আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২৩

কংগ্রেসে শেষ মুহূর্তে বিল পাস করে শাটডাউন এড়াল যুক্তরাষ্ট্র

কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আরও ৪৫ দিনের জন্য চালু রাখতে ও শাটডাউন এড়াতে একেবারে শেষ মুহূর্তে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে তহবিল বিল পাস হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে স্টপগ্যাপ তহবিল বিলটি পাস হয়েছে। বিলটি পাসের ফলে আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সরকারি অর্থায়ন বজায় থাকবে। তবে এতে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তা রাখা হয়নি।হাউস অব স্পিকার কেভিন ম্যাকার্থি ৪৫ দিনের এই তহবিল বিলের প্রস্তাব দেন। পরে তা কংগ্রেসের উভয় কক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস ও সিনেটে পাস হয়। প্রেসিডেন্ট জো বাইডেন সই করলে বিলটি আইনে পরিণত হবে।
হাউস অব রিপ্রেজেনটেটিভে বিলটি ৩৩৫-৯১ ভোটে পাস হয়। আর সিনেটে পাস হয় ৮৮–৯ ভোটে। বিলটিতে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটরা বেশি সমর্থন দিয়েছেন।হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে বলেন, মার্কিন প্রশাসন আশা করছে, ইউক্রেনে সহায়তা ইস্যুতে আলাদা একটি ভোটাভুটি হতে পারে। সূত্র: প্রথম আলো

এলিয়েন খুঁজে পাওয়াই শুধু বাকি

মহাবিশ্বে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে কি না—এই প্রশ্ন এখন আর করেন না অনেক জ্যোতির্বিজ্ঞানী। বরং প্রাণের সন্ধান কবে মিলবে, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাঁদের মনে। আগামী কয়েক বছরে দূর মহাবিশ্বের কোথাও প্রাণের অস্তিত্ব শনাক্তের বিষয়ে আশাবাদী অনেকে। আমাদের সৌরজগতের বাইরের একটি গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে সম্প্রতি আভাস দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব টেলিস্কোপ।
স্কটল্যান্ডের অ্যাস্ট্রোনমার রয়েলের অধ্যাপক ক্যাথরিন হেইম্যানস বলেন, ‘অনেকের কাছেই এটা স্পষ্ট—মহাবিশ্বে শুধু আমরাই (পৃথিবীর বাসিন্দা) একমাত্র বুদ্ধিমান প্রাণী নই। মহাবিশ্বে আমরা একা কি না, সেই প্রশ্নের উত্তর বের করার প্রযুক্তি ও সক্ষমতা আমাদের রয়েছে।’ সূত্র: কালের কণ্ঠ

ইউক্রেনে এক রাতে ৪০ ড্রোন হামলা

ইউক্রেন যুদ্ধের অবসানের কোনো ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে না। বরং উভয় পক্ষের আক্রমণ এবং পাল্টা আক্রমণ আরও জোরদার হচ্ছে। এর মধ্যে ইউক্রেনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে এক রাতেই ৪০টির মতো ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে ৩০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। রাশিয়া যেসব ড্রোন দিয়ে হামলা চালিয়েছে সেগুলো ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন বলে জানা গেছে। গতকাল ইউক্রেনের আঞ্চলিক ও সামরিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। সাউথ মিলিটারি কমান্ড জানিয়েছে, ভিনিতসিয়া অঞ্চলে ২০টি ড্রোন ও দক্ষিণাঞ্চলীয় ওডেসা এবং মিকোলাইভ অঞ্চলে ১০টির বেশি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। সাউদার্ন কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক ইউক্রেনের একটি টেলিভিশনকে বলেন, দানুব নদীসহ বন্দরের বিভিন্ন স্থাপনায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনের অন্যান্য অঞ্চলেও হামলার চেষ্টা করা হচ্ছে। দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতেই এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। ওডেসা বন্দরে ইউক্রেনের শস্য রপ্তানির কাজে নিয়োজিত বিভিন্ন স্থাপনা ও ভবনে গত জুলাই মাস থেকেই বিমান হামলা আরও বাড়িয়েছে রাশিয়া। সে সময় জাতিসংঘের হস্তক্ষেপে একটি শস্য চুক্তি প্রত্যাহার করে রাশিয়া। ওই চুক্তির আওতায় কৃষ্ণসাগরে নিরাপদে ইউক্রেনের শস্য রপ্তানি করা সম্ভব হতো। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

