আলাস্কায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

ছবি- সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ। স্থানীয় সময় রোববার (১৬ জুলাই) ভোরে দেশটির আলাস্কা উপদ্বীপ অঞ্চলে শক্তিশালী ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ নিয়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। অবশ্য প্রাথমিকভাবে এই কম্পনের মাত্রা ৭ দশমিক ৪ বলে জানানো হয়েছিল।

রোববার (১৬ জুলাই) লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘রয়টার্স’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোরে আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করে।

ওই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৩২.৬ কিলোমিটার (২০.৩ মাইল) গভীরতায় আঘাত হেনেছে বলেও জানিয়েছে ইউএসজিএস। যদিও প্রাথমিকভাবে ভূমিকম্পের গভীরতা ৯.৩ কিলোমিটার বলে জানানো হয়েছিল।

আলাস্কার ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, আলাস্কা উপদ্বীপ, আলিউটিয়ান দ্বীপ এবং কুক ইনলেটে অঞ্চলজুড়ে কম্পন অনুভূত হয়েছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সারাদিন/১৬ জুলাই/এমবি 

Nagad