দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখন অস্থিরতার মধ্যে আছে। জনগণের উদ্বেগ কমাতে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই এই সরকার সফল হোক।
তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব সংস্কার করে একটি নতুন নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকারের সঙ্গেই জনগণ থাকে, কিন্তু অনির্বাচিত সরকারের সঙ্গে জনগণ থাকে না।
বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস করেছে। তারেক রহমানের ‘টেকব্যাক বাংলাদেশ’ স্লোগান তুলে ধরে তিনি বলেন, ফয়সালা হবে রাজপথে, হাসিনা পালিয়ে গেছে।
তিনি অভিযোগ করেন, বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ২ হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে।
ফখরুল দাবি করেন, শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, ভারত আমাদের বড় প্রতিবেশী, কিন্তু তারা যদি শেখ হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দেয়, তাহলে জনগণ তাদের পাশে থাকবে না।
বিএনপি মহাসচিব দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিভেদ সৃষ্টি করবেন না, দেশকে বিভ্রান্ত করবেন না। ১৯৭১ সাল আমাদের গর্বের ইতিহাস, এটিকে কেউ কটাক্ষ করবেন না।
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, প্রবাসী বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াসিন, এবং স্থানীয় নেতারা।