আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
সাংবাদিক সঙ্গীর সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ১০ বছরের সম্পর্ক ভাঙল
টেলিভিশন সাংবাদিক আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে ১০ বছরের সম্পর্ক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। গতকাল শুক্রবার মেলোনি জানিয়েছেন, সঙ্গী আন্দ্রেয়ার সঙ্গে তাঁর আর সম্পর্ক নেই। তাঁরা আলাদা হয়ে গেছেন। সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে তুমুল সমালোচিত হয়েছিলেন আন্দ্রেয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে গতকাল ৪৬ বছর বয়সী জর্জিয়া মেলোনি লিখেন, ‘আন্দ্রেয়ার সঙ্গে আমার সম্পর্ক প্রায় ১০ বছরের। এটা এখানেই শেষ হচ্ছে। আমাদের পথ ভিন্ন হয়েছে এবং এটা স্বীকার করার সময় এসেছে।’
আন্দ্রেয়া–মেলোনির ৭ বছরের একটি মেয়েসন্তান রয়েছে।ইতালির মিডিয়াসেট চ্যানেলের সাংবাদিক ও সংবাদ উপস্থাপক আন্দ্রেয়া। এই চ্যানেলটি ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির এমএফই মিডিয়া গ্রুপের মালিকানাধীন। মেলোনির রাজনৈতিক মিত্র ছিলেন বেরলুসকোনি। একটি দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীকে দায়ী করে মন্তব্য করায় গত আগস্ট মাসে সমালোচিত হয়েছিলেন আন্দ্রেয়া। পরে নিজের চ্যানেলে অনুষ্ঠানের ফাঁকে নারী সহকর্মীর প্রতি অশ্লীল মন্তব্য নিয়েও তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। সূত্র: প্র্রথম আলো


উত্তরেও সংঘাতের শঙ্কা
লেবানন সীমান্তের লোক সরিয়ে নিচ্ছে ইসরায়েল
সহিংসতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় ইসরায়েলি বাহিনী লেবানন সীমান্ত থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। উত্তর ইসরায়েলের শহর কিরিয়াত শমোনা থেকে ২০ হাজারের মতো বাসিন্দাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। লেবাননভিত্তিক শিয়া মতাবলম্বী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে থেমে থেমে চলা সংঘাতের মধ্যে ইসরায়েল সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণের গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ের জেরে উত্তর সীমান্তেও উত্তেজনা সৃষ্টি হয়েছে। লেবাননে থাকা ইসরায়েলবিরোধী শক্তিশালী বাহিনী হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েলের সংঘাতের আরেকটি ফ্রন্ট খুলবে কি না, তা নিয়ে কয়েক দিন ধরেই জোর আলোচনা চলছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড কিরিয়াত শমোনা শহরের মেয়রকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ, পর্যটন মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। সূত্র: কালের কণ্ঠ
সংঘাতের বিস্তার ঘটলে পরিণতি হবে ভয়াবহ : সৌদি যুবরাজ
ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে চলমান সংঘাতের বিস্তার ঘটলে পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠকের সময় এমন হুঁশিয়ারি দেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যুবরাজ সালমান বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইল যেভাবে নির্বিচার বোমা হামলা চালাচ্ছে তা স্পষ্টতই গর্হিত অপরাধ। গাজার বেসামরিক নাগরিকদের নিশানা করে ইসরাইলের বোমাবর্ষণকে সৌদি আরব পাশবিক হামলা হিসেবে বিবেচনা করছে। একই সঙ্গে গাজায় এসব নিরীহ মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যুবরাজ সালমান বলেন, সংঘাতের বিস্তার ঠেকাতে অবিলম্বে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে হবে। এ সংঘাতের আরও বিস্তার যাতে না ঘটে, তা নিশ্চিত করতে হবে। কারণ এ সংঘাত চলতে থাকলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এর পরিণতি হবে বিপজ্জনক। সূত্র: বিডি প্রতিদিন ।
আইএমএফের দ্বিতীয় কিস্তির ৩৩ কোটি ডলারের ঋণও পেতে যাচ্ছে শ্রীলঙ্কা