রাশিয়ার বজ্র ক্ষেপণাস্ত্রে ক্ষুধায় মরবে ইউক্রেন
ক্ষেপণাস্ত্রটি ভূপাতিতের সময় চারপাশ উত্তপ্ত করে ৬০ মাইল উঁচু থেকে ১.৫ মিলিয়ন বর্গমাইল এলাকা নিমিষে ধ্বংস করে দিতে পারে

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই বিভিন্ন বিধ্বংসী অস্ত্রের সাক্ষী হচ্ছে বিশ্ব। পারমাণবিক শক্তিধর মস্কোর স্বল্পপাল্লার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ক্লাস্টার যুদ্ধাস্ত্র অথবা কামিকাজে ড্রোনের ব্যবহার প্রায় প্রতিদিনই রক্ত ঝরাচ্ছে ইউক্রেনে। সামনে হয়তো আরও দুর্দিন দেখবে ইউরোপের এই ‘রুটির ঝুড়ি’র দেশটি। সমরাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি পারমাণবিক হামলার মুখে না পড়লেও রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ইলেকট্রোম্যাগনেটিক পালস (ইএমপি) অথবা ‘বজ্রপাত’ ক্ষেপণাস্ত্র বিপর্যয়ে ধ্বংস হয়ে যেতে পারে ইউক্রেনের মানবসভ্যতা। লেজার রশ্মির আলোর গতিতে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই অকেজো করে দিতে পারে পুরো একটি শহরকে। বজ্রপাত যেমন অবকাঠামো থেকে শুরু করে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, ইলেকট্রনিক যন্ত্র, রাডার-বিমান প্রভৃতি নষ্ট করে দিতে পারে, একইভাবে ইএমপি রশ্মিও এসব বস্তু ধ্বংস করতে সক্ষম। আর রাশিয়া ‘বজ্র ক্ষেপণাস্ত্র’ আঘাত করলে প্রায় সঙ্গে সঙ্গেই অচল হয়ে যাবে ইউক্রেনের তাপবিদ্যুৎ-জ্বালানি শক্তি ও পানি সরবরাহ ব্যবস্থা। তৈরি হবে আতঙ্ক আর সহিংসতা। একপর্যায়ে ক্ষুধায় মরবে পুরো ইউক্রেন। ডেইলি মেইল।ইএমপি কী এবং এটি কীভাবে কাজ করে : ইলেকট্রোম্যাগনেটিক পালস অস্ত্র কার্যকরভাবে একটি পারমাণবিক বোমা বা ক্ষেপণাস্ত্র। সূত্র: যুগান্তর

