কিয়েভে ও ওডেসা বন্দরে রাশিয়ার ভয়াবহ হামলা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৩

ছবি- সংগৃহীত

ইউক্রেনের ওডেসা বন্দর ও রাজধানী শহর কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। বুধবার (১৯ জুলাই) ইউক্রেনীয় কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন। তবে রাশিয়ার এই হামলায় ক্ষয়-ক্ষতির বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ইউক্রেনের ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেন, “ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করতে নিযুক্ত ছিল। একই সাথে তিনি ওই বন্দর নগরীর বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন।”

রুশপন্থী ব্লগাররা বলছেন, ওডেসা বন্দরে ব্যাপক হামলা করেছে রাশিয়ান সেনারা। তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায়।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা কৃষ্ণ সাগর থেকে রাশিয়ান কালিব্র ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছেন।

ইউক্রেনের রাজধানী শহরেও ব্যাপক রুশ হামলা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী কিয়েভের কাছে বিস্ফোরণ ও ধোঁয়া উঠার কথা জানিয়েছেন।

Nagad

সারাদিন/১৯ জুলাই/এমবি