মালিতে বন্দুকধারীর হামলায় নিহত ২১

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৩

ছবি- সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৮ আগস্ট) দেশটির মোপ্তি গ্রামে ওই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় দুটি সূত্রের বরাতে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’র এক প্রতিবেদনে জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানিয়েছে, অজ্ঞাত হামলাকারীরা বিকেলে বান্দিয়াগাড়া শহরের কাছে ইয়ারু গ্রাম লক্ষ্য করে হামলা চালায়।

একটি সূত্র ফোনে জানিয়েছে, সশস্ত্র লোকজন গ্রামে ঢুকে পড়ে এবং লোকজনের উপর এলোপাতাড়ি গুলি চালায়। সেখানে ভয়াবহ হত্যাকাণ্ডে নিহতের সংখ্যা ২০ থেকে ৩০য়ের মধ্যে হতে পারে বলেও জানানো হয়।

দ্বিতীয় সূত্রটি জানিয়েছে, নিহতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন নারীও আছে। এছাড়া আরও ১১ জন আহত হয়েছেন। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। এছাড়া হতাহতের সংখ্যা যাচাই করাও সম্ভব হয়নি।

সারাদিন/২০ আগস্ট/এমবি 

Nagad