ভারতে আফগান দূতাবাস বন্ধ ঘোষণা, অসহযোগিতার অভিযোগ

ভারতে দূতাবাসের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে আফগানিস্তান। ভারত সরকারের পক্ষ থেকে অসহযোগিতাপূর্ণ আচরণসহ কয়েকটি কারণ উল্লেখ করে আজ রোববার (১ অক্টোবর) থেকে দূতাবাস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। খবর: এনডিটিভি’র-শনিবার রাতে তিন পৃষ্ঠার বিবৃতিতে ১ অক্টোবর থেকে দূতাবাস বন্ধের এ ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত পরিতাপের বিষয়, নয়া দিল্লিতে আফগান দূতাবাস বন্ধ করে দিতে হচ্ছে। আমাদের অনুরোধ, এর আগে ভারত সরকারের কাছে জমা দেওয়া চার দফা যেন গুরুত্বের সঙ্গে দেখা হয়। বিশেষ করে দূতাবাস প্রাঙ্গণে যেন আফগানিস্তানের পতাকা ওড়াতে দেওয়ার বিষয়টি যেন বিবেচনা করা হয় এবং কাবুলের ভবিষ্যত বৈধ সরকারের কাছে দূতাবাসের সমস্ত কিছু যেন হস্তান্তর করা হয়।’ আফগান রাষ্ট্রদূত ফরিদ মাহমুদজাই। তিনি তালেবানপূর্ববর্তী আশরাফ গনি সরকারের নিয়োগপ্রাপ্ত। ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পরও তিনিই ভারতীয় আফগান দূতাবাসের প্রধান রয়ে গেছেন। পরে ট্রেড কাউন্সিলর কাদির শাহ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে নিজেকে দূতাবাসটির তালেবান দ্বারা নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দাবি করেন। যদিও ভারতের আফগান দূতাবাসের দেওয়া বিবৃতিতে কূটনৈতিক মিশনটিতে ক্ষমতার দ্বন্দ্বের অভিযোগ শক্তভাবে নাকচ করা হয়েছে। সূত্র: সমকাল

ফিলিস্তিনকে পাশ কাটিয়ে চুক্তি!

যুক্তরাষ্ট্রের উদ্যোগে সৌদি আরব ও ইসরায়েল ঐতিহাসিক চুক্তির রূপরেখা নিয়ে এগিয়ে যাচ্ছে। হোয়াইট হাউস গত শুক্রবার এ কথা জানায়। কয়েক দশকের শত্রুতামূলক সম্পর্ক স্বাভাবিক করতে উভয় দেশের মধ্যে চুক্তি প্রণয়নে জোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ‘চুক্তি চূড়ান্ত করতে সব পক্ষই তৎপর রয়েছে। আমি মনে করি, একটি মৌলিক কাঠামো তৈরিতে আমরা সক্ষম হব।’ তিনি আরও বলেছেন, কিন্তু যেকোনো জটিল ব্যবস্থার মতো, অবশ্যম্ভাবীভাবে যা হবে, ‘এই চুক্তি চূড়ান্ত করতে প্রত্যেককে কিছু না কিছু করতে হবে। প্রত্যেককে কিছু বিষয়ে আপসও করতে হবে।’যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর পর তার মধ্যপ্রাচ্যের মিত্র ইসরায়েল ও সৌদি আরবকে সম্পর্ক স্বাভাবিক করার জোর তৎপরতা চালাচ্ছে। সৌদি আরবও ভবিষ্যৎ নিরাপত্তা এবং নিজস্ব সক্ষমতা বৃদ্ধির স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে চলছে। রিয়াদ-তেল আবিব সম্পর্ক স্বাভাবিক করার সবচেয়ে বড় আঞ্চলিক চ্যালেঞ্জ হলো ফিলিস্তিন ইস্যু। সূত্র: দেশ রুপান্তর

ফিলিস্তিনি বন্দীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, নারী গার্ড নিষিদ্ধ করছে ইসরায়েল

ফিলিস্তিনি বন্দীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগের পর ইসরায়েলি নারী সৈন্যদের উচ্চ নিরাপত্তা কারাগারের গার্ড হিসেবে কাজ করা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসির।ইসরায়েলি গণমাধ্যম বলছে, এক ফিলিস্তিনি ব্যক্তির সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতার কথা স্বীকার করে এক সৈন্য ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর মারাত্মক হামলা চালিয়েছে।
ওই নারী সেনাবাহিনীতে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। কারণ বেশিরভাগ ইসরায়েলিদের জন্য সামরিক বাহিনীতে চাকরি করা বাধ্যতামূলক। নিয়ম অনুযায়ী নারীদের কমপক্ষে দুই বছর এবং পুরুষদের ৩২ মাস বাধ্যতামূলক সামরিক বাহিনীতে কাজ করতে হবে। সূত্র: ইত্তেফাক

ভোটে হেরে প্রতিদ্বন্দ্বী বিজয়ীকে অভিবাদন জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

