আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
যুক্তরাজ্যে সাত শিশুকে হত্যায় নার্স লুসির সাজা ঘোষণা আজ, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড
যুক্তরাজ্যে সাত শিশুকে হত্যা ও ছয় শিশুকে হত্যাচেষ্টার দায়ে নার্স লুসি লেটবির (৩৩) সাজা আজ সোমবার ঘোষণা করা হবে। তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে। পাঁচটি ছেলেশিশু ও দুটি মেয়েশিশুকে হত্যার জন্য লুসি ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন। এ ছাড়া ছয়টি শিশুকে হত্যাচেষ্টার জন্যও তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। এসব অপরাধের জন্য গত শুক্রবার লুসিকে দোষী সাব্যস্ত করেন যুক্তরাজ্যের একটি আদালত। আধুনিক ইতিহাসে লুসিকে যুক্তরাজ্যের সবচেয়ে বড় শিশু ক্রমিক খুনি (সিরিয়াল কিলার) বলা হচ্ছে।উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কাউন্টেস অব চেস্টার হাসপাতালের নবজাতক ইউনিটে ২০১৫ সালের জুন থেকে ২০১৬ সালের জুনের মধ্যে এসব ঘটনা ঘটে। হাসপাতালটিতে একের পর এক শিশু মৃত্যুর জেরে লুসি গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি হন। সূত্র: প্রথম আলো
বিতর্কিত দুই আইন নিয়ে প্রেসিডেন্টের কথায় ঝড়
অন্তর্বর্তী সরকারের শাসন চলার মধ্যে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ইমরান খানবিরোধী রাজনৈতিক মহলের সঙ্গে বিতর্কে জড়ালেন। অকালে ক্ষমতাচ্যুত ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরিফ আলভির এ বিষয়ক বক্তব্য গতকাল রবিবার পাকিস্তানে আলোড়ন তোলে। প্রেসিডেন্টের দাবি, তাঁর সমর্থন থাকার কথা বলা হলেও সেনাবাহিনীর সুবিধা বৃদ্ধি ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন কঠোর করা বিষয়ক দুটি সংশোধিত আইন তিনি আসলে সই না করে ফেরত পাঠিয়েছিলেন।আরিফ আলভি বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে তিনি সামরিক বাহিনী এবং দাপ্তরিক গোপনীয়তাসংক্রান্ত দুটি আইনের সংশোধনী বিলে সই করেননি।ওই দুটি আইনের মাধ্যমে প্রভাবশালী ‘এস্টাবলিশমেন্ট’ তথা সেনাবাহিনীকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ করছিল কোনো কোনো বিরোধী দল। সূত্র; কালের কণ্ঠ
পারলো না লুনা ২৫, বুধবার চাঁদে নামবে চন্দ্রযান-৩
রাশিয়ার লুনা-২৫ ভেঙে পড়েছে। কিন্তু এখনও আশা জাগিয়ে ঠিক কক্ষপথেই আছে ভারতের চন্দ্রযান-৩। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার ভারতীয় সময় ছয়টা চার মিনিটে চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুর মাটি স্পর্শ করবে। খবর ডয়েচে ভেলের -এই অভিযান সফল হলে চাঁদের অনাবিষ্কৃত এই অংশে প্রথমবার কোনো ল্যান্ডার পা রাখবে। আর এখানে চাঁদের মাটির নিচে জলীয় বরফ আছে বলে বৈজ্ঞানিকদের অনুমান। সেজন্যই চন্দ্রযান-৩-এর দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। বিশেষ করে লুনা ২৫ ধ্বসের পর।কোথায় আছে চন্দ্রযান-৩-চন্দ্রযানএখন চাঁদের শেষ কক্ষে ঢুকে পড়েছে। এখান থেকে চাঁদের সবচেয়ে কাছের অংশ ২৫ কিলোমিটার ও সবচেয়ে দূরের অংশ ১৩৪ কিলোমিটার দূরে। ইসরো জানিয়েছে, একেবারে পরিকল্পনামাফিক চলছে ল্যান্ডার বিক্রম। শনিবার রাত দুটো নাগাদ তার কক্ষপথ পরিবর্তন করা হয়েছে। বিক্রম এখন চাঁদের শেষ কক্ষপথে আছে। সূত্র: সমকাল
আফগান নারীদের কোনো দেশ নেই
রাষ্ট্র আছে, অধিকার নেই। সীমানা আছে, স্বাধীনতা নেই। বেকারত্ব আছে, চাকরি নেই। শখ আছে, সাহস নেই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সবই আছে অথচ শিক্ষার সুযোগ নেই। মাথার ওপরে খোলা আকাশ, ওড়ার ডানা নেই। ২০২১ সালের ১৫ আগস্ট তালেবানের ক্ষমতা দখলের পর থেকেই আফগান নারীদের জীবনকে বয়ে বেড়ানোর ক্ষমতাটুকুই শুধু আছে। মন খুলে দুটো কথা বলা দূরের কথা ন্যূনতম নাগরিক অধিকারটুকুও কেড়ে নিয়েছে দেশটির ফতোয়াবাজ তালেবান সরকার। দিনে দিনে অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে-জন্মসূত্রে পাওয়া নিজ পৈতৃক ভূখণ্ডে তারা ‘বানভাসি’। বাবা-ভাইয়ের এই দেশে তারা অসহায় পরবাসী। আফগানিস্তান তাদের নয়। এই দেশ তাদের নয়। শুধু পুরুষের। পালিয়ে অন্য দেশে যাবে-সেই পথও বন্ধ। সীমান্তে সীমান্তে কড়া পাহারা। কট্টর তালেবান যুগে তাদের কোনো দেশ নেই। সমবয়সী পুরুষ আর সে এক নয়।২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত আফগান নারী অধিকারকর্মী মাহবাবা সিরাজ বলেন, ‘নারী স্বাধীনতা বলে আর কিছু নেই।’ ক্ষমতা দখলের পরপরই ২০২১ সালের সেপ্টেম্বরে মেয়েদের স্কুল যাওয়া নিষিদ্ধ করা হয়। ২০২২ সালের ডিসেম্বরে নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়। মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়। জাতিসংঘসহ এনজিওতে কাজ করাও নিষিদ্ধ করা হয়। জিম, পার্ক, সিনেমা হল, মেলাসহ বেশিরভাগ কর্মসংস্থানের জায়গা এখন নারীদের নাগালের বাইরে। সূত্র; যুগান্তর
রাশিয়ার একাধিক এলাকায় ফের ইউক্রেনের ড্রোন হামলা
যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন
রাশিয়ার তিনটি এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গতকালের এ হামলায় পাঁচজন আহত হয়েছে। রাজধানী মস্কোর দুটি বিমানবন্দরের ফ্লাইটের গতিপথও কিছু সময়ের জন্য বদলাতে হয়েছে। রাশিয়ার এলাকাগুলোর মধ্যে আছে কুর্স্ক এবং রোস্তোভ অঞ্চল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা মস্কোয় ইউক্রেনের একটি ড্রোনকে বাধা দিয়েছে। সেটি বিধ্বস্ত হয়ে একটি জনবিহীন এলাকায় পড়েছে। কুর্স্ক অঞ্চলের গভর্নর বলেছেন, ড্রোন হামলায় পাঁচজন আহত হয়েছে এবং একটি ড্রোন রেলওয়ে স্টেশনে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। রোস্তাভের গভর্নর বলেছেন, সেখানে কেউ আহত হয়নি কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাশিয়ার সীমান্ত অঞ্চল এবং মস্কোয় সম্প্রতি কয়েক মাসে ইউক্রেনের ড্রোন হামলা বেড়ে গেছে। বার বার হামলা হচ্ছে মস্কোর অর্থনৈতিক এলাকায়। রাশিয়া গত মে মাসে বলেছিল, ইউক্রেনের দুটি ড্রোন ক্রেমলিনে হামলার চেষ্টা করেছিল। রাশিয়ার ভূখে হামলার পেছনে জড়িত থাকার দায় ইউক্রেন সাধারণত স্বীকার করে না। যদিও ইউক্রেনের কর্মকর্তারা এ ধরনের হামলার ক্ষেত্রে প্রকাশ্যেই সন্তুষ্টি প্রকাশ করে থাকেন। সূত্র: বিডি প্রতিদিন।
পিটিআইর কফিনে আরেক পেরেক!
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান (পিটিআই) ইমরান খান কারাবন্দি। গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানো পিটিআই নেতা ইমরানের বিরুদ্ধে দুর্নীতির কয়েকটি মামলা ও গ্রেপ্তার ঘিরে কিছুদিন আগে পাকিস্তানে উত্তেজেনা ছিল তুঙ্গে। গত মে মাসেও একবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তবে সে সময় তার সমর্থকদের প্রবল প্রতিবাদ ও বিক্ষোভের মুখে মুক্তি দেওয়া হয় তাকে। সবশেষ কয়েকদিন আগে তোশাখানা দুর্নীতির মামলায় তিন বছর দণ্ডিত হয়ে কারাগারে যেতে হয়েছে তাকে। রাজনৈতিক অস্থিরতা ও চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তানের পার্লামেন্ট। জাতীয় নির্বাচন আয়োজনে দেশটিতে একটি তত্ত্বাবধায়ক সরকারও গঠনের প্রক্রিয়ায় আছে। ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীও নিয়োগ পেয়েছেন। এখন আগামী তিন মাসের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন করতে হবে দেশটির নির্বাচন কমিশনকে। তবে এর মধ্যে আদম শুমারির কারণে ভোট পেছানোর ইঙ্গিত মিলেছে। সূত্র: দেশ রুপান্তর
রিপাবলিকান ডিবেটে অংশ নেব না, জনগণ জানে আমি কে: ট্রাম্প
নির্বাচন সামনে রেখে আসন্ন রিপাবলিকান প্রাথমিক ডিবেটগুলো এড়িয়ে যাবেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার ট্রাম্প বলেছেন তিনি রিপাবলিকান ডিবেটে অংশ নেবেন না। কারণ হিসেবে তিনি বলেছেন, ২০২৪ সালে নির্বাচনে ভোটাররা তাঁকে পছন্দ করেছে। তিনি ইতিমধ্যেই সুপরিচিত। তাঁর প্রমাণ করার কিছুই নেই। রোববার সিবিএস এক জরিপে দেখিয়েছে যে রিপাবলিকান ভোটারদের ৬২ শতাংশের পছন্দের প্রার্থী ট্রাম্প, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের সমর্থন ১৬ শতাংশ। প্রাথমিক রেসে অন্য সকল প্রার্থীর ১০ শতাংশের কম সমর্থন ছিল। সূত্র; আজকের পত্রিকা।
ইমরানের ঘনিষ্ঠ সহযোগী কুরেশি গ্রেপ্তার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরেশিকে গত শনিবার গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষের অভিযোগ, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য রাষ্ট্রীয় গোপন তথ্যের অপব্যবহারে কুরেশির ভূমিকা ছিল। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির পক্ষ থেকে কুরেশির গ্রেপ্তারের খবর নিশ্চিত করা হয়। পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন কুরেশি। তোশাখানা মামলায় তিন বছরের সাজা পেয়ে পাকিস্তানের অ্যাটক কারাগারে বন্দি রয়েছেন ইমরান। এবার কুরেশিও গ্রেপ্তার হলেন। সূত্র: দৈনিক বাংলা।
ভারতে প্রবীণ মুসলিম দম্পতিকে পিটিয়ে মারল হিন্দু পড়শীরা
ভারতের উত্তরপ্রদেশে এক প্রবীণ মুসলিম দম্পতিকে তাদের হিন্দু প্রতিবেশীরা ঘিরে ধরে পিটিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। ওই দম্পতির ‘অপরাধ’ হচ্ছে – তাদের ছেলে কয়েক বছর আগে মহল্লার একটি হিন্দু মেয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিল। এই নৃশংস ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৮ অগাস্ট) রাতে, উত্তরপ্রদেশের সীতাপুর জেলার রাজ্যেপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহত দম্পতির নাম আব্বাস ও কামরুল নিশা – তাদের দুজনেরই বয়স ছিল পঞ্চাশের ওপর।সীতাপুর জেলার পুলিশ সুপার চক্রেশ মিশ্রা আরও জানান, তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন এবং মূল হামলাকারী-সহ মোট তিনজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।তবে পুরো ঘটনাটি যে হিন্দু ও মুসলিম পরিবার থেকে আসা দুই যুবক-যুবতীর প্রেম ও পালিয়ে যাওয়াকে কেন্দ্র করেই ঘটেছে, সে কথা তিনিও স্বীকার করেছেন। সূত্র: বিবিসি বাংলা ।
আট দশক পর প্রথম ক্রান্তীয় ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া
মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে প্রবল বৃষ্টিপাত ঘটানোর পর ৮৪ বছরের মধ্যে প্রথম ক্রান্তীয় ঝড় হিলারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে । রোববার ঝড়টি হাজির হওয়ার পর আবহাওয়ার পূর্বাভাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় বিপর্যয়কর বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।বাজা ক্যালিফোর্নিয়ায় হড়কা বানের অনেকগুলো ঘটনা ঘটেছে। সেখানে একজনের মৃত্যু হয়েছে। বহু সড়ক ভেসে গেছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওগুলোতে দেখা গেছে, প্রবল বৃষ্টিতে শহরের রাস্তাগুলো ডুবে প্রায় নদীর রূপ নিয়েছে, পানি প্রবল বেগে নিচের দিকে নামছে। সূত্র: বিডি নিউজ