চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

চট্টগ্রাম সংবাদদাতাচট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

Saradin.news

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ৭৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

রোববার (১৬ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও ৭৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৩৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৭৭ জন দাঁড়িয়েছে। এদের ৮০৭ জন সরকারি হাসপাতালে এবং ৫৭০ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে ৩৫৬ জন হাসপাতালে ভর্তি আছেন। আর সুস্থ হয়ে ১ হাজর ২১ জন বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। এরমধ্যে পটিয়ার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের আবদুল মান্নান (৪৫) শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। অন্যদিকে, শনিবার দিনগত রাতে নগরীর পার্কভিউ হাসপাতালে মোহাম্মদ আলমগীর (৩০) নামের আরেক যুবকের মৃত্যু হয়েছে। তাকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সারাদিন/১৬ জুলাই/এমবি 

Nagad