আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের ঘাঁটিতে হামলা, ইরান–সমর্থিত গোষ্ঠীকে সন্দেহ
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর একটি ঘাঁটিতে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর সেন্ট্রাল কমান্ড গতকাল শনিবার এ হামলার খবর জানিয়েছে। হামলার জন্য ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে তারা।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সেন্টকম লিখেছে, ইরাকের পশ্চিমাঞ্চলে আল-আসাদ বিমানঘাঁটিতে ইরান–সমর্থিত জঙ্গিরা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে। গতকাল বাগদাদের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে এ হামলা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সূত্র: প্রথম আলো


হামাসকে নির্মূলের লক্ষ্য
নেতানিয়াহুর সঙ্গে মতান্তর তাঁর শীর্ষ সহযোগীর
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সত্য কথা বলছেন না বলে অভিযোগ করেছেন তাঁরই যুদ্ধকালীন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য গাদি আইসেনকট। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই যুদ্ধের ঘোষিত মূল লক্ষ্য হামাসকে পরাজিত করা কার্যত অবাস্তব। আর একমাত্র যুদ্ধবিরতির মাধ্যমেই হামাসের হাত থেকে বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা সম্ভব। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ নিউজকে গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে সাবেক জেনারেল গাদি আইসেনকট গাজা যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তাঁর মতবিভেদের বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরেন। তিনি বলেন, যাঁরা উত্তর গাজায় বড় হামলা চালিয়ে হামাসের সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছেন, তাঁরা সত্যটাই বলেছেন। কিন্তু যাঁরা দাবি করছেন, হামাস চরমভাবে পরাজিত হয়েছে, তাঁদের যুদ্ধ করার ইচ্ছা ও সামর্থ্য ফুরিয়ে গেছে, তাঁরা আসলে সত্য বলছেন না। এমন আষাঢ়ে গল্প বলার কোনো প্রয়োজন নেই।’ সূত্র: কালের কণ্ঠ
‘বাংলা ভাষা শেষ হয়ে যাবে না, কারণ পশ্চিমবঙ্গের কাছেই আছে বাংলাদেশ’
বাংলা ভাষা কোনোদিন শেষ হয়ে যাবে না কারণ পশ্চিমবঙ্গের কাছেই আছে বাংলাদেশ। শনিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ‘বাংলাদেশ দিবস’ অনুষ্ঠানে ‘সংযোগের সেতুবন্ধন: সাহিত্য, সংস্কৃতি ও শিল্পের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে এই মন্তব্য করেন বিশিষ্ট কবি ও পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির চেয়ারম্যান সুবোধ সরকার। এদিনের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, সম্মানিত আলোচক হিসেবে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যায়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ইমেরিটাস অধ্যাপক চিন্ময় গুহ, আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বিশিষ্ট নাট্যকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সম্মানিত অতিথি ছিলেন কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিবিদ চট্টোপাধ্যায়, গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ। সূত্র: সমকাল
বাইডেন-নেতানিয়াহু ফোনালাপ
দ্বি-রাষ্ট্রেও দ্বৈত নীতি
স্বীকৃতি পেলেও ইসরাইলের মতো সেনাবাহিনী থাকবে না ফিলিস্তিনের!
ফিলিস্তিন-ইসরাইল সংকটের একমাত্র সমাধান-‘দ্বি-রাষ্ট্র’। বিগত কয়েক দশক ধরেই এই অস্ত্রেই শান দিচ্ছেন বিশ্ব নেতারা। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞ শুরুর পর যুদ্ধবন্ধের বদলে আবারও সেই ‘দ্বি-রাষ্ট্র সমাধান’র সুর তুলছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের মতো ফিলিস্তিনকেও পৃথক রাষ্ট্র স্বীকৃতি। ফিলিস্তিন সংকট সমাধানে বৃহস্পতিবার নতুন করে দেওয়া যুক্তরাষ্ট্রের ‘দ্বি-রাষ্ট্র’ প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরদিন শুক্রবার গাজা পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে জরুরি ফোনালাপে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের দেওয়া তথ্যানুযায়ী, ফোনালাপে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন বাইডেন। একই কথা বলেছেন বাইডেনও। ‘দ্বি-রাষ্ট্র’ সমাধান কার্যকর হওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। নেতানিয়াহুর সঙ্গে আলোচনা প্রসঙ্গে হোয়াইট হাউজে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্রের কিছু নমুনায় সম্মত হতে পারে তা এখনো সম্ভব।’ তবে বন্ধু রাষ্ট্রের মন খুশি করা বাইডেনের এ ‘দ্বি-রাষ্ট্র’ ভাবনাতেও ‘দ্বৈত নীতির’ গন্ধ ছড়িয়েছে ফিলিস্তিনের বাতাসে। এএফপি।