দক্ষিণ এশিয়ার ঋণে জর্জরিত দেশ শ্রীলঙ্কাকে আরও এক দফায় ঋণ সহায়তা দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সিদ্ধান্ত অনুসারে আইএমএফ শ্রীলঙ্কাকে আরও ৩৩ কোটি ডলার ঋণ দিতে যাচ্ছে। গত বৃহস্পতিবার আইএমএফ ও শ্রীলঙ্কার কর্মকর্তারা ঋণের শর্তের বিষয়ে একমত হওয়ার পর এ ঘোষণা দেয় আইএমএফ। আইএমএফের বাইরেও শ্রীলঙ্কা চীন, জাপান, ভারতসহ বিভিন্ন দাতা দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আইএমএফ শ্রীলঙ্কাকে ২৯০ কোটি ডলার ঋণসহায়তা দেবে বলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত দেশটিকে আইএমএফের তরফ থেকে ৩৩ কোটি ডলার সহায়তা দেওয়া হয়েছে। এবার দ্বিতীয় দফায় আরও ৩৩ কোটি ডলার ঋণসহায়তার ঘোষণা দিল তারা। কর্মকর্তা পর্যায়ের এই আলোচনায় সবকিছু ঠিকঠাক থাকলেও এই ঋণের কিস্তি পাওয়ার বিষয়টি নির্ভর করছে আইএমএফের নির্বাহী বোর্ডের চূড়ান্ত অনুমোদনের ওপর। প্রতিষ্ঠানটি আলোচনা চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, ‘শ্রীলঙ্কার জন্য সুবিধাজনক শর্তে তারা ঋণ পরিশোধের ক্ষেত্রে যে প্রস্তাব দিতে চায়, তা মেনে নিতে আমরা সব ঋণদাতাকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’ সূত্র: আজকের পত্রিকা।
সৌদি-ইসরায়েলের নতুন সম্পর্ক ভাঙা হামাসের উদ্দেশ্য: বাইডেন
সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্ভাব্য মিত্রতা সমূলে ধ্বংস করা হামাসের সাম্প্রতিক হামলার অন্যতম উদ্দেশ্য বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইসরায়েলে হামাসের হামলা চলানোর অন্যতম কারণ হলো- তারা জানে যে আমি ইসরায়েল-সৌদির সম্পর্ক ঘনিষ্ট করার চেষ্টা চালাচ্ছি এবং (এ ব্যাপারে) সৌদির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। শুক্রবার রাজধানী ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বাইডেন এ কথা বলেন।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যে রাষ্ট্র আকারে গঠন হতে থাকা ইসরায়েলকে মেনে নেয়নি ওই অঞ্চলের মুসলিম রাষ্ট্রগুলো। দশকের পর দশক ধরে ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের মুসলিম শাসিত এই রাষ্ট্রগুলোর বৈরী সম্পর্ক ছিল। খবর রয়টার্সের। সূত্র: সমকাল
যে কারণে ‘নতুন গাজা’ চায় ইসরায়েল
গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে তিন ধাপের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইহুদী রাষ্ট্র ইসরায়েল। আর এই পরিকল্পনার শেষ ধাপে গাজায় একটি ‘নতুন শাসনব্যবস্থা’ প্রতিষ্ঠার পকিল্পনা রয়েছে। অর্থাৎ, গাজায় এমন একটি শাসনব্যবস্থা ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়, যাতে করে ভবিষ্যতে আর এই অঞ্চল নিয়ে তাদের মাথা ঘামাতে না হয়। ২০০৫ সালে গাজা থেকে সেনা প্রত্যাহারের পর ২০০৭ সালে হামাসের ক্ষমতা দখলের পরপরই ছোট ভূখণ্ডটিতে জল-স্থল-আকাশপথে অবরোধ আরোপ করে ইসরায়েল।তবে অবরুদ্ধ এলাকাটিতে সব ধরনের জরুরি সেবা এবং পণ্য আমদানির বিষয়টি নিয়ন্ত্রণ করছিল ইসরায়েল। সূত্র: বিডি নিউজ
স্বেচ্ছানির্বাসন শেষে শনিবার দেশে ফিরছেন নওয়াজ শরীফ
যুক্তরাজ্যে চার বছরের স্বেচ্ছানির্বাসন শেষে আজ শনিবার (২১ অক্টোবর) দেশে ফিরে আসছেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। দীর্ঘ রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলার মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রী নির্বাসন থেকে ফিরে আসবেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় সাবেক এই প্রধানমন্ত্রীর বিমান ইসলামাবাদে অবতরণ করবে বলে জানা গেছে। দেশে ফিরেই তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। খবর জিও টিভি। ইতিমধ্যে ইসলামাবাদ, পেশোয়ার, লাহোরসহ বিভিন্ন স্থানে বিশাল আয়োজনের মাধ্যমে নওয়াজ শরীফকে স্বাগত জানানোর প্রস্তুতি নেয়া হয়েছে। নওয়াজ শরিফের আগমনকে কেন্দ্র করে মিনার-ই-পাকিস্তানে জনসমাবেশের আয়োজন করে পাকিস্তার মুসলিম লীগ (পিএমএল)।এদিকে দেশে দেশে ফিরে আসার পর ‘সব ধরনের পরিস্থিতির’ মোকাবেলা করবেন বলে জানিয়েছেন নওয়াজ শরীফ। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এবং সর্বাধিক জনবহুল প্রদেশে তার সমর্থন সবচেয়ে শক্তিশালী। ভক্তরা তাকে ‘পাঞ্জাবের সিংহ’ বলে ডাকেন।দেশটির অন্যতম ধনী ব্যক্তি ৭৩ বছর বয়সী নওয়াজ শরীফ একজন ইস্পাত ব্যবসায়ী। পাকিস্তানের সম্পদশালী ব্যাক্তিদের মধ্যে তিনি অন্যতম। কিন্তু তার ‘মাটির মানুষ’ আচরণের জন্য সমর্থকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। সূত্র: দেশ রুপান্তর
হঠাৎ কেন দুই মার্কিন বন্দিকে মুক্তি দিল ফিলিস্তিনিরা?
