দিল্লি, লাহোর ও ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর
ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর এবং বাংলাদেশের ঢাকা শহরের বায়ুর মান আজ অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা ৪৭ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) অনুযায়ী, এই তিন শহরই দূষণের তালিকার শীর্ষে রয়েছে।
দূষণ স্কোর অনুযায়ী, দিল্লির বাতাসের মান সবচেয়ে খারাপ, যার স্কোর ৩০০, যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত। লাহোরের স্কোর ২৩৫ এবং ঢাকার স্কোর ২০৫, যা একইভাবে অস্বাস্থ্যকর বায়ুর মান নির্দেশ করছে। এই তালিকার পরবর্তী স্থানে রয়েছে ঘানার আক্রা এবং পঞ্চম স্থানে পাকিস্তানের করাচি।


এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, ০ থেকে ৫০ এর মধ্যে স্কোর ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি মানের, ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর, ১৫১ থেকে ২০০ সাধারণের জন্য অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর ওপরে বিপর্যয়কর বা দুর্যোগপূর্ণ পরিস্থিতি নির্দেশ করে।
বিশেষজ্ঞরা নাগরিকদের সতর্ক থাকার এবং যদি সম্ভব হয়, বাড়ির বাইরে কার্যক্রম সীমিত করার পরামর্শ দিয়েছেন।