করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত ১১, চলতি বছর মোট শনাক্ত ৬৪৩
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩৪ জনের। আক্রান্তের হার ৩ দশমিক ২৯ শতাংশ।
সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৬৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৪ জনের। বর্তমানে দেশে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৮৮ জনে।
দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ৮৩৬টি। শনাক্তের গড় হার ১৩ দশমিক ৪ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৮ দশমিক ৪১ শতাংশ রোগী। মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যু হয় একজন করোনা আক্রান্ত রোগীর। এরপর থেকে নানা ধাপে সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি-অবনমনের মধ্য দিয়ে করোনা বাংলাদেশে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলেছে।
তথ্যসংক্ষেপ:
নতুন শনাক্ত: ১১ জন, মোট শনাক্ত (২০২৪): ৬৪৩ জন, মোট আক্রান্ত (শুরুর পর থেকে): ২০,৫২,১৮৮ জন, মোট মৃত্যু: ২৯,৫২৩ জন, চলতি বছরের মৃত্যু: ২৪ জন, সুস্থতার হার: ৯৮.৪১%, মৃত্যুর হার: ১.৪৪%, ২৪ ঘণ্টায় শনাক্ত হার: ৩.২৯%।