‘শিখর’ স্বেচ্ছাসেবী সংগঠনের ৫ম বর্ষপূর্তি উদযাপন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২২

চট্টগ্রামে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মশালার মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিখর’ এর ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) চট্টগ্রাম নগরীর প্রকৃতির ঘেরা সি আরবিস্থ তাসফিয়া গার্ডেনে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মশালার মাধ্যমে সংগঠনটির বর্ষপূর্তি উদযাপন করা হয়।

সংগঠনটির সভাপতি আব্দুস সামাদ রিফাত এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ রাজিব হোসেন রিফাত ও সহ-পরিচালক রাফিয়া কাশফি এর যৌথ সঞ্চালনায় প্রোগ্রামের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পাঠ করেন পটিয়া শাখার সদস্য মুর্শেদ ইসলাম। এরপর গীতা পাঠ করেন, বৈশাখী চৌধুরী মৃত্তিকা।

সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রোগ্রাম চেয়ারম্যান মেহেরাজ আলী মুন্নার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

শিখরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মাসুদুর রহমান ২০২২-২৩ সেবা বর্ষের সকল কার্যকরী পরিষদ, শাখা ও প্রজেক্ট পরিচালক সহ সকল সদস্যদের শপথ পাঠ করান। সাংগঠনিক দক্ষতা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন লিও আন্তর্জাতিক ড্রিস্ট্রিক ৩১৫ এর মাল্টিফল ভাইস প্রেসিডেন্ট লিও আফিফা ইসলাম ও এসডিজি ইয়োথ ফোরাম এর সভাপতি জনাব নোমান উল্লাহ বাহার।

চট্টগ্রামের প্রায় ২৫ টি সংগঠন (গাউসিয়া কমিটি বাংলাদেশ, দোহাজারী ব্লাড ব্যাংক,স্বপ্নের তরী সাংস্কৃতিক সংসদ,পটিয়া ব্লাড ডোনেট ক্লাব,স্মাইল বাংলাদেশ,লিও ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটি, সারা আনোয়ারা, স্বপ্নময় মানবমূখী সংগঠন সহ ২৫ টি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয় এবং প্রধান সংবর্ধিত অতিথি ছিলেন ফিল্ড হাসপাতাল ও হোম হাসপাতাল এর উদ্যোক্তা ডাঃ বিদ্যুৎ বড়ুয়া এবং প্রধান অতিথি ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ এর ডিসট্রিক্ট গভর্নর ইলেক্ট্রক ইঞ্জিনিয়ার মতিউর রহমান, উদ্বোধক রিহ্যাব চট্টগ্রাম রিজিওন এর চেয়ারম্যান ও চন্দনাইশ সমিতি চট্টগ্রাম ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুল কৈয়ম চৌধুরী, বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসান, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ৫ম বর্ষপূর্তি উপলক্ষে শিখরের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

Nagad

এছাড়া সংগঠনটির নিয়মিত রক্তদাতাদের রক্তদাতা সম্মাননা প্রদান করেন এবং গুণীজন সংবর্ধনাসহ গর্বিত অভিভাবক সম্মাননা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন- প্রধান অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহেদুল আলম নকিব,সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক সুস্মি মনি, প্রকল্প পরিচালক শাহরিয়ার হাসান রাজ, প্রচার সম্পাদক আল-শাহরিয়া রাফি, কার্যকরী সদস্য নুসরাত জাহান রিয়া, আব্দুল হামিদ, গিয়াস উদ্দীন সুমন শাখা পরিচালক নাফিসা নিলা, চৌধুরী সানজি, সহ শাখা ও প্রজেক্ট এর সহ-পরিচালকগণ ও শিখরের সকল সদস্যগণ।

উল্লেখ্য যে, সংগঠন টি ২০১৭ সালে ২০ আগস্ট প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনটি ৫টি শাখায় ৩টি প্রজেক্ট নিয়ে মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছে। সংগঠনের সভাপতি সাংবাদিকদের বলেন, বর্তমানে শিখরের ৩টি প্রজেক্ট শিখর নেগেটিভ ব্লাড ব্যাংক এর মধ্য দিয়ে চট্টগ্রামের বিভিন্ন মেডিকালে অসহায় রোগীদের রক্ত জোগাড় করা হয়।শিখর স্বপ্ন পূরণ পাঠশালা এর মধ্য দিয়ে পাহাড়ি অঞ্চলে গরীব অসহায় দুস্থ শিক্ষার্থীদের মাঝে নিয়মিত শিক্ষা সামগ্রী, খাবার, স্কুলের পোশাক বিতরণ করা হয়, শিখর ক্ষুধার্তদের জন্য খাদ্য এর মধ্য দিয়ে নগরীর বিভিন্ন অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার প্যাকেটজাত করে ফুটপাতে রেলস্টেশন পরে থাকা অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।

সারাদিন.২৭ আগস্ট. আরএ