আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

মরক্কোয় ভূমিকম্প: একসঙ্গে ৩২ সহপাঠীর মৃত্যু

এক সপ্তাহ আগের ঘটনা। শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে ওঠে মরক্কো। তখন মারাকেশ শহরে ছিলেন স্কুলশিক্ষক নাসরিন আল-ফাদেল। ভূমিকম্প হওয়ার পরপরই নাসরিনের মাথায় আসে স্কুলের শিশুশিক্ষার্থীদের কথা। কারণ, ভূমিকম্পের উৎপত্তিস্থলের অদূরেই যে তাঁর স্কুলের অবস্থান। ভূমিকম্পের পরপরই আদাসিল গ্রামে ছুটে যান আরবি ও ফরাসি ভাষার শিক্ষক নাসরিন। গিয়ে মাঝবয়সী এই নারী জানতে পারেন, ৬ থেকে ১২ বছর বয়সী তাঁর ৩২ শিক্ষার্থীর সবাই মারা গেছে। গ্রামের সেদিনের পরিস্থিতির বর্ণনা দিয়ে নাসরিন বলেন, ‘ভূমিকম্পের পরই ছুটে গেলাম গ্রামে। সবার কাছে আমার বাচ্চাগুলোর ব্যাপারে জানতে চাই, সৌম্য কোথায়? ইউসুফ কোথায়? কোথায় আমার মেয়ে আর ছেলেগুলো? এর কয়েক ঘণ্টা পর উত্তর আসে, তাদের কেউই নাকি বেঁচে নেই। সূত্র: প্রথম আলো

বিশ্বব্যবস্থা পরিবর্তনের ডাক

পশ্চিমা বিশ্বের নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থায় পরিবর্তন আনার ডাক দিয়েছে উন্নয়নশীল ও উদীয়মান দেশগুলোর জোট জি৭৭। কিউবার হাভানায় বিশ্বের ৮০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী ‘জি৭৭+চীন’ শীর্ষক সম্মেলনে এই আহ্বান জানানো হয়। শুক্রবার থেকে দুই দিনব্যাপী এই সম্মেলন শেষ হয়েছে গতকাল শনিবার।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পশ্চিমাদের নেতৃত্বাধীন বিশ্বের সঙ্গে বিস্তর মতপার্থক্য প্রদর্শনের পাশাপাশি এসব ইস্যুতে ক্রমবর্ধমান হতাশার মধ্যে ওই সম্মেলন হলো। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বলেন, ‘এত দিন উত্তর বিশ্ব (পশ্চিমা সভ্যতা) নিজেদের স্বার্থ অনুযায়ী বৈশ্বিক ব্যবস্থা তৈরি করেছে। এখন খেলার নিয়ম পরিবর্তন করার ভার এসে পড়েছে দক্ষিণ বিশ্বের (গ্লোবাল সাউথ) ওপর।’ সূত্র: কালের কণ্ঠ

ইতালির যুদ্ধবিমান বিধ্বস্ত, ৫ বছরের শিশু নিহত

ইতালির তুরিন শহরে যুদ্ধবিমান প্রদর্শনীর অনুশীলনে অংশ নিয়ে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ভূপৃষ্ঠে থাকা গাড়ির মধ্যে থাকা ৫ বছরের মেয়েশিশু নিহত হয়েছে। খবর: বিবিসি’র-একটি ভিডিওতে দেখা যায়, তুরিন বিমানবন্দরের নিকটে ব্যাপক অগ্নিকুণ্ডলী দেখা যায়। বিধ্বস্তের আগমুহূর্তে পাইলট প্যারাসুট নিয়ে বের হতে সক্ষম হন। নিহত শিশুর ৯ বছরের ভাই গুরুতর আহত হয়েছে এবং বাবা-মায়ের শরীরের কিছু অংশ পুড়ে গেছে।ইতালির ডেপুটি প্রধানমন্ত্রী ম্যাতো সালভিনি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাকে ভয়াবহ ট্রাজেডি হিসেবে আখ্যায়িত করেছেন। সূত্র: সমকাল

