দাঁড়িয়ে থাকা চারজনকে পিষে মারলো বিআরটিসি বাস

দিনাজপুর সংবাদদাতা:দিনাজপুর সংবাদদাতা:
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪

দিনাজপুরের চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি চার্জারভ্যানে বিআরটিসি বাসের চাপায় ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় স্থানীয় লোকজন রাস্তা আটকে অবরোধ করেছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী বিআরটিসির দ্রুতগতির একটি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এসময় সামনে দাঁড়িয়ে থাকা আরও একটি ভ্যান ওই বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিআরটিসি বাসের চাপায় ৪ জন নিহত হয়েছেন। তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানাব।

স্থানীয় স্বেচ্ছাসেবক ফজলুর রহমান জানান, দুইজন চাকমা সম্প্রদায়ের রয়েছে। তারা মধু ব্যবসায়ী বলে জানা গেছে। বাকি দুইজন স্থানীয় বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।

Nagad