সরকারবিরোধীরা এখন গুজব এবং অপ্রচার চালাচ্ছে : দীপু মনি
‘সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই ডান বাম মিলিয়ে সরকারবিরোধীরা এখন গুজব এবং অপ্রচার চালাচ্ছে-বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, সমাবেশের নামে সহিংসতা করার পরিকল্পনা আছে বিএনপির। কারণ বিএনপি-জামায়াতের এমন অতীত রেকর্ড আছে।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


এ সময় কোচিং বাণিজ্য নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘নতুন শিক্ষানীতি নিয়ে বিএনপি-জামায়াত অপ্রচার চালাচ্ছে। তাই গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
দীপু মনি বলেন, ‘আওয়ামী লীগ শান্তির স্বপক্ষে ও মানুষের অধিকারের পক্ষে। সেই দায়িত্ব আওয়ামী লীগ সবসময় পালন করে এসেছে। তাই সরকারের পাশাপাশি দলও দায়িত্ব পালন করবে। সমাবেশের নামে বিএনপির সহিংসতা করার পরিকল্পনা আছে বলে জনমনে আশঙ্কা রয়েছে। তাই উন্নয়নশীল দেশের মতো এমন একটি দেশে সহিংসতা করা কোনো রাজনৈতিক দলেরই উচিত নয়।’
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।