অভিনেতা আব্দুল্লাহ সাকী আর নেই

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২

ঢাকাই সিনেমার গুণী অভিনেতা আব্দুল্লাহ সাকী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

শনিবার (২৭ আগস্ট) দিনগত রাত ১টার জামালপুর জেলার রশিদপুরে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

৯০ দশকের অসংখ্য সিনেমায় তাকে পাওয়া গেছে। তার চরিত্রগুলো স্বল্প সময়ের হলেও দর্শকের মনে স্থান করে নিয়েছে। তার অভিনীত চরিত্রগুলোর মধ্যে জনপ্রিয় ছিল ‘প্রেমগীত’ সিনেমার ‘খান বাবা’ চরিত্রটি। এই চরিত্র তাকে সবার কাছে পরিচিত করে তোলে। তবে জীবনের শেষভাগে এসে চলচ্চিত্রে থেকে দূরে ছিলেন তিনি।

অভিনেতা আব্দুল্লাহ সাকীর মৃত্যুতে অনেকেই ফেসবুকে শ্রদ্ধা জানিয়েছেন। চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, “একটা দুঃসংবাদ পেলাম এখন, আমার বিখ্যাত ছবি ‘প্রেম গীত’-এ আমার সাথে খান চাচা অভিনয় করেছিলেন, আমাদের অসংখ্য ছবির শিল্পী সাকী ভাই গতরাত একটার সময় ইন্তেকাল করেছেন, উনার কাছের একজন মানুষ আমাকে ফোন দিয়ে জানালেন, সাকী ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুন।”

সারাদিন/২৮ আগস্ট/এমবি

Nagad