আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১০, ২০২৩

ইকুয়েডরে প্রচারে গিয়ে প্রেসিডেন্ট প্রার্থী গুলিতে নিহত

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় দেশটির কুইটো শহরে এ ঘটনা ঘটে। এ সময় ফার্নান্দো নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন। ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক্স বার্তায় (সাবেক টুইটার) ফার্নান্দোর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পোস্ট করা বিবৃতিতে গুইলারমো লাসো বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।স্থানীয় সংবাদমাধ্যমকে ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতা বলেন, কুইটো শহরে নির্বাচনী প্রচারে অংশ নেন ফার্নান্দো। মিছিল শেষ হওয়ার পরপরই তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তাঁর মৃত্যু হয়। সূত্র: প্রথম আলো

লোকসভায় রাহুল গান্ধীর বাক্যবাণ
মণিপুরে ভারতকে হত্যা করেছে বিজেপি

ভারতীয় আইনসভার নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে গতকাল বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আদালতের রায়ে সদ্য সদস্য পদ ফিরে পাওয়া রাহুল বলেছেন, ‘ভারতকে মণিপুরে হত্যা করেছে বিজেপি। এখন হরিয়ানায় আগুন জ্বালাতে চাইছে তারা।’ কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের সময় রাহুল গান্ধী বলেন, ‘ভারত একটি কণ্ঠ।মণিপুরে আপনারা (বিজেপি) সেই কণ্ঠকে হত্যা করেছেন। আপনারা মণিপুরে ভারতমাতাকে হত্যা করেছেন। আপনারা দেশদ্রোহী। এ কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুর সফর করেননি। সূত্র: কালের কণ্ঠ

ইউক্রেন বাহিনীর সামর্থ্য নিয়ে সন্দেহ
রণাঙ্গনের পরিস্থিতি সম্পর্কে ‘আশঙ্কাজনক’ বিশ্লেষণ করছেন পশ্চিমা কর্মকর্তারা

দেড় বছরেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। তবুও ইউক্রেনকে বাগে আনতে পারছে না রাশিয়া। উল্টো যুদ্ধের মোড় ঘুরছে বলেই দাবি করছেন বিশ্লেষকদের একাংশ। এ যখন পশ্চিমা গণমাধ্যমের খবর। ঠিক তখনই রণাঙ্গনের পরিস্থিতি সম্পর্কে ‘আশঙ্কাজনক’ বিশ্লেষণ করছেন খোদ পশ্চিমা কর্মকর্তারা। এমনকি উল্লেখযোগ্য পরিমাণ ভূমি উদ্ধারে ইউক্রেন বাহিনীর সামর্থ্য নিয়েও তারা সন্দিহান। যুদ্ধ সম্পর্কে পাওয়া তথ্যের ভিত্তিতে মার্কিন গণমাধ্যম সিএনএনকে এমন কথা বলেছেন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের চার সিনিয়র কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান মাইক কুইগলে সম্প্রতি ইউরোপ সফর সম্পন্ন করেন। সফরকালে তিনি ইউক্রেন বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে যুক্ত মার্কিন সেনা কমান্ডারদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে কথা বলেন। সফরকালের সেই অভিজ্ঞতার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘যা জানতে পেরেছি তা খুবই দুর্ভাগ্যজনক। তাদের সামনে থাকা (মারাত্মক) প্রতিকূলতা আমাদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। এটাই এ যুদ্ধের সবচেয়ে কঠিন সময়।’ রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অংশে তাদের দখলকৃত এলাকায় বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। লাখ লাখ স্থলমাইনের সঙ্গে যেখানে রয়েছে সারি সারি পরিখার জাল। এ প্রতিরোধ ভেঙে এগোতে গিয়ে মারাত্মক ক্ষতির শিকার হয়েছে ইউক্রেনীয় সেনারা। ফলে বাধ্য হয়েই সেনাদের পিছু হঠার নির্দেশ দিয়ে পুনরায় সংগঠিত করতে হয়েছে কমান্ডারদের। এ বাধা পেরোনোই বর্তমানে ইউক্রেন বাহিনীর সামনে প্রধান চ্যালেঞ্জ। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

ব্রিটেনের নির্বাচনী সংস্থা হ্যাকিংয়ের শিকার

ব্রিটেনে নির্বাচনী সংস্থা ইলেক্টোরাল কমপ্লেক্স দুই বছর আগে হ্যাকিংয়ের শিকার হয়েছিল। এতে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ই-মেইল ও ভোটার তথ্য পেয়েছিল হ্যাকাররা। খবর- ডয়চে ভেলে-সংস্থাটির পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, ২০২১ সালের এই ঘটনা তারা গত বছর উদঘাটন করতে পেরেছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি সংস্থাটি। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, দেশটির চার কোটি ভোটারের তথ্য ভাণ্ডারে চালানো হয়েছিল এই সাইবার হামলা। এ ঘটনায় জনগণের কাছে ক্ষমা চেয়েছে ইলেক্টোরাল কমিশন। সূত্র: সমকাল

