পিরোজপুরে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধির ওপর হামলা, আহত ২

পিরোজপুর সংবাদদাতা:পিরোজপুর সংবাদদাতা:
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

পিরোজপুরে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোছাব্বির মাহামুদ সানি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুরের পাড়েরহাট মোড় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় সানির মাথায় রক্তাক্ত জখম হয় এবং ডান হাত ভেঙে যায়। এসময় তার সঙ্গে থাকা সানজিদ নামে আরও একজন আহত হন, যার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম রয়েছে।

আহত মোছাব্বির মাহামুদ সানি অভিযোগ করেন, তারাবীর নামাজ পড়ে বের হওয়ার পর তাঁতীদলের কয়েকজন সন্ত্রাসীসহ আওয়ামী লীগের ফ্যাসিবাদী পিরোজপুরের সাবেক এমপি একেএমএ আউয়াল ও সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের অনুসারীরা এ হামলা চালায়।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজিব পাইক জানান, রাত ১১টার দিকে সানি ও সানজিদ হাসপাতালে আসেন। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং সানির ডান হাত ভেঙে গেছে।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।