Nagad

মাস্কের সঙ্গে সম্পর্ক, স্ত্রীকে ডিভোর্স দিলেন গুগলের সহপ্রতিষ্ঠাতা

বিশ্বের শীর্ষ ধনী ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে— এমন অভিযোগে স্ত্রী নিকোল শানাহানকে ডিভোর্স দিয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন।গত ২৬ মে তাদের বিচ্ছেদ ঘটেছে। এখন তারা চার বছর বয়সি মেয়ের হেফাজত নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার। ২০১৫ সালে প্রথম স্ত্রী অ্যানে ওজচিক্কির সঙ্গে বিচ্ছেদ হয়েছিল বিশ্বের অন্যতম ধনকুবের সের্গেই ব্রিনের। ওই বছরই পেশায় আইনজীবী ও শিল্প উদ্যোক্তা নিকোল শানাহানের সঙ্গে ডেটিং শুরু করেন তিনি। তিন বছর প্রেম করার পর ২০১৮ সালে তারা বিয়ে করেন। সের্গেইয়ের স্ত্রী নিকোল পেশায় আইনজীবী এবং ব্যবসার সঙ্গেও যুক্ত। বছর তিনেক আগে তিনি মাস্কের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান বলে সামনে আসে। তার পর ২০২১ সাল থেকে সের্গেই এবং নিকোল আলাদা থাকতে শুরু করেন। ২০২২ সালে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন সের্গেই। আবেদনে জানান, স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না বলেই এমন সিদ্ধান্ত। সূত্র: যুগান্তর

লিবিয়ায় ধ্বংসস্তূপের নিচে আরও লাশের আশঙ্কা

প্রচণ্ড ঘূর্ণিঝড় ও বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে লিবিয়ার দেরনা শহর। চারদিকে লাশের গন্ধে আকাশ ভারী হয়ে উঠেছে। দিন-রাত লাশ উদ্ধার আর নিখোঁজদের সন্ধানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। দিন শেষে রাত নেমে এলেও তাদের কাজ ফুরাচ্ছে না। বিভিন্ন সাহায্য সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে যে, এখনো হয়তো বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে বহু লাশ। এমনকি যারা বেঁচে আছেন তারাও নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারেন বলেও সতর্ক করা হয়েছে। দেরনা শহরে যে পরিমাণ ওষুধ এবং খাবার পানির প্রয়োজন স্থানীয় বাসিন্দারা তা পাচ্ছেন না। যারা বাড়িঘর হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তাদের কাছে প্রয়োজনীয় সহায়তা এখনো পৌঁছায়নি। দেরনা শহর থেকে লোকজনকে পুরোপুরি সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাত এবং এর প্রভাবে দুটি বাঁধ ভেঙে যাওয়ায় পুরো শহর পানিতে তলিয়ে গেছে। এর আগে জাতিসংঘে নিযুক্ত লিবিয়ার বিশেষ দূত জানান, কমপক্ষে ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরও কয়েক হাজার। লিবিয়ায় রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা বলেন, সেখানে মারা গেছে প্রায় ১০ হাজারের মতো মানুষ। অন্যদিকে দেরনার মেয়র দাবি করেছেন, সম্ভবত ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। তবে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গত ৪ সেপ্টেম্বর গ্রিসের উপকূলে ভূমধ্যসাগরের ওপর তৈরি হয় ঘূর্ণিঝড় ‘ড্যানিয়েল’। এর ফলে ৫ ও ৬ সেপ্টেম্বর গ্রিসে রেকর্ড বৃষ্টিপাত ঘটে। সূত্র: বিডি প্রতিদিন।

