মোংলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মোংলা পৌর বিএনপি।

বুধবার (২১ মে) দুপুর সাড়ে ১২টায় মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক ও যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন।

তারা অভিযোগ করেন, গত মঙ্গলবার (২০ মে) এনসিপির প্ররোচনায় বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র জুলফিকার আলী এবং যুবদল নেতা ও সাবেক কাউন্সিলর মো. আলাউদ্দিনসহ ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩৪-৩৫ জনের বিরুদ্ধে মোংলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তারা এটিকে একটি পরিকল্পিত ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে উল্লেখ করেন।

নেতারা বলেন, শ্রমিক সংগঠনটির বৈধতা নিয়ে শ্রম দপ্তরের তদন্তে উঠে এসেছে, তাদের কোনো বৈধ সাধারণ সদস্য নেই। এ অবস্থায় নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল। কিন্তু এনসিপি হঠাৎ করে সভা ডেকে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা চালায়। এ ঘটনার সূত্র ধরেই মামলাটি দায়ের করা হয়।

তারা বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মকাণ্ডে বিশ্বাসী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সকল দলের সহাবস্থান ও মতপ্রকাশের অধিকারকে সম্মান করা হয়। মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে তারা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Nagad

প্রতিবাদ সমাবেশের ডাক
এই ঘটনার প্রতিবাদে আজ বুধবার (২১ মে) বিকেল ৫টায় মোংলা পৌর মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে মোংলা পৌর বিএনপি।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল মে দিবস উপলক্ষে মোংলা শ্রমিকদলের একটি প্রস্তুতি সভা এবং একই দিনে এনসিপির পক্ষ থেকে একটি সভা আয়োজন নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে ২৮ এপ্রিল স্টেজ নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে ২৯ এপ্রিল প্রশাসন কোনো পক্ষকেই সভা করতে দেয়নি।