সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে ২০ জানুয়ারি দিবাগত রাতে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দাভোসে ২০ থেকে ২৪ জানুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে আন্তর্জাতিক নেতা, সংস্থার প্রধান, উদ্যোক্তা এবং কোম্পানির সিইওদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। এছাড়া তিনি আন্তর্জাতিক গণমাধ্যমেও সাক্ষাৎকার দেবেন।


ড. ইউনূসের পূর্ণাঙ্গ সফরসূচি এখনও চূড়ান্ত হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় তার কর্মসূচিতে কিছু পরিবর্তন আনা হতে পারে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি প্রধান উপদেষ্টার চতুর্থ বিদেশ সফর। এর আগে তিনি জাতিসংঘ অধিবেশনে যুক্তরাষ্ট্র, আজারবাইজানে কপ-২৯ সম্মেলন এবং মিশরে ডি-৮ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন।