আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২৩

ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন এখনো ‘নিরপেক্ষ’: বেইজিং

ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন এখনো ‘নিরপেক্ষ’ অবস্থানে রয়েছে বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে আশ্বস্ত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গতকাল সোমবার এক ফোনকলে এ কথা বলেন তিনি। এর এক দিন আগেই ইউক্রেন যুদ্ধ থামাতে সৌদি আরবে এক আলোচনায় অংশ নিয়েছিল চীন। ওই আলোচনায় কিয়েভের প্রতিনিধিরা থাকলেও ছিল না কোনো রুশ প্রতিনিধি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়া ও চীনকে ‘বিশ্বাস ও নির্ভর করা যায়’—এমন ভালো বন্ধু ও অংশীদার হিসেবে উল্লেখ করেন ওয়াং ই। লাভরভকে তিনি বলেন, ‘ইউক্রেন–সংকটের ক্ষেত্রে চীন নিজেদের স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান ধরে রাখবে, বস্তুনিষ্ঠ ও ন্যায়সংগত কথা বলবে, শান্তি আলোচনাকে এগিয়ে নিতে সক্রিয়ভাবে কাজ করতে এবং যেকোনো আন্তর্জাতিক বহুপক্ষীয় আয়োজনে এর রাজনৈতিক সমাধান বের করতে লেগে থাকবে।’ এ সময় রাজনৈতিকভাবে ইউক্রেন–সংকট সমাধানের জন্য গঠনমূলক ভূমিকা রাখায় চীনের প্রশংসা করেন লাভরভ। সূত্র: প্রথম আলো

তোশাখানা মামলায় কারাদণ্ড
হাইকোর্টে ইমরানের আপিল
তোশাখানা মামলায় কারাদণ্ডাদেশের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে পিটিশন দাখিল জমা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল মঙ্গলবার আইনজীবীরা তাঁর পক্ষে আপিলটি দাখিল করেন। উল্লেখ্য, এই মামলায় তিনি তিন বছরের কারাদণ্ড পেয়েছেন। ইমরান খান বর্তমানে শতাব্দীর প্রাচীন কারাগারের একটি ছোট কক্ষে দিন-রাত পার করছেন।পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান। এরপর তিনি দুই শতাধিক মামলার আসামি হন। সর্বশেষ তোশাখানা মামলায় গত শনিবার সাজা পাওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়। সূত্র: কালের কণ্ঠ

অনাস্থা বিতর্কে রাহুল-মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে লোকসভায় বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক চলছে। কংগ্রেস পার্টির এমপি গৌরব গগৈ এ বিতর্কের সূচনা করেন। বিরোধী দলগুলোর পক্ষ থেকে তিনিই ২৬ জুলাই প্রস্তাবটি এনেছিলেন। প্রথমে ঠিক ছিল, বিরোধীদের পক্ষে রাহুল গান্ধী অনাস্থা বিতর্ক শুরু করবেন কিন্তু শেষ মুহূর্তে কৌশল বদল করে বিরোধীরা। রাহুল গান্ধী গতকাল বলেননি। আগামীকাল বলবেন প্রধানমন্ত্রী মোদি। সেদিন রাহুল বলতে পারেন। তবে ভারতের পার্লামেন্টে ক্ষমতাসীন বিজেপি ও এর মিত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এ ভোটাভুটিতে মোদি সরকার হারবে না বলেই ধরে নেওয়া যায়। কিন্তু বিরোধী নেতারা বলছেন, এ বিতর্ক মণিপুর রাজ্যে চলমান জাতিগত দাঙ্গা নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে মুখ খুলতে বাধ্য করবে। গতকাল লোকসভায় নির্ধারিত সময়ই শুরু হয়েছিল অনাস্থা প্রস্তাব বিতর্ক। অনাস্থা প্রস্তাবের আগের দিনই রাহুল গান্ধী সংসদে ফিরে আসেন। এর আগে বিজেপি সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী বলেছিলেন, শেষ বলে তিনি ছক্কা মারবেন। অনাস্থা বিতর্কের জবাব দেবেন প্রধানমন্ত্রী। সেখানেই বিরোধীদের যুক্তি উড়িয়ে পাল্টা আক্রমণ করবেন তিনি। আর অনাস্থা বিতর্ক থেকে এভাবেই রাজনৈতিক লাভ তুলবে বিজেপি। সূত্র জানাচ্ছে, সেজন্যই রাহুলকে প্রথম দিনের জন্য রাখতে চাননি কংগ্রেস নেতারা। তারা চান, রাহুলও বৃহস্পতিবার বলুন। তাহলে মোদি বনাম রাহুল দ্বৈরথ দেখা যাবে। সূত্র: বিডি প্রতিদিন ্