নির্বাচনে পরাজয়ের পর বিরোধী দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের (পিএনএস) মোহামেদ মুইজ্জুকে অভিবাদন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) ইব্রাহিম মোহাম্মদ সলিহ।এদিকে মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে জয়ী হয়েছেন বিরোধী দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের (পিএনএস) মোহামেদ মুইজ্জু। খবর এএফপি, রয়টার্সের।শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ভোটের ফলাফল গণনা শেষে বর্তমান প্রেসিডেন্ট ও মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) ইব্রাহিম মোহাম্মদ সলিহ এক্সের (সাবেক টুইটার) এক বার্তায় নিজের পরাজয় স্বীকার করে মুইজ্জুকে অভিবাদন জানান। সূত্র: কালবেলা

ভারতে ধর্ষণের শিকার কিশোরীর সাহায্যের আকুতি, ফিরিয়ে দিল সবাই

মধ্যপ্রদেশের উজ্জয়ীন শহরে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা সামনে এসেছে। এই নির্যাতনের ঘটনা আরও নির্মম হয়ে উঠেছে, কারণ সিসিটিভি ফুটেজে দেখা গেছে ১২ বছর বয়সী ওই কন্যা-শিশুটি রক্তাক্ত এবং অর্ধ-নগ্ন অবস্থায় নানা লোকের কাছে সহায়তা চাইছে, তবে সবাই তাকে তাড়িয়ে দিচ্ছেন। একটি আশ্রমের পুরোহিত তাকে দেখতে পেয়ে নিজের জামা খুলে ওই শিশুটিকে দেন এবং তিনিই পুলিশে খবর দেন। পুলিশ বলছে ওই শিশুটির শারীরিক অবস্থা দেখে তাকে ইন্দোরের বড় হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার সফল অস্ত্রোপচারও হয়েছে।উজ্জয়ীনের পুলিশ সুপারিন্টেডেন্ট সচিন শর্মা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ডাক্তারি পরীক্ষায় শিশুটিকে যে ধর্ষণ করা হয়েছিল, তা নিশ্চিত হওয়া গেছে। তারা পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছে, যদিও ঘটনার তিনদিন পার হয়ে গেলেও কাউকেই এখনও পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি।মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম জানিয়েছেন ঘটনার তদন্ত করতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা ।

শেষ মুহূর্তের চুক্তিতে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্রের সরকার

শেষ মুহূর্তে এসে সরকার অচল (শাটডাউন) হওয়া এড়ালো যুক্তরাষ্ট্র। সরকারে স্বল্পমেয়াদী অর্থায়নের বিষয়ে হাউজ অব কমনস এবং সিনেটের মধ্যে সমঝোতা হওয়ায় বড় সংকট থেকে বেঁচে গেছে বাইডেন প্রশাসন। এই চুত্তি না হলে যুক্তরাষ্ট্রের লাখ লাখ সরকারি কর্মচারীকে বিনাবেতনে ছুটিতে পাঠাতে হতো, বন্ধ হয়ে যেতো সরকারের গুরত্বপূর্ণ বিভিন্ন সেবা।বিবিসি জানিয়েছে, শনিবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন সরকারকে আগামী নভেম্বরের মধ্যভাগ পর্যন্ত অর্থায়ন সংক্রান্ত একটি বিল (স্টপগ্যাপ ফান্ডিং বিল) ৮৮-৯ ভোটে পাস হয়েছে সিনেটে। তবে এতে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তার পরিকল্পনা রাখা হয়নি।
এর আগে, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসেও দ্বিপক্ষীয় সমর্থনে পাস হয়ে আসে বিলটি। সিনেটে পাস হওয়ার পর এবার মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন পেলেই আইনে পরিণত হবে সেটি। নিজ দলের প্রস্তাব হওয়ায় জো বাইডেন এতে আপত্তি করবেন না বলেই ধরে নেওয়া হচ্ছে। সূত্র: জাগো নিউজ