এনআইডি ডেটাবেইস পুরোপুরি নিরাপদ: ইসির ডিজি
নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, বর্তমানে এনআইডি ডেটাসেন্টার পুরোপুরি নিরাপদ এবং এর বিষয়ে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে না।
সোমবার নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের অবস্থান থেকে যা যা করা দরকার, তা করেছি। বর্তমানে কোনো তথ্য ফাঁসের ঝুঁকি নেই। তবুও প্রতিদিনই কার্যক্রম চলছে যাতে ডেটা লিক বা ক্ষতিগ্রস্ত না হয়।’


তিনি জানান, ৫৮৬ জন নাগরিকের নামে দুটি এনআইডি থাকায় তাদের তথ্য ‘লক’ অবস্থায় ছিল। পরে যাচাই-বাছাই করে প্রথম এনআইডি রেখে দ্বিতীয়টি বাতিল করা হয়েছে। এখন তারা নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন।
ডিজি আরও বলেন, ‘আমাদের জানামতে বর্তমানে কারও দুটি এনআইডি নেই। ভবিষ্যতে এমন কেউ শনাক্ত হলে একই পদ্ধতিতে ব্যবস্থা নেওয়া হবে।’
তথ্য সুরক্ষা বিষয়ে তিনি বলেন, ‘ডেটাসেন্টার ২৪ ঘণ্টা চালু থাকে। নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে কখনও কখনও কয়েক ঘণ্টার জন্য বন্ধ করা হয়। সম্প্রতি আমরা চার ঘণ্টার জন্য তা বন্ধ করেছিলাম। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে আবার চালু করেছি।’
তিনি আশ্বাস দেন, ভবিষ্যতেও তথ্যভাণ্ডারকে সুরক্ষিত রাখতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।