মিয়ানমারে চেকপয়েন্টে বোমা বিস্ফোরণে নিহত ১, আহত ১২

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

ছবি- সংগৃহীত

মিয়ানমারে একটি চেকপয়েন্টে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ সময় আরও ১২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৩১ জুলাই) সকালে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে একটি গাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

মিয়ানমারের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

দেশটির কারেন রাজ্য প্রশাসন কাউন্সিলের সরকারি এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, স্থানীয় সময় সোমবার সকাল ৬ টা ৫০ মিনিট নাগাদ থানলউইন ব্রিজ চেকপয়েন্টের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে যাত্রী ও নিরাপত্তা বাহিনীর সদস্য আছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এরপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজন নিহত হয়।

তবে এই হামলা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। চেকপয়েন্টটি কঠোর নিরাপত্তার জন্য পরিচিত। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

সারাদিন/৩১ জুলাই/এমবি 

Nagad