পরস্পরকে রক্ষায় ‘সাহেল প্রতিরক্ষা জোট’ গঠন করল আফ্রিকার সেনাশাসিত ৩ দেশ

আফ্রিকার সেনাশাসিত ৩ দেশ—মালি, বুরকিনা ফাসো ও নাইজার সম্প্রতি এক প্রতিরক্ষা জোট গঠন করেছে। নাম দেওয়া হয়েছে সাহেল প্রতিরক্ষা জোট। দেশগুলোর অভ্যন্তরীণ বিদ্রোহ মোকাবিলা এবং বহিঃশক্তির আগ্রাসন থেকে বাঁচতে একে অপরকে রক্ষা করতেই এই জোট গঠন করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল শনিবার দেশ তিনটির নেতারা এই জোট গঠনে চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুসারে, জোটের কোনো দেশ কখনো কোনো বিপদে পড়লে এমনকি সামরিকভাবে বিপদের মুখে পড়লে জোটের অন্য সদস্য দেশগুলো তাকে রক্ষা করবে। এর আগে, দেশ তিনটির মধ্যে স্বাক্ষরিত লিপটাকো-গুরমা চার্টারে স্বাক্ষর করে। এবার সেই চার্টারের সম্প্রসারণ হিসেবে গঠিত হলো—‘সাহেল প্রতিরক্ষা জোট’। সূত্র: আজকের পত্রিকা ।

ভারত-কানাডা সম্পর্কে চিড়!

কানাডায় ভারতীয় বংশোদ্ভূত শিখ সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষের বসবাস, উত্তর আমেরিকার দেশটিতে তাদের প্রভাব বেশ জোরালো। এদিকে ভারত ও পাকিস্তানের পাঞ্জাবসহ শিখ-অধ্যুষিত এলাকাগুলো নিয়ে ‘খালিস্তান’ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠী। সাম্প্রতিক সময়ে কানাডায় খালিস্তান দাবির পক্ষের লোকজন ভারতীয় দূতাবাসেও হামলার চেষ্টা চালায়। এরপর খালিস্তানপন্থিরা কানাডায় একটি র‍্যালিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড নিয়েও ব্যঙ্গাত্মক প্রতিকৃতি নিয়ে হাজির হয়। খালিস্তানপন্থিদের এসব তৎপরতায় কানাডা সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় ভারত। এর জবাবে সে সময় কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ‘কানাডার সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির অধিকার স্বীকৃত। কোনো ব্যক্তি বা জনসমষ্টি যদি সাংবিধানিক শর্ত মেনে প্রতিবাদ-বিক্ষোভ করেন, সে ক্ষেত্রে সরকার তাতে বাধা দিতে পারে না।’ এর জেরে ভারত-কানাডা সম্পর্কে যে চিড় ধরেছে তা প্রকট হয় সদ্য সমাপ্ত জি-২০ সম্মেলনে। এবার খালিস্তান বিতর্ক নিয়ে দ্বন্দ্বের জেরে ভারত-কানাডার ‘বাণিজ্য মিশন’ নামের বহুল প্রতীক্ষিত বাণিজ্যচুক্তি স্থগিত হয়ে গেল। সূত্র: দেশ রুপান্তর

ডায়ানার ‘ব্ল্যাক শিপ’ সোয়েটার নিলামে

প্রিন্সেস ডায়ানার পরা ‘ব্ল্যাক শিপ’ নামে একটি লাল সোয়েটার নিলামে বিক্রি হয়েছে। আল জাজিরার শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কভিত্তিক নিলাম প্রতিষ্ঠান সোদাবি বৃহস্পতিবার সোয়েটারটি ১ দশমিক ১ মিলিয়ন বা ১১ লাখ ডলারে বিক্রি করে। তবে এটি কে কিনেছে, তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।ডায়ানার এ সোয়েটারটির বিশেষত্ব হলো, এতে উলের কাজের সারি সারি সাদা ভেড়ার প্রতিকৃতির মধ্যে একটি কালো ভেড়ার প্রতিকৃতি রয়েছে। তাই এর নাম দেয়া হয় ‘ব্ল্যাক শিপ’।সোদাবির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া প্রিন্সেস ডায়ানার পোশাকগুলোর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে সোয়েটারটি। এর আগে জানুয়ারি মাসে তার ইনফ্যান্টা স্টাইলের একটি বল গাউন বিক্রি হয় ৬ লাখ ৪ হাজার ডলারে। ব্রিটিশ প্রিন্স চার্লসের বাগদানের পর ১৯ বছর বয়সী ডায়ানা ১৯৮১ সালের জুনে একটি পোলো ম্যাচে সোয়েটারটি পরেছিলেন, যে ম্যাচে প্রিন্স চার্লস অংশ নিয়েছিলেন। সূত্র: দৈনিক বাংলা।