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি থাকাদের মধ্যে দুই মার্কিন নাগরিককে ছেড়ে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গতকাল শুক্রবার (২০ অক্টোবর) ওই দুই আমেরিকানকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড। খবর আলজাজিরার।
আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে বলেছেন, ‘আল-কাসেম ব্রিগেড মানবিক কারণে দুই আমেরিকান নাগরিককে (একজন মা ও তার মেয়ে) মুক্তি দিয়েছে। দুজনকে মুক্ত করে তারা আমেরিকান জনগণ ও বিশ্বের কাছে প্রমাণ করতে চান যে বাইডেন এবং তার প্রশাসনের দাবিগুলো মিথ্যা ও ভিত্তিহীন।অন্যদিকে হামাস জিম্মিদের মধ্যে কয়েকজনকে মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করার প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েল এই প্রস্তাবে এখনো রাজি হয়নি বলে জানিয়েছে বিবিসি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে আকস্মিক হামলা চালায় হামাস। নজিরবিহীন এই হামলায় সহস্রাধিক ইসরায়েলি নিহত হওয়ার পাশাপাশি শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস। এ ছাড়া হামাসের হামলার জবাবে ইসরায়েলের পাল্টা আক্রমণে গাজায় চার হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। সূত্র কালবেলা
‘নিষেধাজ্ঞায় ভারত, চীন নির্ভরতা বাড়বে ঢাকার’
নিষেধাজ্ঞায় ভারত, চীন নির্ভরতা বাড়বে ঢাকার – কালের কন্ঠের প্রধান শিরোনাম এটি। বিস্তারিত হল বাংলাদেশে সংঘাতময় নির্বাচনের আশঙ্কা করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপির মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে নির্বাচন বিতর্কিত বা নির্বাচনে কারচুপি হলে তা থেকে বড় ধরনের আন্দোলন দানা বাধতে পারে। গতকাল শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে ক্রাইসিস গ্রুপ এই পূর্বাভাস দিয়েছে। প্রতিবেদনে এও বলা হয়, নির্বাচন ভালো না হলে যুক্তরাষ্ট্র ও অন্য পশ্চিমা দেশগুলো আওয়ামী লীগ সরকারের শীর্ষ কর্মকর্তা বা প্রতিনিধিদের ওপর ভিসা বিধি-নিষেধের মতো আরো নিষেধাজ্ঞা দিতে পারে। তবে এর ফলে ভারত ও চীনের ওপর বাংলাদেশ সরকারের নির্ভরতা আরো বাড়তে পারে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে। সূত্র: বিবিসি বাংলা।
ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে ‘মারাত্মক ভুল’ করছে যুক্তরাষ্ট্র
অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলার পর থেকেই ইসরায়েলকে একতরফাভাবে সহায়তা ও সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের মধ্যেই ইসরায়েলের প্রতি সংহতি প্রদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত তেলআবিবে ছুটে গেছেন। তবে ইসরায়েলকে এমন একতরফা সহায়তা ও সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র সরকার ‘মারাত্মক ভুল’ করছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব প্যাসিফিকের আইন বিভাগের অধ্যাপক ওমর দাজানি। খবর আলজাজিরার।ওমর দাজানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে স্বীকার করেছেন ৯/১১-এর পর যুক্তরাষ্ট্রও এই একই পথে হেঁটেছিল। তিনি বলেন, কিন্তু এই পথে হেঁটে তেমন লাভবান হতে পারেনি আমাদের যুক্তরাষ্ট্র। এটি ইসরায়েলের জন্যও বিপর্যয়মূলক নীতি হিসেবে প্রমাণিত হয়েছে। ইসরায়েল বছরের পর বছর ধরে হামাসের আক্রমণের মতো যে কোনো ঘটনায় পাল্টা জবাব দেওয়ার কৌশল নিয়েছে। যদিও তারা অসম প্রতিক্রিয়া দেখিয়েছি।