‘পৃথিবীর ফুসফুস’ আমাজন রক্ষায় ৮ দেশের জোট

Nagad

‘পৃথিবীর ফুসফুস’খ্যাত বিশ্বের সর্ববৃহৎ বনাঞ্চল আমাজনকে রক্ষা করতে দক্ষিণ আমেরিকান আটটি দেশ একটি জোট চালু করতে সম্মত হয়েছে। ব্রাজিলে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, সুরিনাম ও ভেনিজুয়েলা আমাজন রক্ষার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। খবর- আল-জাজিরা-এককভাবে বিশ্বের সবচেয়ে বড় এই রেইন ফরেস্টকে (ঘনবর্ষণ বনভূমি) ধ্বংসের এমন পর্যায়ে যাওয়া ঠেকাতে দেশগুলোর নেতারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, যে পর্যায় থেকে ‘ফেরার কোনো পথ থাকে না’। সূত্র; সমকাল

ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দেশটির রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই চেয়ারম্যানকে অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।গত ৫ আগস্ট পাকিস্তানের বহুল আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় পিটিআই প্রধান ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের জজ হুমায়ুন দিলাওয়ার। আদালতে রায় ঘোষণার ২৯ মিনিটের মধ্যে গ্রেফতার করা হয় দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে।কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ রুপি জরিমানা করা হয়েছে পিটিআই চেয়ারম্যানকে। বর্তমানে ইমরান খান পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের অ্যাটক কারাগারের নির্জন কক্ষে বন্দী আছেন। সূত্র; যুগান্তর

দাঙ্গার অজুহাতে জাতিগত নিধন!

ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ হরিয়ানায় উগ্র হিন্দুত্ববাদী ব্যক্তিদের ভিডিওবার্তা থেকে সাম্প্রদায়িক উত্তেজনা এবং এর জেরে শুরু হওয়া দাঙ্গায় রণক্ষেত্র হয়ে ওঠে দিল্লির কাছের নুহ, গুরুগ্রাম, বাদশাপুর এলাকা। সেই দাঙ্গার জের ধরে হরিয়ানায় দরিদ্র মুসলিমদের ঝুপড়ি ঘর থেকে শুরু করে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযান শুরু করে হরিয়ানার রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা মনোহর লাল খাট্টারের সরকার। সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, এখন পর্যন্ত নুহ জেলার ৩শ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যেগুলোর বেশিরভাগই মুসলিমদের। শুধু তা-ই নয়, স্থানীয় একজন আইনজীবী আলজাজিরাকে বলেছেন, সহিংসতায় জড়িত থাকার অভিযোগে নুহ জেলায় পুলিশ দেড়শ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে; যাদের প্রায় সবাই মুসলিম।
স্বাভাবিকভাবে প্রশ্ন জাগছে এ ধরনের বাছবিচারহীন গণ-উচ্ছেদ, গ্রেপ্তার বিশেষ কোনো ধর্মের-জাতির প্রতি বিদ্বেষসূচক দমন বা নিধনযজ্ঞ কি না। চলমান পরিস্থিতিতে এ প্রশ্নের মুখে সরকারি অভিযানের সময় ‘জাতিগত নিধনের চর্চা’ হয়েছে কি না তা জানতে চেয়ে রুল জারি করেছে ভারতের আদালত। একই সঙ্গে অভিযান আগামী চার দিনের জন্য বন্ধ রাখার আদেশ দিয়েছে আদালত।সোমবার পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্ট ওই আদেশ জারি করেছে। পাশাপাশি এই বিষয়ে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে তদন্ত প্রতিবেদন আদালতের কাছে উপস্থাপন করতে বলা হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্ট বলেছে, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যার আড়ালে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বাড়িঘর ধ্বংস এবং রাষ্ট্র কর্র্তৃক জাতিগত নির্মূল অভিযানের অনুশীলন চালানো হচ্ছে কি না তা নিয়েও প্রশ্ন উঠেছে।’ বিচারপতি জিএস সন্ধাওয়ালিয়া ও বিচারপতি হারপ্রীত কৌর জিওয়ানের বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয়েছে, রাজ্য কর্র্তৃপক্ষ ‘আইনি প্রক্রিয়া অনুসরণ না করে’ বা সম্পত্তির মালিকদের কোনো আগাম নোটিস না দিয়েই ওই অভিযান পরিচালনা করেছে। সূত্র: দেশরুপান্তর

