ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, দাম বেড়েছে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আলু ও পেঁয়াজ রপ্তানির স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় বাংলাদেশে হিলি স্থলবন্দর দিয়ে এসব পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। এর ফলে আলু ও পেঁয়াজের দাম বেড়েছে। বর্তমানে হিলি বন্দর এলাকায় ভারতীয় আলু ৭০ টাকা কেজি, দেশি আলু ৭৫ টাকা কেজি এবং ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে পেঁয়াজ আমদানি হয়নি, তবে সোমবার ২ ট্রাক আলু আগের বুকিং অনুযায়ী আসলেও দাম বেড়ে গেছে। একদিনে প্রতি কেজি আলুর দাম ১০ টাকা বেড়ে ৭০ টাকায় দাঁড়িয়েছে। তবে পেঁয়াজের দাম এখনও স্বাভাবিক রয়েছে।


রপ্তানিকারকরা জানান, ভারতের বিভিন্ন এলাকায় আলু ও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় রাজ্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তারা সরকারকে অনুরোধ করেছেন, যেন অন্য রাজ্য থেকে এসব পণ্য রপ্তানি করা যায়। হিলি বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, স্লট বুকিং বন্ধ থাকায় বুধবার থেকে হিলি বন্দরে আলু ও পেঁয়াজ আমদানি শঙ্কার মধ্যে পড়েছে।