২-১ গোলে জয় পেয়ে খুশি লিওনেল মেসি

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২২

ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বড় অঘটনের শিকার হয়েছিলো আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় লিওনেল মেসিরা। শেষ পর্যন্ত খাদের কিনারা থেকে নক আউট পর্বে উঠে আর্জেন্টিনা।

শনিবার (০৪ ডিসেম্বর) দিবাগত রাতে বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। লিওনেল মেসির ক্যারিয়ারের হাজারতম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা।

ম্যাচটির প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে লিওনেল স্কালোনির দল। তবে এই মুহূর্তে আর্জেন্টিনা এগিয়ে আছে ২-১ ব্যবধানে। টিকে থাকার ম্যাচের প্রথমার্ধে আক্রমণে তেমন ধার দেখাতে পারেনি আর্জেন্টিনা।

অন্যদিকে, রক্ষণ আগলে খেলেছে অসিরা। দু’দলের প্রথমার্ধে ৬১ভাগ সময় বল নিজেদের পায়ে রাখে আর্জেন্টিনা। এই সময়ে ২টি শট নিতে পারে মাত্র আর্জেন্টিনা। অন্যদিকে অসিরাও আক্রমণে গেছে মাত্র ১বার। শেষ পর্যন্ত জয় পায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচে শেষে প্রতিক্রিয়ায় আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি জানান, এটি আর্জেন্টিনার একটি নিয়ন্ত্রিত ম্যাচ ছিল।

মেসি বলেন, নিয়ন্ত্রিত একটি ম্যাচ ছিল। আমার মনে হয়, আমরা ম্যাচটি শেষ করতে পারতাম। মার্তিনেসের সেই সেভটি বাদ দিলে সম্ভবত আমরা খুব একটা ভুগিনি। এটি খুবই শারীরিক এক ম্যাচ ছিল। জয়ে আরও একধাপ এগিয়ে যাওয়ায় আমরা খুশি।

Nagad

সারাদিন/০৪ ডিসেম্বর/এমবি