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮

ইউক্রেনের পোকরোভস্ক শহরে রাশিয়ার ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচ বেসামরিকসহ আটজন নিহত ও ৩১ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ওই অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেঙ্কো এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় সোমবার রাতে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার ৪০ মিনিট পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। খবর রয়টার্সের।ইউক্রেনের কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে সামরিক বাহিনীর এক সদস্য এবং দুই উদ্ধারকর্মী রয়েছেন। আহতদের মধ্যে নয়জন পুলিশ ও এক সেনাসদস্য থাকলেও অধিকাংশই বেসামরিক। তাদের মধ্যে স্থানীয় সিটি কাউন্সিলের এক সদস্যও রয়েছেন।প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা রয়টার্সের এক ক্যামেরাম্যানকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে জরুরি বিভাগের কয়েকজন কর্মী হতাহত হন। সূত্র; দৈনিক বাংলা।

খুনের দায়ে থাইল্যান্ডে স্প্যানিশ অভিনেতার ছেলে গ্রেপ্তার

স্পেনের বিখ্যাত অভিনেতা রোডলফো সানচো অ্যাগুয়েরের ছেলে ড্যানিয়েল স্যানচো ব্রনচালোকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডের পুলিশ। ২৯ বছর বয়সী ব্রনচালোর বিরুদ্ধে অভিযোগ, তিনি ৪৪ বছর বয়সী এক কলম্বিয়ান চিকিৎসককে খুন করেছেন। শুধু তাই নয়, খুন করার পর চিকিৎসক অ্যারিয়েল ওর্তেগার মরদেহটি টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে লুকিয়ে রাখেন। সূত্র: আজকের পত্রিকা।

মিয়ানমারে ‘গণহত্যা ও যুদ্ধাপরাধ’ বেড়েছে: জাতিসংঘ

জাতিসংঘের তদন্তকারীরা বলছেন, মিয়ানমারের সামরিক বাহিনী আরও ঘন ঘন এবং আরও নির্লজ্জভাবে সে দেশে যুদ্ধাপরাধ ঘটাচ্ছে, যার মধ্যে রয়েছে গণহত্যা এবং বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে বোমাবর্ষণ। এক বার্ষিক প্রতিবেদনে জাতিসংঘ তদন্তকারীরা মিয়ানমারের সামরিক জান্তার এই দাবি প্রত্যাখ্যান করেছেন যে তারা শুধুমাত্র সশস্ত্র বিরোধী দলগুলিকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।মিয়ানমার সরকারের বিরুদ্ধে সম্ভাব্য বিচারে ব্যবহারের জন্য যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের প্রমাণ সংগ্রহ করতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ২০১৮ সালে আইআইএমএম নামের ঐ স্বাধীন তদন্ত কমিটি তৈরি করেছিল।তাদের প্রতিবেদনে বলা হয়েছে, পুরো গ্রাম পুড়িয়ে ফেলা, বেসামরিক বাড়িঘরের ওপর ইচ্ছাকৃতভাবে বোমা হামলা এবং বেসামরিক ও আটক যোদ্ধাদের গণহত্যা চালানো হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা।

পর্তুগালে দাবানল নেভাতে লড়ছে দমকলকর্মীরা, আহত ৯
বাড়তে থাকা তাপমাত্রার মধ্যে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে হাজার হাজার হেক্টর এলাকাজুড়ে।

পর্তুগালে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নেভাতে রীতিমত লড়াই করে যাচ্ছে দমকলকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছে অন্তত ৯ জন।বাড়তে থাকা তাপমাত্রার মধ্যে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে হাজার হাজার হেক্টর এলাকাজুড়ে।
সোমবার দক্ষিণাঞ্চলীয় ওদেমিরা শহরের কাছে দাবানল নেভাতে রাতভর লড়ে গেছে প্রায় ৮০০ অগ্নিনির্বাপণ কর্মকর্তা। সরিয়ে নেওয়া হচ্ছে ১৪শ’রও বেশি মানুষকে। পর্তুগালের সান্তারিম শহরে সোমবার তাপমাত্রা ছিল ৪৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা এবছর এখন পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে বেশি তাপমাত্রা।শনিবার ওদেমিরার কাছে শুরু হয় দাবানল। দমকা বাতাসে আগুন ছড়িয়ে পড়ে দক্ষিণে পর্তুগালের প্রধান পার্বত্য পর্যটন অঞ্চল অ্যালগ্রেভে।আগুনে এরই মধ্যে পুড়ে গেছে ৬ হাজার ৭০০ হেক্টর জমি। শহরের মেয়র বলেছেন, “পরিস্থিতি গুরুতর, জটিল এবং কঠিন।”বিবিসি জানায়, দেশের কেন্দ্রস্থলে আরও কয়েক জায়গায় আগুনের কারণে যান চলাচলের কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে। দুটি এলাকায় দমকলকর্মীদের সহায়তায় আগুন নেভানোর জন্য পানি ঢালতে ১৬ টি বিমান মোতায়েন করা হয়েছে। সূত্র: বিডি নিউজ