ক্রিমিয়া সেতুতে আবারও বড় বিস্ফোরণ, দম্পতি নিহত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৩

ছবি- সংগৃহীত

রাশিয়ার ‘ক্রিমিয়া সেতুতে’ আবারও বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করা ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়ার যোগাযোগের মাধ্যম এই সেতুটি।

সোমবার (১৭ জুলাই) ভোর ৩টার দিকে ক্রিমিয়া সেতুটিতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে।

ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, বিস্ফোরণে পর সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলগ্রেডের গভর্নর বলেন, ক্রিমিয়া সেতুতে এক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। তাদের কন্যাও আহত হয়েছেন।

রাশিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১৭ জুলাই) ভোর ৩টা ৪ মিনিট এবং ৩টা ২০ মিনিটের দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর সত্যতা জানতে রুশ গভর্নরের সাথে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে সিএনএন।

সারাদিন/১৭ জুলাই/এমবি 

Nagad