শেখ হাসিনা আমলের দুর্নীতির সামগ্রিক চিত্র আসবে: প্রেস সচিব
দেশের সম্পদ লুটপাট ও মহাচুরির মাধ্যমে দেশকে ধ্বংসস্তূপে পরিণত করা ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ রবিবার (১ ডিসেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত ১৫ বছরে সংঘটিত নৈরাজ্যের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। গুম, খুন ও গণহত্যার পাশাপাশি মহাচুরিরও বিচার হবে।


শফিকুল আলম জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন করা হচ্ছে এবং শিগগিরই চুরির বিচার শুরু হবে। পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন তিনি।
ফরেন সার্ভিস একাডেমির অনুষ্ঠানে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে। কমিটির প্রধান অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য তিন মাসের অনুসন্ধান শেষে এ প্রতিবেদন জমা দেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস শ্বেতপত্রের প্রতিবেদনে লুটপাটের চিত্র তুলে ধরে বলেন, এটি একটি ঐতিহাসিক ডকুমেন্ট, যা পাঠ্যবইয়ের অংশ হওয়া উচিত।
প্রেস সচিব শফিকুল আলম আশা প্রকাশ করে বলেন, রিপোর্টের হালনাগাদ শেষে শেখ হাসিনা শাসনামলের দুর্নীতির পূর্ণাঙ্গ চিত্র জাতি জানতে পারবে।