সাংবাদিকদের বাইডেন বলেন, ‘অনেক ধরনের দ্বি-রাষ্ট্র সমাধান আছে। অনেক দেশই আছে যারা জাতিসংঘের সদস্য কিন্তু তাদের কোনো নিজস্ব সামরিক বাহিনী নেই। দ্বি-রাষ্ট্র সমাধান কাজ করতে পারে এমন অনেক উপায় আছে।’ এক্ষেত্রে নেতানিয়াহু ঠিক কোন উপায়ের জন্য রাজি ছিলেন-এমন প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, ‘এ বিষয়ে পরে জানানো হবে।’ অর্থাৎ, দ্বি-রাষ্ট্র সমাধান ব্যবস্থাতেও সমান মর্যাদা পাবে না ফিলিস্তিন! স্বীকৃতি পেলেও রাষ্ট্র সুরক্ষার ক্ষমতা থাকবে না। ইসরাইলের মতো সেনাবাহিনী থাকবে না। বাইডেন ও নেতানিয়াহুর বৈঠকের পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘প্রেসিডেন্ট (বাইডেন) এখনো ইসরাইল ও ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনায় বিশ্বাসী।’ সূত্র: যুগান্তর
স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা
যুক্তরাষ্ট্রের চাপের পরোয়া করছেন না নেতানিয়াহু
গাজা যুদ্ধ ১০০ দিন পেরিয়েছে, ইসরায়েলের দাবি হামাসের বহু সদস্যকে তারা হত্যা করেছে। এখন যুদ্ধ পরবর্তী গাজার নিয়ন্ত্রণ কে নেবে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠারই বা কী হবে এই নিয়ে চলছে আলোচনা। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এ অঞ্চলে সংকট সমাধানে দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলে আসছে, বিশ্বসম্প্রদায়ও সেটাই চাইছে। দ্বিরাষ্ট্র সমাধানের সহজ মানে হচ্ছে ইসরায়েল ও ফিলিস্তিন দু’টি আলাদা স্বাধীন-সার্বভৌম দেশ হবে। কিন্তু নিজের রাজনৈতিক ক্যারিয়ারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একমাত্র প্রত্যয় যেন কিছুতেই ফিলিস্তিন নামে কোনো স্বাধীন দেশের জন্ম হতে না দেওয়া। এমনকি নিজের এই অবস্থান বজায় রেখে সম্প্রতি তিনি প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রের দ্বিরাষ্ট্র সমাধানের বিরোধীতা করছেন। যদিও যুক্তরাষ্ট্র বলছে দ্বিরাষ্ট্র সমাধান নেতানিয়াহু ক্ষমতায় থাকাকালীনই সম্ভব। কিন্তু নেতানিয়াহু আবারও সাফ জানিয়ে দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতা চান না তিনি। সূত্র: দেশ রুপান্তর
বাংলাদেশের মতো মিয়ানমার সীমান্তেও কাঁটাতারের বেড়া দেবে ভারত
মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়ে জান্তার শত শত সদস্য প্রবেশ করছেন ভারতের মিজোরাম রাজ্যে। তাদের এই অবাধে ভারত প্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নরেন্দ্র মোদি সরকার। বাংলাদেশের মতো মিয়ানমার সীমান্তেও কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ কথা জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।ভারতীয় গণমাধ্যম মিন্টের এক প্রতিবেদনে খবরটি জানান হয়। গতকাল শনিবার আসাম পুলিশ কমান্ডোদের পাসিং আউট প্যারেডে এই ঘোষণা দেন অমিত শাহ। যে ফ্রি মুভমেন্ট রেজিম বা এফএমআর অনুযায়ী মিয়ানমার এবং ভারতের সীমান্তবর্তী মানুষ বিনা ভিসায় একে অন্যের দেশে যাতায়াত করতে পারেন সেই ব্যবস্থাও আপাতত বন্ধ করা হচ্ছে বলে জানান তিনি। অমিত শাহ বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত উন্মুক্ত। নরেন্দ্র মোদির সরকার ভারত-মিয়ানমার সীমান্ত সুরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তেও মতো মিয়ানমারের সঙ্গে সম্পূর্ণ সীমানায় আমরা বেড়া নির্মাণ করব।’ সূত্র: আজকের পত্রিকা।
হুথি হামলা ও মার্কিন প্রতিক্রিয়া দুটোই বিপজ্জনক: সৌদি আরব
