শিক্ষার্থীদের সঙ্গে পরীমনির মজার মুহূর্ত: ‘ক্লাস ফাঁকি দিয়ে কেন নালিশ দেবেন?’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪

বর্তমানে পিরোজপুরে তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন পরীমনি, যেখানে তিনি নানা শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গিয়েছেন। এই সময়টুকু তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে, যার মধ্যে একটি ভিডিও প্রকাশ করেছেন মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে।

ভিডিওতে দেখা যায়, এক ঝাঁক শিক্ষার্থী পরীমনির সঙ্গে দেখা করতে এসেছে এবং তিনি তাদের সঙ্গে কথা বলেন। মজা করে তিনি বলেন, “ক্লাস ফাঁকি দিয়ে এসেছো? তোমাদের শিক্ষকদের কাছে নালিশ করবো!” এরপর শিক্ষার্থীদের সঙ্গে ছবি তুলেন এবং বিদায় বেলায় বলেন, “বিকালে আবারও এসো।”

ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন, “আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক।” এই ভিডিওটি পোস্ট করার পর তার ভক্তরা মন্তব্যে প্রশংসা জানিয়ে ভালোবাসা ও দোয়া জানিয়েছেন।

এদিকে, তার নানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে নানা আয়োজন চলছে। পরীমনি নিজ হাতে রান্না করছেন মাটির চুলায়, এবং বাড়ির মানুষের জন্য পায়েস রান্না করার কথা জানান।