অপসারণ নয়, পররাষ্ট্র সচিব নিজেই সরে যেতে চান : তৌহিদ হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, মে ২১, ২০২৫

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে সরিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, পররাষ্ট্র সচিব নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাচ্ছেন।

বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,

অপসারণ নয়, জসীম উদ্দিন নিজেই এই দায়িত্ব থেকে সরে যেতে চান। তার দায়িত্ব পরিবর্তন হবে। আগামী এক-দুদিনের মধ্যেই তিনি দায়িত্ব ছেড়ে দেবেন।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়, জসীম উদ্দিনকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। নজরুল ইসলাম এর আগে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।

গত বছরের ৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর এক মাস পর তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। তার স্থলে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে থাকা জসীম উদ্দিনকে পররাষ্ট্র সচিব করা হয়।

জসীম উদ্দিনের চাকরির মেয়াদ ছিল ২০২৬ সালের ১২ ডিসেম্বর পর্যন্ত। যদিও তাকে নতুন করে একজন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল, তিনি নিজ সিদ্ধান্তে পূর্ণ মেয়াদ শেষ না করেই ছুটিতে যাচ্ছেন।

Nagad

চীনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের আগে তিনি কাতার ও গ্রিসে রাষ্ট্রদূত ছিলেন। বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি ও ইসলামাবাদে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগে মহাপরিচালকের দায়িত্বেও ছিলেন তিনি।

রাষ্ট্রদূত হিসেবে এথেন্সে দায়িত্ব পালনকালে কনস্যুলার পরিষেবায় ইতিবাচক পরিবর্তনের জন্য ২০১৮ সালে বাংলাদেশ দূতাবাস ‘জনপ্রশাসন পদক’ অর্জন করে।