অসহযোগ আন্দোলনে উত্তাল দেশ, সংঘর্ষে নিহত ৯২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পরিবর্তনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচি চলছে। দেশে সংঘর্ষ-সহিংসতায় অন্তত ৯২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ পুলিশ সদস্য রয়েছেন।
আহত হয়েছেন অনেকে। এ ছাড়া বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৪ আগস্ট) সকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রতিবেদনটি লেখা পর্যন্ত এই প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।


সারাদেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, গুলি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে।
সবশেষ খবর পাওয়া পর্যন্ত সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ মোট ২২, ফেনীতে ৮, লক্ষ্মীপুরে ৮, নরসিংদীতে ৬, বগুড়ায় ৫, রংপুরে ৫, কিশোরগঞ্জে ৪, রাজধানী ঢাকায় ৬, মাগুরায় ৪, সিলেটে ৪, মুন্সিগঞ্জে ৩, ভোলায় ৩, পাবনায় ৩, কুমিল্লায় পুলিশ সদস্যসহ ৩, শেরপুরে ২, জয়পুরহাটে ১, হবিগঞ্জে ১, ঢাকার কেরাণীগঞ্জে ১, সাভারে ১, বরিশালে ১ ও কক্সবাজারে জন নিহত হয়েছেন।
এদিকে সোমবার (৫ আগস্ট) থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, নির্বাহী আদেশে সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি থাকবে।
এর আগে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন (কারফিউ) জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।