সাইবার নিরাপত্তা আইনের খসড়া
ঘুরেফিরে আবারও পুরোনো ধারা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিল * আইনে ৯ অধ্যায়, ৬০টি ধারা; জামিনযোগ্য হয়েছে ৮টি, জামিন অযোগ্য ৬টি

ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) অধিকাংশ ধারাই সাইবার নিরাপত্তা আইনে হুবহু প্রতিস্থাপিত হয়েছে। তবে কয়েকটি ধারায় অপরাধের সংজ্ঞায় নতুন কিছু শব্দ যুক্ত করা হয়েছে। অজামিনযোগ্য ৮টি ধারাকে জামিনযোগ্য করা হয়েছে। ছয়টি ধারা জামিন অযোগ্যই রয়ে গেছে। তবে কয়েকটি অপরাধের ক্ষেত্রে একই কাজের পুনরাবৃত্তির জন্য সাজার বিধান বাতিল করা হয়েছে। কয়েকটি ধারায় সাজা কমলেও জরিমানা বেড়েছে একাধিক ধারায়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় সাইবার নিরাপত্তা কাউন্সিল এবং সাইবার নিরাপত্তা এজেন্সির অধীনে সার্বক্ষণিক ইমার্জেন্সি রেসপন্স টিমের বিধানও রয়েছে এই আইনের খসড়ায়। সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের জোর আপত্তি সত্ত্বেও ডিএসএ’র নয়টি ধারা এবং এর সব উপধারা প্রায় অপরিবর্তিত রেখে নতুন আইনের খসড়ায় প্রতিস্থাপন করা হয়েছে। এ অবস্থায় বিশিষ্টজনদের আশঙ্কা, আইনে আমূল পরিবর্তন না এনে সাজা কমালে অপব্যবহারের আশঙ্কা কোনোভাবেই কমবে না। সাইবার নিরাপত্তা আইনের ২৬ পাতার খসড়ায় নয়টি অধ্যায় ও ৬০টি ধারা রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে ধারা ছিল ৬২টি। এর মধ্যে ডিএসএ’র বেআইনিভাবে তথ্য-উপাত্ত ধারণ, স্থানান্তর, ইত্যাদি দণ্ডের ধারাটি বিলুপ্ত করে অন্য ধারায় প্রতিস্থাপন করা হয়েছে। নতুন আইন প্রণয়নের উদ্দেশ্য হিসেবে খসড়ার শুরুতেই আছে-ডিএসএ-২০১৮ রহিত করে সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্তকরণ। সূত্র: যুগান্তর

মোদিকে কড়া আক্রমণ রাহুলের
রাবণের অহংকারে লংকায় আগুন
লোকসভায় অনাস্থা প্রস্তাবের দ্বিতীয় দিনের বিতর্ক : আপনি ভারত মাতার খুনি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মোদি’ পদবি নিয়ে কটাক্ষ করাতেই লোকসভার সদস্য পদ হারিয়েছিলেন। সোমবার পদ ফিরে পেয়েই বুধবার লোকসভায় এবার সরাসরি মোদিকেই টার্গেট করলেন বিরোধী জোটের কংগ্রেস শিরোমণি রাহুল গান্ধী। অনাস্থা প্রস্তাব বিতর্কের দ্বিতীয় দিনে লোকসভায় রীতিমতো আগুনের ফুলকি ছোটালেন। তিন মাসেরও বেশি সময় ধরে চলা মণিপুর দাঙ্গা মোদির ‘মৌন ব্রত’ ভাঙতে ছুড়লেন ঝাঁজালো তোপ। লোকসভার ভরা মজলিসে আক্রমণ করলেন মোদিকে। তুলনা করলেন ‘অহংকারী রাবণ’র সঙ্গে। বললেন, ‘লংকায় আগুন হনুমান লাগায়নি। রাবণের অহংকারই সেই আগুন লাগিয়েছিল।’ আরও বলেন, ‘গোটা দেশেই কেরোসিন ছড়াচ্ছেন মোদি।’ এরপর রাহুলকেও তুলোধুনা করেন বিজেপির সংসদ-সদস্যরা। আজ শেষ দিন মুখ খুলবেন মোদিও। মঙ্গলবারই দিয়েছেন সে পূর্বাভাস-বলেছেন, শেষ বলে ছক্কা হাঁকাবেন তিনি। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু।এদিন বক্তব্যের শুরুতে রাহুল বলেন, আজ আমি আদানিজিকে নিয়ে কিছু বলব না। একথা বলার সঙ্গে সঙ্গে বিজেপি সংসদ-সদস্যরা হইচই শুরু করে দেন। স্পিকার সবাইকে শান্ত হতে অনুরোধ করেন। পরে ক্রমে আক্রমণের সুর চড়ান তিনি। মোদির উদ্দেশে আরও বলেন, ‘আপনি ভারতমাতার রক্ষাকর্তা নন। আপনি ভারতমাতার খুনি। আমার এক মা এখানে বসে রয়েছেন। অন্য মাকে আপনি খুন করেছেন মণিপুরে। ভারতীয় সেনা মণিপুরে একদিনে শান্তি ফেরাতে পারে। কিন্তু আপনি তাদের ব্যবহার করছেন না। যদি ভারতের হৃদধ্বনি প্রধানমন্ত্রী না শোনেন, তাহলে কার কথা শুনছেন তিনি?’ টান ৩৭ মিনিটের উত্তপ্ত ভাষণে লোকসভায় আগুন জ্বালিয়ে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান রাহুল। বেরোনোর সময়ে দেখা যায়, বিজেপি সংসদ-সদস্যদের উদ্দেশে একটি ‘ফ্লাইং কিস’ উপহার দেন রাহুল। আর এতেই শুরু হয় নতুন বিপত্তি। তেলে-বেগুনে জ্বলে ওঠেন রাহুল গান্ধীর পরের বক্তা বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। বক্তব্য দিতেই উঠেই বললেন, ‘আমার আগে যিনি বক্তৃতা করলেন, তিনি অশালীন ব্যবহার করেছেন। সূত্র: যুগান্তর

গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় বেলারুশের ওপর যুক্তরাষ্ট্র-কানাডার নিষেধাজ্ঞা

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত রাষ্ট্র বেলারুশের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং কানাডা। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করা, মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন কারণে দেশ দুটি বেলারুশের বেশ কয়েকজন ব্যক্তি এবং একাধিক প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। কানাডীয় সম্প্রচারমাধ্যম গ্লোবাল নিউজ এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র বেলারুশের ৮ জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ক্ষমতার অপব্যবহার, বিরোধীদের দমন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। সূত্র: আজকের পত্রিকা।

ইমরান খানকে পাঁচ বছর রাজনীতিতে অযোগ্য ঘোষণা

পাকিস্তানের নির্বাচন কর্তৃপক্ষ দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য সরকারি পদে নিষিদ্ধ ঘোষণা করেছে। এর ফলে এ সময়কালে তিনি আর নির্বাচন করতে পারবেন না। খবর বিবিসির। দুর্নীতির মামলায় ইমরান খানের তিন বছর কারাদণ্ড হওয়ার তিন দিন পর দেশটির নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে। মঙ্গলবারের এ ঘোষণার কারণে তিনি আর সংসদ সদস্যও থাকতে পারবেন না।এদিকে ইমরান খান আলোচিত তোশাখানা মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করেছেন।ইসলামাবাদ হাইকোর্টে এই আপিল আবেদন করা হয়েছে বলে ইমরানের আইজীবী নাঈম পাঞ্জুথা জানিয়েছেন। সূত্র; দৈনিক বাংলা।

বাইডেনকে হতার হুমকিদাতা এফবিআইয়ের গুলিতে নিহত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে মেরে ফেরার হুমকি দেওয়া এক ব্যক্তি দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের গুলিতে নিহত হয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন বুধবার (০৯ আগস্ট) উটাহ রাজ্য সফরে যান। তিনি সেখানে যাওয়ার কয়েক ঘণ্টা আগে ওই ব্যক্তি গুলিতে প্রাণ হারান। এফবিআই জানায়, ইউটাহ রাজ্যের সল্ট লেক সিটির দক্ষিণে অবস্থিত প্রোভোতে এক ব্যক্তি তাদের গুলিতে নিহত হয়। সংস্থাটি জানায়, ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি ও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে গিয়েছিল তাদের সদস্যরা। তখনই এ ঘটনা ঘটে। তবে এফবিআই নিহত ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি। তারা বলছে, তদন্ত চলছে। তবে উটাহর কেন্দ্রীয় কৌঁসুলির দায়েরকৃত অভিযোগে উক্ত ব্যক্তির নাম ক্রেইগ রবার্টসন উল্লেখ করা হয়েছে। সূত্র; দেশ রুপান্তর

ক্রাইমিয়ার তাতার কারা এবং কেন তারা রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে লড়ছে?

ক্রাইমিয়ার তাতাররা রাশিয়ার অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপের একটি মুসলমান জাতিগোষ্ঠী। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে তারা এখন বিশিষ্ট ভূমিকা পালন করছে। তারা একটি সশস্ত্র আন্দোলন শুরু করেছে যার নাম ‘আতেশ,’ অর্থাৎ আগুন। ইউক্রেনে রুশ হামলাকারীদের বিরুদ্ধে তারা অবিরাম যুদ্ধ চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে।আতেশ গেরিলা বাহিনী প্রতিষ্ঠিত হয় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। এই গোষ্ঠীটির লক্ষ্য রুশ রসদ সরবরাহ ব্যবস্থা ব্যাহত করা, প্রধান লক্ষ্যবস্তুতে নাশকতা চালানো এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক বাহিনীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করা।আতেশ এজন্য যেসব পদক্ষেপ নিচ্ছে তা বেশ নির্মম। ২০২২ সালের নভেম্বরে সিমফেরোপল শহরের এক হাসপাতালে ৩০ জন রুশ সৈন্যকে হত্যা করে তারা প্রমাণ করেছে তারা কী করতে চায়। সূত্র; বিবিসি বাংলা।