কারণে-অকারণে সড়ক অবরোধ না করার অনুরোধ ডিএমপির
রাজধানীর সড়কে কারণবিহীনভাবে অবরোধ সৃষ্টি করে যান চলাচলে বিঘ্ন না ঘটাতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পরিচালক ও উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন গোষ্ঠী ও স্বার্থান্বেষী মহল নিজেদের দাবিদাওয়ার পক্ষে প্রতিবাদ জানাতে সড়ক অবরোধ করছেন। এর ফলে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
বিশেষ করে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অফিসগামী যাত্রীদের দৈনন্দিন চলাচলে বিঘ্ন ঘটছে। এমনকি বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে রোগী পরিবহণেও মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যানজট কমাতে ডিএমপির ট্রাফিক বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত সড়ক অবরোধের কারণে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
এই প্রেক্ষাপটে, নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখতে ডিএমপির পক্ষ থেকে অযথা সড়ক অবরোধ না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।