আফ্রিকাকে আরও স্বাধীন করার ঘোষণা ওয়াগনার প্রধানের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৩

ছবি- সংগৃহীত

ব্যর্থ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো ভিডিও বার্তা দিয়েছেন রাশিয়ার বেসরকারি আধা-সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন। ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে, তিনি এখন আফ্রিকায় আছেন।

সোমবার (২১ আগস্ট) ওয়াগনার সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওতে প্রিগোজিনকে যুদ্ধের পোশাকে দেখা যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।

আফ্রিকায় থাকার বিষয়ে ধারণা করা হলেও ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোশিনের সেখানে থাকার বিষয়টি নিশ্চিত নয়।

প্রকাশিত ভিডিওতে ওয়াগনার গ্রুপের প্রধান জানান, আফ্রিকাকে তারা আরও স্বাধীন করে তুলবে। ধারণা করা হয়, আফ্রিকা মহাদেশে ওয়াগনারের হাজার হাজার যোদ্ধা রয়েছে। সেখানে তাদের ব্যবস্থা সংশ্লিষ্ট স্বার্থ রয়েছে।

বিবিসি জানিয়েছে, আফ্রিকার মালি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রসহ বেশ কয়েকটি দেশে ওয়াগনার যোদ্ধাদের উপস্থিতি রয়েছে। জাতিসংঘের অভিযোগ, এসব দেশে যুদ্ধাপরাধের সাথে জড়িত ওয়াগনারের সেনারা। ভিডিওতে প্রিগোশিন আফ্রিকা মহাদেশে খনি অনুসন্ধানের পাশাপাশি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের কথা জানান।

ইয়েভজেনি প্রিগোশিন বলেন, আমরা কাজ করছি। এখানে তাপমাত্রা ৫০ ডিগ্রির চেয়ে বেশি। যেমনটা আমরা পছন্দ করি। ওয়াগনার পুনরুদ্ধার এবং অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি রাশিয়াকে আরও বড় করে তুলছে। আর আফ্রিকাকে আরও স্বাধীন করছে।

Nagad

ওয়াগনার প্রধান বলেন, আমরা আইএসআইএস (ইসলামিক স্টেট) এবং আল-কায়েদা এবং অন্যান্য জঙ্গিদের জন্য জীবনকে দুঃস্বপ্নে পরিণত করছি।

সারাদিন/২২ আগস্ট/এমবি