লোহিত সাগরে হুথিদের আক্রমণ ও এর প্রতিক্রিয়ায় ইয়েমেনে মার্কিন হামলায় সৃষ্ট উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বাড়িয়ে দিতে পারে ওই অঞ্চলের চলমান সংঘাত। বিষয়টি নিয়ে সৌদি আরব ‘খুবই উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। খবর রয়টার্স। এনএনের জন্য ফরিদ জাকারিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা অবশ্যই খুব উদ্বিগ্ন। আপনি জানেন যে আমরা এ অঞ্চলে খুব কঠিন ও বিপজ্জনক সময়ে আছি। সে কারণেই আমরা উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছি।গত কয়েক সপ্তাহ ধরে লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে জাহাজে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর হামলায় এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্য চলাচলকে মন্থর করে দিয়েছে। এছাড়া গাজায় যুদ্ধ নিয়ে ইসরায়েলের অনমনীয় অবস্থান সংকট গভীর করেছে। সূত্র: বণিক বার্তা।
অন্য শিক্ষার্থীর থিসিস থেকে চুরির দায় স্বীকার করে নরওয়ের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
স্নাতকোত্তরের থিসিসে অন্য শিক্ষার্থীদের গবেষণাকর্ম থেকে চৌর্যবৃত্তির দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করেছেন নরওয়ের গবেষণা ও উচ্চশিক্ষামন্ত্রী স্যান্ড্রা বোর্চ। শুক্রবার (১৯ জানুয়ারি) চৌর্যবৃত্তির দায় স্বীকার করে নিয়ে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান স্যাড্রা। শুক্রবার তড়িঘড়ি করে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ৩৫ বছর বয়সসি স্যান্ড্রা বোর্চ বলেন, ‘আমি একটি বড় ভুল করেছি। সূত্র উদ্ধৃত না করেই আমি অন্যদের গবেষণাকাজের লেখা ব্যবহার করেছি। আমি দুঃখিত।’ স্যান্ডার বোর্চের ২০১৪ সালের গবেষণা নিবন্ধ এবং আরও কয়েকজনের নিবন্ধের মাঝে মিলের বিষয়টি উল্লেখ করে এ নিয়ে নরওয়েজিয়ান সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, স্যান্ড্রার কোনো লেখাতেই অন্যদের কাজ থেকে নেওয়া অংশের উদ্ধৃতি দেওয়া হয়নি।চৌর্যবৃত্তির বিষয়টি প্রকাশ্যে আনা একজন শিক্ষার্থী এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, অন্য শিক্ষার্থীর নিবন্ধ থেকে শব্দের পর শব্দ হুবহু চুরি করেছেন স্যান্ড্রা। এমনকি অন্য শিক্ষার্থীর নিবন্ধের ভুল বানানের শব্দও নিজের নিবন্ধে ভুল বানানেই লিখেছেন তিনি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
সিরিয়ায় বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ডের চার সদস্য নিহত, অভিযোগ ইসরায়েলের দিকে
ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর চারজন জ্যেষ্ঠ সদস্য সিরিয়ার রাজধানী দামেস্কে একটি বিমান হামলায় নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড। তারা জানিয়েছে, তাদের চারজন সামরিক উপদেষ্টার পাশাপাশি সিরিয়ার বেশ কয়েকজন সৈন্য ওই হামলায় নিহত হয়েছে। ইসরায়েল এই বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি।তবে ইরানের সাথে সম্পৃক্ততা রয়েছে, বহু বছর ধরে সিরিয়ায় এমন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
গত বছরের সাতই অক্টোবর থেকে ইসরায়েল-গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এরকম হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরানের রেভ্যুলশনারি গার্ড বাহিনীর সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকর্তারা প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারকে সহায়তা করতে কাজ করে আসছেন। সূত্র: বিবিসি বাংলা ।
বিদ্রোহীদের আক্রমণে ভারতে পালাল মিয়ানমারের ৬০০ সেনা
মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহীদের সংঘাত যতই তীব্র হচ্ছে ততই দেশটির সেনাবাহিনীর সদস্যদের ভারতের মিজোরামে পালিয়ে আশ্রয় নেওয়ার ঘটনা বাড়ছে।এরই মধ্যে মিজোরাম সরকার পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রকে অবহিত করেছে সৈন্যদের দ্রুত ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে। সম্প্রতি ভয়াবহ সংঘর্ষের মধ্যে মিয়ানমারের প্রায় ৬০০ সেনা সৈন্য ভারতে প্রবেশ করে আশ্রয় নিয়েছে।পশ্চিম মিয়ানমারের রাজ্য রাখাইনে একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর (আরাকান আর্মি) আক্রমণের মুখে তাদের ক্যাম্প দখল হওয়ার পর তারা মিজোরামের লংটলাই জেলায় আশ্রয় নেন। সরকারি সূত্রের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে এনডিটিভি।আশ্রয় নেওয়া সেনারা জানান, আসাম রাইফেলস ক্যাম্পে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।শিলংয়ের উত্তর-পূর্ব কাউন্সিল সভার অধিবেশনে বিষয়টি নিয়ে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে জরুরি আলোচনা হয়েছে। সূত্র: বাংলানিউজ