড়াইয়ে এখন পর্যন্ত দুই পক্ষের কারওই বড় কোনো সফলতার খবর মেলেনি। ইউক্রেনীয় সৈন্যরা পূর্বে বাখমুতের কাছে ও দক্ষিণে জাপোরিঝঝিয়ার কাছে অগ্রসর হয়েছে বলে জানা গেছে এবং রুশ লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলা চালিয়েছে। সূত্র: বিডি প্রতিদিন ।
গুজরাট ও করাচিতে আছড়ে পড়তে পারে ‘বিপর্যয়’
আরব সাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) রোববার এ কথা জানায়। আইএমডি জানায়, ঘূর্ণিঝড়টি আগামী বৃহস্পতিবার ভারতের গুজরাট এবং পাকিস্তানের করাচির মাঝামাঝি আছড়ে পড়তে পারে।ভারতের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, গুজরাটের সৌরাষ্ট্র-কচ্ছ উপকূলে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। এ ছাড়া ঘূর্ণিঝড় ‘বিপর্যয়ের’ কারণে পাকিস্তানের করাচি পোর্ট ট্রাস্টে (কেপিটি) ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। ভারতে গুজরাটের পাশাপাশি কেরালা, কর্ণাটক ও লাক্ষাদ্বীপেও জেলেদের মাছ ধরতে সাগরে যেতে নিষেধ করা হয়েছে। গুজরাটের জনপ্রিয় সৈকত তিথল পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। সূত্র; দৈনিক বাংলা।
বিয়ের বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ২৫
অস্ট্রেলিয়ায় বিয়ের অতিথি বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ১০ জন নিহতের ঘটনা ঘটেছে এবং আরও ২৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।তিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার রাত সাড়ে এগারোটায় সিডনি থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ওয়েইন অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে।পুলিশের ধারণা, চার্টার্ড বাসটি একটি বিবাহের সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিদের নিয়ে তাদের বাসস্থানে যাচ্ছিল। সে সময় নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালির গ্রেটার কাছে ওয়াইন কাউন্টি ড্রাইভে বাসটি উল্টে যায়।নিউ সাউথ ওয়েলস পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ট্রেসি চ্যাপম্যান জানান, “দুর্ঘটনার পর ৫৮ বছর বয়সী বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এই দুর্ঘটনার জন্য অভিযুক্ত করা হতে পারে।“ সূত্র: দেশ রুপান্তর
এফবিআই এবং মার্কিন আইন দপ্তরকে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিলেন ট্রাম্প
জাতীয় নিরাপত্তা সংক্রান্ত রাষ্ট্রীয় গোপন নথিপত্র অনুমোদন ছাড়াই ফ্লোরিডায় তার বাড়িতে নিয়ে অরক্ষিত স্থানে ফেলে রাখার জন্য তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার পর শনিবার দুটো নির্বাচনী সভায় মার্কিন বিচার দপ্তরকে কঠোর ভাষায় গালমন্দ করেছেন ডোনাল্ড ট্রাম্প । শুক্রবার দায়ের করা ৩৭ দফা অভিযোগ-নামার মোদ্দা কথা হলো –স্পর্শকাতর বিভিন্ন সরকারি নথি নিয়ে হেলাফেলা করে তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছেন, এবং এ ঘটনার তদন্তে তিনি বাধা দিয়েছেন।তবে মি. ট্রাম্প বলেন, তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ নিতান্তই ‘হাস্যকর’ এবং ‘ভিত্তিহীন’।মার্কিন বিচার দপ্তর এবং কেন্দ্রীয় দপ্তরকে কঠোর ভাষায় আক্রমণ করেন মি ট্রাম্প।তিনি বলেন, “দুর্নীতিগ্রস্ত” এফবিআই ও বিচার দপ্তরের এসব অভিযোগ “নির্বাচনে হস্তক্ষেপের” সামিল। সূত্র: বিবিসি বাংলা
২৮৬টি পণ্য আমদানিতে বিধিনিষেধ তুলে নিল শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা ২৮৬টি পণ্য আমদানিতে বিধিনিষেধ তুলে নিয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে অর্থনৈতিক সঙ্কটে ভোগা দক্ষিণ এশিয়ার দেশটি যে ঘুরে দাঁড়ানো শুরু করেছে, এই বিধিনিষেধ তুলে নেওয়াকে তার তরতাজা চিহ্ন বলছে বার্তা সংস্থা রয়টার্স।বিদেশি মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় গত বছর ভারতের দক্ষিণ উপকূলে অবস্থিত এই দ্বীপদেশটি ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে নিমজ্জিত হয়েছিল।বাধ্য হয়ে দেশটির সরকারকে তখন সামুদ্রিক খাবার, ইলেকট্রনিক্স, বাদ্যযন্ত্রসহ তিন হাজার ২০০টির বেশি পণ্যে আমদানি বিধিনিষেধ আরোপ করতে হয়েছিল।তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ২৯০ কোটি ডলারের বেইলআউট পাওয়ার পর গত ৯ মাসে শ্রীলঙ্কার পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে, আকাশছোঁয়া মূল্যস্ফীতি অনেকটাই সহনীয় হয়েছে, একটু একটু করে শক্তিশালী হচ্ছে বিদেশি মুদ্রার রিজার্ভও। সূত্র; বিডি নিউজ