নারী ও হীরা : সাফল্যের চূড়া থেকে এক কূটনীতিকের নাটকীয় পতন

রিচার্ড ওলসন যখন ২০১২ সালে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে যান, তখন এই অভিজ্ঞ কূটনীতিক ইসলামাবাদে এক বরফ শীতল অভ্যর্থনার সম্মুখীন হন। আগের বছর ওসামা বিন লাদেন হত্যায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে তখনো তীব্র ক্ষোভ পাকিস্তানে।এমন বিরূপ পরিস্থিতিতে রাষ্ট্রদূত ওলসন তার ৩০ বছরের বেশি কূটনীতির ক্যারিয়ারে কষ্টার্জিত সমস্ত কৌশল আর অভিজ্ঞতা দিয়ে এর মোকাবেলা করেন। এর চার বছর পর যখন তিনি অবসরে যান, ২০১৬ সালে, তখনকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ওলসন প্রসঙ্গে বলেন, “তিনি আমাদের সবচেয়ে বিশিষ্ট কূটনীতিকদের একজন”, যিনি একটা “বড় প্রভাব” রেখে গেলেন যুক্তরাষ্ট্রের কূটনীতিতে।
তবে পর্দার আড়ালে ইসলামাবাদে ওলসনের পা রাখার মাধ্যমে শুরু হয় পরের কয়েক বছরের কেলেঙ্কারিময় এক অধ্যায়। যুক্তরাষ্ট্র আদালতের নথি বলছে – তার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক, হীরার গহনার উপহার গ্রহণ যা তিনি গোপন করেছেন এবং অবৈধ ও মিথ্যা তদবিরের অভিযোগ আছে।গত বছর ওলসন নীতিশাস্ত্রের কাগজপত্রে মিথ্যা কথা বলা এবং তথাকথিত ‘রিভলভিং ডোর’ আইন লঙ্ঘনের কথা স্বীকার করেন, অর্থাৎ তিনি মেনে নেন সরকারি চাকরি থেকে অবসরের-সূত্র: বিবিসি বাংলা।

মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক ও সাংবাদিক গীতা মেহতা মারা গেছেন

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক এবং ভারতের ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বড় বোন গীতা মেহতা মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শনিবার (১৬ সেপ্টেম্বর) ভারতের রাজধানী দিল্লির বাসভবনে মারা যান তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। রোববার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা আইএএনএস এবং সংবাদমাধ্যম এনডিটিভি। তিবেদনে বলা হয়েছে, ৮০ বছর বয়সী গীতা মেহতা মৃত্যুকালে তার ছেলেকে রেখে গেছেন। আর তার প্রকাশক স্বামী সনি মেহতা আগেই মারা গেছেন। বিশিষ্ট লেখক, তথ্যচিত্র নির্মাতা এবং সাংবাদিক গীতা মেহতা ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং ব্যবসায়ী প্রেম পট্টনায়কের বড় বোন। আইএএনএস বলছে, বিশিষ্ট বিমানচালক ও সবচেয়ে জনপ্রিয় ওড়িয়া নেতাদের একজন বিজু পট্টনায়কের কন্যা কেমব্রিজ-পড়ুয়া গীতা মেহতা ১৯৭০-৭১ সালে আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি-তে তৎকালীন পূর্ব পাকিস্তানে যুদ্ধ সংবাদদাতা হিসাবে কাজ করেছিলেন। আর তার সেই অভিজ্ঞতা তিনি তার বহুল প্রশংসিত তথ্যচিত্র ‘ডেটলাইন বাংলাদেশ’-এ বর্ণনা করেছেন। সূত্র: ঢাকা পোস্ট