ই-স্পোর্টস কমিউনিটি আরও বড় করার পাশে থাকবে গিগাবাইট: আনাস খান

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৪

অনলাইন-ভিত্তিক কম্পিউটার কিংবা মোবাইল গেমিং প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট বা ই-স্পোর্টস এর বড় কমিউনিটি বাংলাদেশে রয়েছে। এই কমিউনিটি বড় করতে বরাবরের মতো পাশে থাকবে শীর্ষস্থানীয় মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও হার্ডওয়্যার সল্যুশন উৎপাদক প্রতিষ্ঠান গিগাবাইট।

শনিবার (১৯ অক্টোবর) নর্থ সাউথে তিনদিন ব্যাপী গেমিং প্রতিযোগিতার ফাইনালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মোঃ আনাস খান। এদিন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এই গেমিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়-নর্থ-সাউথের ইসিই ডিপার্টমেন্টের ইলহাম বনি রহমান। রানার্স আপ হয় নাফিজ ইমতিয়াজ। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নর্থ-সাউথের ইসিই বিভাগের ডিন ড. সাজ্জাদ হোসেন, চেয়ারম্যান ড. রাজেশ পালিত, ফ্যাকাল্টি এডভাইজার মো. শাহরিয়ার হোসেনসহ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিভাগের শিক্ষার্থী সহ নর্থ-সাউথের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।

এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ বন্যা-কবলিত মানুষের মাঝে ব্যয় করা হবে বলে জানিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিভাগের শিক্ষার্থী এবং সিইসি ক্লাবের সিনিয়র সদস্য আরাফাতুল হাসান সদয়। তিনি বলেন, সেই লক্ষ্য নিয়েই এই চেরিটি ইভেন্টটির আয়োজন করা হয়েছে। প্রথমে ১৯২ টিম নিয়ে আমরা গেমিং প্রতিযোগিতা শুরু করি। প্রাপ্ত অর্থ যাবে উত্তরাঞ্চলে বন্যা কবলিত মানুষের মাঝে। ছোটো করেও হলেও তাদের উপকারে আসবে। ধন্যবাদ গিগাবাইটকে-যাদের কারণে এটি সম্ভব হয়েছে।

এই প্রতিযোগিতা আয়োজন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এনএসইউসিইসি ক্লাবের শিক্ষার্থীরা। গেমিং প্রতিযোগিতাটির সার্বিক সহায়তা করেছে গিগাবাইট।

খাজা মোঃ আনাস খান আরও বলেন, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনএসইউসিইসি ক্লাবের শিক্ষার্থীদের এই উদ্যোগের সাথে থাকতে পেরে আমরা আনন্দিত। সারদের কাছ থেকে জানতে পেরেছি-ভবিষ্যতে ই-স্পোর্টসের পাশাপাশি ফিজিক্যাল টুর্ন্টামেন্টের আয়োজন করতে চায়-তখনও এনএসইউ-র এসব শিক্ষার্থীদের পাশে থাকবে গিগাবাইট।

Nagad

এটি গেমিং প্রতিযোগিতাটি পরিচালনা করেন সিইসি ক্লাবের সভাপতি মইনুল হক নাজিম, সহ সভাপতি গালিব আহসান, সাধারণ সম্পাদক মুহিবুল হাসান, যুগ্ম-সম্পাদক ইশরাকা জহির, কোষাধক্ষ মো: আব্দুল্লাহ আলমুন, আরাফাতুল হাসান সদয়, নাসিব তালুকদার, ফারহান তানভীর প্রত্যয়, মো: মেহেনুফ হোসেন সহ ক্লাবের সদস্যরা।